সময়টা ২০০৭ সাল। টিম ইন্ডিয়ার হয়ে ইংল্যান্ড সফরে সৌরভ গঙ্গোপধ্যায়। সঙ্গী মেয়ে সানা গঙ্গোপাধ্যায় ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। লন্ডন সৌরভের ‘সেকেন্ড হোম’, তাই সুযোগ থাকলে ইংল্যান্ড ট্যুরে স্ত্রী-কন্যেকে সঙ্গে নিয়ে যেতে মহারাজ। এখন তো দাদার 'আলিশান' বাড়িও রয়েছে রানির দেশে। যাকগে, সে-সব কথা। সম্প্রতি দাদাগিরির মঞ্চে ছোট্ট সানার আজব কীর্তি ফাঁস করেছেন মহারাজ।
জি বাংলার এই শো-তে সম্প্রতি এক জুম্বা প্রশিক্ষক পৌঁছেছিলেন। দাদা ও সানার মিষ্টি বন্ডিং তাঁর মন ছুঁয়ে যায় সবসময়। নিজের বাবাকে প্রচণ্ড মিস করেন মোনালিসা। সৌরভকে এক অভিনব উপহার দেন তিনি। মেয়ে সানার সঙ্গে দাদার কিছু দুর্লভ লেন্সবন্দি ছবির কোলাজ তুলে ধরেন দাদাগিরির মঞ্চে। সেখানকে সৌরভের কোলে দেখা মিল সদ্যোজাত সানার, আবার লন্ডনের রাস্তায় বাবা-মা'র হাত ধরে হাঁটতে দেখা গেল সানাকে।
লন্ডন ট্রিপের পুরোনো ছবি দেখেই রোমাঞ্চকর কাহিনি শেয়ার করলেন সৌরভ। দাদা জানান, সে-বার নাকি সানা হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, লন্ডনের রাস্তায় মায়ের সঙ্গে বেরিয়েছিল বছর ছ'-এর খুদে। সৌরভ বলেন, ‘ওর মা আর ও বেরিয়েছে। এদিক-ওদিক চলে গেছে। ওর মা আর ওকে খুঁজে পাচ্ছে না। এবার সানা পুলিশকে গিয়ে বলেছে- আমার মা হারিয়ে গেছে। এমন বুদ্ধি, এটা বলেনি আমি হারিয়ে গেছি। তারপর বিকালে আমি টেস্ট ম্যাচ খেলে এসেছি হোটেল রুমে সাড়ে ছ’টা-সাতটা। হঠাৎ আমার ঘরে টকটক করে টোকা। আমি দেখি পুলিশ, পাশে সানা! ভাবছি, ও আবার কী করল! পুলিশ জানাল, মেয়ে বলছে মা-কে খুঁজে পাচ্ছে না। মা হারিয়ে গেছে।'
সৌরভ এরপর জানান, ‘সানাই পুলিশকে বলেছে ও কোথায় থাকে, পুলিশ ওকে পৌঁছে দিয়েছে। আর ওর মা গোটা চত্বর মেয়েকে খুঁজে ফেলেছে। দিয়ে আমাকে ফোন করে বলছে, শিগরির নীচে নেমে এসো। মেয়েকে কোথাউ পাচ্ছি না।’ সৌরভ ডোনাকে আশ্বস্ত করে বলেন, ‘সানা তো আমার পাশে বসে খেলছে’। হাঁফ ছেড়ে বাঁচেন ডোনা।
এরপর মেয়েকে নিয়ে আবেগঘন দাদা। বলেন, ‘আর সেই মেয়ে এখানেই (লন্ডন) থাকে। একা থাকে। বাবা-মা কাউকে দরকার পড়ে না ওর।’ একরত্তি সানার স্মৃতি হাতড়ে সৌরভকে বলতে শোনা গেল, ‘যখন ও জন্মায়, আমি ওকে কোলে নিতে ভয় পেতাম। খাটে বসে তারপর কোলে নিতাম’। সৌরভের মিষ্টি মেয়েকে প্রশংসায় ভরিয়ে দেন প্রতিযোগিনী। জবাবে সৌরভ বলেন, ‘ভীষণ মিষ্টি,ভীষণ চালাক। বাবা এই পকেটে, মা এই পকেটে’।
সৌরভ ও ডোনার একমাত্র সন্তান সানা। ২০০১ সালের ৩রা নভেম্বর জন্ম তাঁর। এখন তাঁর বয়স ২৩ বছর। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রিলাভ করে সেখানকার এক নামী কোম্পানিতে চাকরিরতা সানা গঙ্গোপাধ্যায়।