দক্ষ ক্লাসিক্যাল নৃত্যশিল্পী দ্বৈপায়ন-পায়েল। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় এই জুটি। কর্মসূত্রে ইউএসএ-তে থাকেন তাঁরা। থাকেন সান ফান্সিকোর কাছাকাছি। দাদাগিরি ১০-এর মঞ্চে এসে নাচ নিয়ে যুগলবন্দির গল্প ফাঁস করলেন প্রবাসী দম্পতি। আদতে তাঁরা এই রাজ্যেরই বাসিন্দা। কৃষ্ণনগরের ছেলে দ্বৈপায়ন, আর শান্তিপুরের মেয়ে পায়েল।
নৃত্যশিল্পী দ্বৈপায়ন-পায়েল
কাজের পাশাপাশি বিদেশেই পিএইচডি করছেন দ্বৈপায়ন। প্রায় পাঁচ বছর ধরে বিদেশে থাকেন তিনি। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে করছেন, ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। এসবের মাঝে নিজে নাচও শিখছেন দ্বৈপায়ন। তাঁদের বিয়ে হয়েছে মাত্র দেড় বছর। বিয়ের পরই বরের সঙ্গে বিদেশে থাকেন পায়েল। তিনি নিজে নৃত্য শেখেন এবং অনলাইনে শেখান।
আরও পড়ুন: ‘২৫ বছরের মেয়ে আমার থেকে বেশি..’, আদিত্য-অনন্যার সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন চাঙ্কি
আরও পড়ুন: 'আকাশে সুপারস্টার’-এ বিশেষ বিচারকের আসনে ইমন, রিয়ালিটি শো নিয়ে কেমন অনুভূতি গায়িকার
প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবদারে এ দিন দাদাগিরির মঞ্চে একসঙ্গে নৃত্য পরিবেশন করেছেন দ্বৈপায়ন-পায়েল। স্বামী স্ত্রী'র অসাধারণ যুগলবন্দী দেখে মুগ্ধ দাদা। প্রশংসায় পঞ্চমুখ তিনি। এ দিন ম্যাচিং পোশাক পরেই দাদাগিরির মঞ্চে দেখা গিয়েছে তাঁদের।
আরও পড়ুন: ‘অমরসঙ্গী’ না খুঁজে কী একলা থাকাই ভালো, কী বলছেন সোহিনী-বিক্রম, শেষ হল ছবির শ্যুটিং
নেটিজেনের প্রতিক্রিয়া
দ্বৈপায়ন-পায়েলের নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও। এক নেটিজেনের মন্তব্য, ‘জুটি হবে এমনই’। কেউ লিখেছেন, ‘দারুণ! একেই বলে নাচ। ভীষণ ভালো লাগল’। কেউ লিখেছেন, ‘এনারাই সত্যি কারের গুণী মানুষ। সত্যিই অসাধারণ গুন ওনাদের মধ্যে’। কেউ লিখেছেন, ‘খুব পছন্দের জুটি’। এক নেটিজেনের মন্তব্য, ‘খুব সুন্দর ও প্রাণবন্ত জুটি’।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় দ্বৈপায়ন-পায়েল জুটি। তাঁর নাচের ভিডিয়ো প্রচুর ভাইরাল হয় নেটদুনিয়ায়। প্রচুর ফলোয়ার্স তাঁদের।
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। তবে এখন দাদাগিরির ভক্তদের অনুমান শীঘ্রই এই শো শেষ হতে চলেছে। কারণ ইতিমধ্যেই জি বাংলার তরফে তাদের আরেক জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার প্রোমো প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। জলদি শুরু হয়ে যাবে অডিশন।