বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayesha-Sourav: ‘তুমি ওখানে দাঁড়িয়ে রোল খাও না?’ দাদাগিরির মঞ্চে সৌরভের প্রশ্ন অবাক ‘আলোর কোলে’র আয়েশা!

Ayesha-Sourav: ‘তুমি ওখানে দাঁড়িয়ে রোল খাও না?’ দাদাগিরির মঞ্চে সৌরভের প্রশ্ন অবাক ‘আলোর কোলে’র আয়েশা!

দাদাগিরি-র মঞ্চে আসছে আলোর কোলে টিম 

Dadagiri-Alor Kole: আলোর কোলের ইন্দিরা অর্থাৎ আয়েশা বেহালার মেয়ে। তাঁকে দেখেই সৌরভের প্রশ্ন, 'তোমায় চেনা চেনা লাগছে…'।

জি বাংলায় সদ্য শুরু হয়েছে ‘আলোর কোলে’র সফর। আর চলতি সপ্তাহে দাদাগিরির মঞ্চ মাতাতে আসছে এই সিরিয়ালের কলাকুশলীরা।আলোর ঠিকানায় পুপুলের বাবা অর্থাৎ কৌশিক রায়ের সৎ বোন রাজনন্দিনীর অভিনয় করছেন আয়েশা। টেলিপাড়ার অতি পরিচিত মুখ আয়েশা। ঘটনাচক্রে বেহালার মেয়ে তিনি। 

প্রথমবার দাদার সঙ্গে স্টেজ শেয়ার করে উচ্ছ্বসিত আয়েশা। সৌরভ নিজ এসে আয়েশার সঙ্গে হাত মেলান, ঘটনায় অভিভূত অভিনেত্রী। এরপর সাহস জুগিয়ে দাদাকে মনের ইচ্ছের কথা জানান। দাদাগিরি- সেটের বিহাইন্ড দ্য ক্যামেরার গল্প ফাঁস করলেন আয়েশা। হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী বললেন, ‘আমি ওঁনাকে বলি, স্যার পরে আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি। উনি হঠাৎ বললেন, আমি তোমাকে কোথাউ দেখেছি। বললাম, হ্যাঁ, স্যার আমি আসলে বেহালাতেই থাকি। আপনি রাস্তার এপারে, আমি ওপারে। আপনি যে রাস্তা দিয়ে বেরোন, ওই প্রিন্স রেস্টুরেন্টের পাশে…’। আয়েশার কথা শেষ হওয়ার আগেই সৌরভ বলেন, ‘আরে হ্যাঁ, তুমি প্রিন্স রেস্টুরেন্টে দাঁড়িয়ে রোল খাও না! আমি তোমাকে ওখানেই দেখেছি অনেকবার।’ 

হাসতে হাসতে আয়েশা যোগ করেন, ‘আমি অনেকবার ওখানে দাঁড়িয়ে রোল খাওয়ার সময় দাদা গাড়ি নিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেছেন। উনি আমাকে নোটিশ করেছেন এটা তো আমি ভাবতেও পারি না। আমার রোল খাওয়া স্বার্থক’। এরপর বেহালার মেয়ের সম্পর্কে আরও খোঁজখবর নেন সৌরভ। 

আয়েশা জানিয়েছেন, ‘আগেও অনেকবার ফোন এসেছে কিন্তু দাদাগিরির মঞ্চে যাওয়া হয়নি। প্রথমবার গেলাম আলোর কোলে পরিবারের সঙ্গে। দারুণ অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। আমার বাবা তো সৌরভের অন্ধভক্ত। অনেকেই হয়ত জানেন না, আমাদের বাড়ি বেহালায়। বাবা-মা দুজনেই বেহালায় বড় হয়েছেন। সৌরভ যখন প্র্যাক্টিস করতেন সবটা দেখেছেন। বাবা তো দাদার বায়োডাটা মুখস্থ বলতে পারবেন।’

সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর মায়ের ক্রাশ, দাদার সামনেই বেফাঁস আয়েশা। এই কথা শুনেই মুখ বেজার সৌরভের। বললেন, ‘আমার ওতো বয়স হয়নি। কী রে পুপুল তুই বল কিছু’। মহারাজের কথা শুনে হাসি থামল না পুপুল আর তাঁর মায়ের। একই হাল দর্শকদের।

