টিআরপি তালিকায় গত কয়েকমাসে সেভাবে দাগ কাটতে ব্যর্থ ‘সর্বজয়া’। শুরুটা ভালোই করেছিল দেবশ্রী রায়ের শো, তবে বর্তমানে অনেকটাই তলানিতে টিআরপি। কিন্তু দেবশ্রী রায় ভক্তরা রাত ৯টা বাজলেই টেলিভিশনের সামনে বসে পড়েন ‘সর্বজয়া’র জীবনযুদ্ধের গল্প দেখতে। আর এবার সর্বজয়া তাঁর পরিবারকে নিয়ে হাজির ‘দাদাগিরি’র মঞ্চে। আর সেই প্রোমো প্রকাশ্যে আসতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। দাদা আর সর্বজয়ার যুগলবন্দি থেকে মুগ্ধ ফ্যানেরা।
দাদাগিরির মঞ্চে দেবশ্রী রায় হাজির হবেন আর নাচ থাকবে না তাও কী হয়? এক্কেবারেই নয়। অভিনেত্রীর এই ট্যালেন্ট তো কারুরই অজানা নয়। তবে এদিন দেবশ্রীর নাচ থেকে স্থির থাকতে পারলেন না সৌরভও। দাদাগিরির সঞ্চালকও ‘কমলা সুন্দরী’ দেবশ্রীর সঙ্গে নাচের ছন্দে পা মেলালেন।
একে অপরের প্রশংসা করতেও ভুললেন না সৌরভ, দেবশ্রী। অভিনেত্রীর প্রশংসা করে সৌরভ বলেন, ‘তুমি এতদিন টেলিভিশনের, এমনকি সিনেমার সর্বজয়া ছিলে, আর থাকবে’। অন্যদিকে মহারাজে মুগ্ধ দেবশ্রী বলে উঠেন, ‘এখানে আসবার কারণ কী জানো? তোমার এই হাসিটা।’ দেবশ্রী রায়ের কাছে এমন প্রশংসা শুনে তো লজ্জায় লাল সৌরভ, হো হো করে হেসে উঠেন।
চলতি সপ্তাহন্তে দাদাগিরি'তে হাজির হবে টিম সর্বজয়া। ফ্যানেরা কিন্তু বেজায় এক্সাইটেড এই এপিসোড নিয়ে। একজন লেখেন, ‘কবে দেখে অপেক্ষায় ছিল সর্বজয়াকে দাদাগিরিতে দেখব বলে, এবার তো দেখতেই হবে’। অপর এক ফ্যান লেখেন, ‘এক্সাইটেড..ফাইনালি দেবশ্রী ম্যাম দাদাগিরিতে আসছেন আর সর্বজয়া টিমও’।