সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শাহরুখ খানের মনোমালিন্যের খবর একটা সময় সংবাদ শিরোনামে উঠেছিল। কেকেআরের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ, অথচ মালিক শাহরুখ তাঁকে সম্পূর্ণ স্বাধীনতা দেননি প্রকাশ্যে এই অভিযোগ এনেছেন দাদা। তবে মাঠের বাইরে দুজনের সমীকরণ একদম অন্যরকম। কিছুদিন আগেও মহিলা আইপিএলের উদ্বোধনে শাহরুখকে বুকে টেনে নিয়েছিলেন মহারাজ। আরও পড়ুন-বাবার ফোনে আড়ি পাতেন সানা! দাদাগিরিতে সৌরভ বললেন, 'সারাক্ষণ কড়া নজরদারি চালাচ্ছে...'
সম্প্রতি দাদাগিরির মঞ্চে খুদের হাত ধরে ফিরলেন শাহরুখ। হ্যাঁ, ছোটদের সঙ্গে নিমেষে মিশে যেতে ওস্তাদ সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি সপ্তাহে দাদাগিরির স্টেজে হাজির হয়েছিল এক ঝাঁক খুদে। তাঁদের মধ্যেই একজন ছিল শাহরুখ খানের অন্ধ ভক্ত। শিবাংশ গঙ্গোপাধ্যায় কিং খান বলতে অজ্ঞান। ‘পাঠান’-এর জববা ভক্তের কাছে সৌরভের প্রশ্ন, ‘কাকে পছন্দ, আমায় না শাহরুখ?’ কোনওরকম দ্বিধা না রেখেই সে জানায়, ‘শাহরুখ’। পাশ থেকে অন্য এক খুদ বলে ওঠে, ‘আমি কিন্তু তোমাকে পছন্দ করি’।
সৌরভ আসলে শাহরুখ ভক্ত
এরপর তার সুরে সুর মিলিয়ে একে একে অর্চিষ্মান, সম্রাট, অঙ্গিরা সকলে বলে ওঠে, সৌরভই তাঁদের বেশ প্রিয়। তখন মজা করে সৌরভকে বলতে শোনা গেল, ‘এই শাহরুখ খানকে বাড়ি পাঠিয়ে দে’। দাদার এমন কথা শুনে খানিক ভ্যাবাচ্যাকা খেয়ে যায় শিবাংশ। সঙ্গে সঙ্গেই তাঁকে আশ্বস্ত করে সৌরভ বলেন, ‘শাহরুখ খান দারুণ… আমিও পছন্দ করি ওকে’।
পুশ-আপ শেখালেন দাদা
দাদার এই কথা শুনে হাঁফ ছেড়ে বাঁচে শিবাংশ। আসলে খুদে শুরুতে বুঝতে পারেনি সৌরভ রসিকতা করছেন। অবশেষে শিবাংশের মুখে হাসি ফোটে। আরেক খুদেকে বডি বিল্ডিং-এর টিপস দেন মহারাজ। ৫০-এর গণ্ডি পেরিয়েও অটুট তাঁর ফিটনেস তা বোঝা গেল এদিন। নিঁখুত পুশ আপ করে দেখালেন দাদা, হাতে ধরে শেখালেনও।
এই এপিসোডেই সৌরভকে বলতে শোনা গিয়েছে তাঁর ফোনে রীতিমতো নজরদারি চালায় মেয়ে। সৌরভ মেসেজ লিখলে, কাকে- কী লিখে পাঠাচ্ছেন সেদিকে নজর থাকে সানার।
আরও পড়ুন-মিলানের রাস্তায় আনমোনা সুহানা, কার সঙ্গে ইতালিতে দিনযাপন শাহরুখ কন্যার?
শাহিদের জীবনের বিশেষ বন্ধুর উপস্থিতি! আলাপ করতে চান স্ত্রী মীরা রাজপুত, তবে কি….
দাদাগিরি প্রসঙ্গে
প্রসঙ্গত প্রতি শুক্রবার এবং শনিবার রাত সাড়ে নয়টা থেকে সম্প্রচারিত হয় দাদাগিরির। জি বাংলার পর্দায় দেখা যায় সৌরভের সঞ্চালনায় প্রতিযোগীদের দাদাগিরি।