শান বরাবরই বেশ স্পস্টবক্তা। তিনি যেটা ভাবেন সেটা খোলা মনেই সকলকে জানিয়ে দেন। কিন্তু এদিন তিনি যা বললেন সেটা শুনে হতবাক সকলেই। এতদিন যে অরিজিৎ সিংয়ের তিনি তুমুল প্রশংসা করে এসেছেন এবার জানালেন তাঁর জন্যই নাকি কাজ হারাচ্ছেন শান।
অরিজিতের জন্য কাজ হারাচ্ছেন শান
শান একটা সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন বেশ অনেকটাই কমেছে তাঁর সেই পসার। বলা ভালো অরিজিৎ সিংয়ের উত্থানের পর থেকেই পড়তির দিকে শানের রমরমা। তবুও কখনও সেটা নিয়ে কিছু বলেননি শান। বরং উল্টে অরিজিতের প্রশংসা করেছেন তিনি। কিন্তু এদিন জানালেন অরিজিতের জন্যই নাকি তিনি পাওয়া কাজ হারিয়েছেন। আর এই ঘটনা ঘটেছে গত বছরই।
আরও পড়ুন: 'অরিজিৎ শেষ...' হঠাৎ কেন এমন বললেন শান?
গত বছর ডিসেম্বরের শেষ দিকে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ডাঙ্কি। সেখানেই একটি গান গাওয়ার কথা ছিল শানের। কিন্তু শেষ পর্যন্ত সেটাকে বাদ দিয়ে রাখা হয় অরিজিৎ সিংয়ের ও মাহি গানটি। এদিন পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে শান বলেছেন, 'শাহরুখের ছবিতে গান গাইব বলে খুব খুশি ছিলাম। ভীষণ আনন্দ পেয়েছিলাম। কিন্তু কিছু কারণের জন্য আমার গানটিকে বাদ দিয়ে দেওয়া হয়।' যদিও এই বক্তব্যে তিনি অরিজিৎ সিংয়ের নাম করেননি। ছবির নির্মাতারাই এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: 'একা থাকতে চাইনি...' কীভাবে শুরু হয় প্রশ্মিতা অনুপমের প্রেম? কে প্রপোজ করেন? দিদি নম্বর ওয়ানে ফাঁস প্রেমকাহিনি
অরিজিৎকে নিয়ে কী বললেন আর শান?
এদিন অরিজিতের প্রশংসাও করেন শান। বলেন, ভারতীয় সঙ্গীতের ধারা বদলাচ্ছে। একজন সঙ্গীতশিল্পীকে আর অপেক্ষা করে থাকতে হয় না ছবিতে গান গেয়ে খ্যাতি অর্জন করার জন্য। প্লেব্যাক করলেই যে বিখ্যাত হওয়া যায় সেই ধারণা অনেকটাই পাল্টাচ্ছে বলে মত তাঁর। একই সঙ্গে জানান এই যুগটা এখন অনেক বেশি র্যাপারদের। বাদশা, নেহা কক্কর, গুরু রান্ধওয়াদের যুগ এটা, দাবি শানের। গায়কের কথা, 'আজ সঙ্গীত জগতে যত বড় নাম আছে সবাই হয় র্যাপার নইলে নিজেদের ব্যান্ড আছে বা ইউনিক কোনও মিউজিক স্টাইল আছে। অরিজিৎ সিং শেষ মানুষ যিনি ফিল্ম মিউজিক থেকে খ্যাতি পেয়েছেন। কিন্তু এখন অধিকাংশ গায়ক তাঁদের অ্যালবামের গান থেকেই খ্যাতি পায়। আজকাল ফিল্ম মিউজিক থেকে আর কোনও তারকা তৈরি হয় না।'