আয়েশা জানিয়েছেন ‘আমার মায়ের বিরাট বড় ক্রাশ সৌরভ। একটু আগেও আমাকে বলছিল, দেখেছিস সৌরভের হাসিটা কী সুন্দর! ওঁর হাঁটাটা দেখেছিস কী স্মার্ট। আমার কাছে অনেক বড় পাওনা দাদাগিরির মঞ্চে যাওয়া। খুব টেনশন হচ্ছিল, তবে উনি নিজে থেকে এসে যখন হ্যান্ডশেক করলেন খুব হালকা লাগছিল’।

আয়েশা যে নাচতে ভালোবাসেন সেটা তো সবারই জানা। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই সফর শুরু হয়েছিল তাঁর। দাদাগিরির মঞ্চেও গল্পের নায়িকা স্বীকৃতির সঙ্গে ‘চকাচক’ গানে নাচতে দেখা যাবে আয়েশাকে। তাঁদের নাচে মুগ্ধ সৌরভ। 

এই এপিসোডে কৌশিক, স্বীকৃতি, অনন্যা, আয়েশারা হাজির থাকলেও এখনও পর্যন্ত দেখা মেলেনি সোমু সরকারের। এর জেরে মন খারাপ সোমু ভক্তদের। গত সপ্তাহ থেকে দাদাগিরি-র টেলিকাস্টের দিনক্ষণ বদলেছে। শুক্র-শনির বদলে শনি ও রবিবার সম্প্রচারিত হচ্ছে এই কুইজ শো। 

 

বায়োস্কোপ খবর

Latest News

হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, শাহের কাছে অভিযোগ সুকান্তর আজ পাপমোচনী একাদশীতে করবেন না এই ভুল, নাহলে দুর্ভাগ্য ছাড়বে না পিছু হুথিদের উপর ট্রাম্পের আমেরিকার হামলার প্ল্যান কীভাবে ফাঁস হল সাংবাদিকের কাছে? কেন গুঁড়িয়ে দেওয়া হল ফাহিম খানের বাড়ি? কৈফিয়ত তলব আদালতের, জারি স্থগিতাদেশ এমাসের মধ্যে কেন্দ্রের টাকা প্রাপকদের না দিলে…রাজ্যকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর বিয়ের ২ সপ্তাহে কন্ট্রাক্ট কিলার দিয়ে স্বামীকে খুন! কাঠগড়ায় স্ত্রী ও প্রেমিক আজ প্রিন্সের ঘরের মাঠে IPL জয়ী ক্যাপ্টেনের নতুন যাত্রা শুরু, কোথায় দেখবেন ম্যাচ? প্যাচপ্যাচে গরমেও ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল রাখবে এই ৫ কাপড়ের পোশাক! নগদ উদ্ধার শিখণ্ডী করে বিচারপতি নিয়োগেও নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা? উদ্বেগ মহুয়ার ‘পরের শো এলফিনস্টন ব্রিজে করব’, মজা করে পালটা চ্যালেঞ্জ কুণালের

IPL 2025 News in Bangla

‘সিঙ্গল নাও, ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে দেব’, ১১ নম্বরের কাছে মিনতি আশুতোষের এই প্রথম '২০০ টপকে' হারল LSG, সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নতুন রেকর্ড DC-র দিল্লিকে জিতিয়ে সুইচ হিট সেলিব্রেশন আশুতোষের, আঙুল তুলে কাকে বার্তা দিতে চাইলেন? রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট তালিকার সেরা ৪-এ দিল্লি, শীর্ষে রয়েছে কারা? KKR কত নম্বরে? গোয়েঙ্কা ওয়েট করছেন! পন্তের ভুলে LSG হারতেই মিমের বন্যা, নেটপাড়া বলল ‘সামলে….’ IPL- ‘আমি জানতাম ম্যাচ জিতিয়ে দেব’, বিধ্বংসী ব্যাটিংয়ে LSGকে উড়িয়ে বললেন আশুতোষ বড় নামেদের ব্যর্থতার ভিড়ে, অঙ্ক কষে লড়াই আশুতোষের, একা ম্যাচ জেতালেন দিল্লিকে কেউ নেয়নি, বদলি হয়েই প্রথম ওভারে ২ উইকেট শার্দুলের, LSG-র ২ অনামী স্পিনার কারা? পুরান-মার্শ ঝড়ের পর দিল্লিকে খেলায় ফেরালেন স্টার্ক, কুলদীপ! DCর টার্গেট ২১০ ল্যাটা মাছ ধরছেন নাকি! পুরানের লোপ্পা ক্যাচ গলালেন রিজভি, খেসারত দিতে হল DC-কে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.