আর মাত্র মাসখানেকের অপেক্ষা। চলতি বছরের শেষেই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে আসবে তাঁদের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তানের বয়স ৩ হলে আরও এক সন্তান নেবেন, দুজনে ঠিক করে রেখেছিলেন আগেই। দুজনের সেই ইচ্ছাপূরণ হবে খুব জলদি। অভিনেত্রী চাইছেন, ছেলের পর এবার একটা মেয়ে হোক!
মাসখানেক আগেই ঘরোয়াভাবে হয়েছিল শুভশ্রীর পাঁচ মাসের সাধভক্ষণ। গত বারের মতো শাড়িতে নয়, বর কুর্তি পরে সাধ খেয়েছিলেন হবু মা। উপস্থিত ছিল পরিবারের লোকেরা। এরপর এক কাছের বন্ধুও বেশ সাজিয়ে-গুছিয়ে খেতে দেয় শুভশ্রীকে। রাজকে পাশে নিয়ে সেই সাধ-ও খেয়েছিলেন। আর এবার শুভশ্রীর আনন্দে সামিল হল ডান্স বাংলা ডান্স পরিবার। আরও পড়ুন: ‘কোনও মহিলা যদি তোমাকে জড়িয়ে ধরে…!’, মিমিকে নিয়ে এ কী বললেন আবির
প্রেগন্যান্সিতেও চুটিয়ে কাজ করে গিয়েছেন। নিয়মিত শ্যুট করেছেন ডান্স বাংলা ডান্সের। আর সেটেই শুভশ্রীকে সাধ খাওয়ায় শ্রাবন্তী-অঙ্কুশরা। শ্রাবন্তীকে বলতে শোনা যায়, ‘যেহেতু আমাদের সবার প্রিয় শুভ একজন নতুন অতিথিকে নিয়ে আসছে আমাদের মধ্যে, আমরা সেটাকে সেলিব্রেট করতে চাই।’
এরপর দেখা যায় কাঁসার থালা-বাটিতে পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিয়ে আসা হয় শুভশ্রীর সামনে। কপালে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন স্বয়ং মিঠুন চক্রবর্তী। এই ভালোবাসা পেয়ে রাজ-পত্নী যে কতটা অভিভূত হয়ে পড়েন তা তাঁর মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। ধরা গলাতেই বলেন, ‘এটা খুব খুব স্পেশাল। আমার চোখে জল চলে আসছে। আমরা নিজেদের পরিবার বলে থাকি। আজকে প্রমাণ হয়ে গেল আমরা সত্যিই একটা পরিবার।’ আরও পড়ুন: ‘মহিলা বিনা কারণে ঝামলে করে!’, ডোনার নামে আর কী অভিযোগ সৌরভের?
২০২০ সালের ১২ই সেপ্টেম্বর ইউভানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভান জন্ম থেকেই স্টার। বলিউডে যেমন করিনা-পুত্র তৈমুর সকলের নয়নের মণি, টলিউডে তেমনই ইউভান। রাজ-শুভশ্রীও ছেলের বেড়ে ওঠার নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। যা দেখতে বেশ পছন্দও করে সকলে। ইউভানের বসতে শেখা থেকে, প্রথম বাবা ডাক, গুটি গুটি পায়ে পুরীর সি বিচে হেঁটে বেড়ানো, মলদ্বীপ ভ্রমণ, প্রথম স্কুলে যাওয়া--- সব কিছুরই সাক্ষী থেকেছে নেট-নাগরিকরা। এখন অপেক্ষা আরেক খুদে আসার। ডিসেম্বরেই ভাই বা বোন পাবে ইউভান।