বড়পর্দায় আবারও 'অমরসঙ্গী'। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আইকনিক ছবি নয়, নতুন বাংলা ছবি ‘অমরসঙ্গী’। প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন সোহিনী সরকার, বিক্রম চট্টোপাধ্যায়। ছবির শ্যুটিং পর্ব শেষ হল। শ্যুটিংয়ের নানা মুহূর্তের ঝলক শেয়ার করেছেন বিক্রম। অভিনব ঘোষ ও ড্রিমস অন সেল-এর প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি।
কী বলছেন পরিচালক দিব্য
পরিচালনায় দিব্য চট্টোপাধ্যায়। এটাই তাঁর প্রথম ছবি। অর্থাৎ অমর সঙ্গী দিয়েই টলিউডে তিনি ডেবিউ করতে চলেছেন, যদিও বাংলায় প্রথম কাজ হলেও তিনি আরব সাগরের পাড়ে দীর্ঘদিন কাজ করেছেন। আফসোস সিরিজের কো-ক্রিয়েটর ছিলেন দিব্য। ছবি প্রসঙ্গে পরিচালক বলেছেন, ‘এটা একটা ফিল গুড ছবি। এই ছবির সমস্ত চরিত্ররাই ভীষণ ভালো। তবে এটার সঙ্গে আফসোস সিরিজে আমরা যেমন ডার্ক হিউমার মিশিয়ে ছিলাম সেটার চেষ্টা করা হচ্ছে।’
বিক্রমের পোস্ট
ছবিগুলি শেয়ার করে বিক্রম লিখেছেন, ‘আমাদের পরবর্তী সিনেমা অমরসঙ্গীর শ্যুটিং শেষ। পরিচালনায় দারুণ প্রতিভাবান দিব্য চট্টোপাধ্যায়। শ্যুটিংয়ে অত্যন্ত ব্যস্ত শিডিউল ছিল। একই সঙ্গে আনন্দেরও। খুব তাড়াতাড়িই আপনাদের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে।'
আরও পড়ুন: 'আকাশে সুপারস্টার’-এ বিশেষ বিচারকের আসনে ইমন, রিয়ালিটি শো নিয়ে কেমন অনুভূতি গায়িকার
‘অমরসঙ্গী’র গল্প
এই ছবির গল্প আবর্তিত হবে অনুরাগ এবং জয়ীকে কেন্দ্র করে। এই দুই চরিত্রে থাকবেন বিক্রম এবং সোহিনী। ওঁরা ছোটবেলার বন্ধু যাঁদের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু এমন একটা ঘটনা ওঁদের জীবনে ঘটে যায় যে গোটা জীবনের পথটাই অন্যদিকে বাঁক নেয়। এমন অবস্থায় কী করেন ওঁরা, আদৌ ওঁদের বিয়ে হয় কিনা সেটাই এই ছবিতে দেখা যাবে। পরিচালক দিব্য চট্টোপাধ্যায়ের ছবির শ্যুটিং হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা জুড়ে।
আরও পড়ুন: রাজারহাটে DRR স্টুডিয়োতে আগুন, ‘প্রচুর ক্ষয়ক্ষতির ব্যাপার..’, প্রতিক্রিয়া ‘দিদি’ রচনার
আসছে ‘অমরসঙ্গী’
এই ছবির শ্যুটিং শুরুর সময়ে, নিজের ও সোহিনীর লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে বিক্রম লিখেছিলেন, 'গুরুদেব বলেছেন, প্রেম অমর, অবিনশ্বর, মৃত্যুও যাকে ছুঁতে পারবে না। নাকি বাস্তবতায় দিব্যি পারবে! সেই চু কিত -কিত প্রশ্ন নিয়ে আমাদের আগামী নিবেদন, এক আশ্চর্য প্রেমের জাদুবাস্তবতা মাখা গপ্পো 'অমরসঙ্গী'। আর আমরণ এই সঙ্গী থাকার পণ করেছি আমি আর সোহিনী সরকার।'
ছোটপর্দার পর সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেও নজর কেড়েছেন বিক্রম। 'শহরের উষ্ণতম দিনে', ‘পারিয়া’-র মতো ছবিতে নজর কেড়েছেন অভিনেতা। ফের হাজির হচ্ছেন নতুন কাজ নিয়ে।