বাংলা নিউজ > বায়োস্কোপ > Debina Bonnerjee: জেব্রা-জিরাফদের মাঝে দেবিনা এবং তাঁর দুই মেয়ে! কলকাতা এসেই চিড়িয়াখানায় বলি অভিনেত্রী

Debina Bonnerjee: জেব্রা-জিরাফদের মাঝে দেবিনা এবং তাঁর দুই মেয়ে! কলকাতা এসেই চিড়িয়াখানায় বলি অভিনেত্রী

কলকাতা এসেই মেয়েদের নিয়ে চিড়িয়াখানায় দেবিনা

Debina Bonnerjee: মেয়েদের নিয়ে কলকাতা এসেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। আর এদিন তিনি তাঁদের নিয়ে চিড়িয়াখানা বেড়াতে গেলেন। পোস্ট করলেন ছবিও।

বর্তমানে কলকাতায় এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। তাঁর মা এবং দুই মেয়েকে নিয়ে শহরে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এসেছেন অভিনেত্রী। আর তার ফাঁকেই এদিন তাঁরা কলকাতার একটি চিড়িয়াখানায় বেড়াতে গেলেন। দেবিনা এদিন চিড়িয়াখানায় তাঁর দুই মেয়ে লিয়ানা এবং দিভিশাকে নিয়ে দারুণ মজা করে কাটান। সঙ্গে অভিনেত্রীর মাও ছিলেন।

কলকাতার চিড়িয়াখানায় দেবিনা বন্দ্যোপাধ্যায়

দুই যমজ মেয়ে লিয়ানা এবং দিভিশাকে নিয়ে কলকাতা বেড়াতে এসেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। আর তার ফাঁকে চিড়িয়াখানায় গিয়ে আলাদাই মজা পেয়েছে দুই খুদে। তাদের চোখে মুখেই সেই আনন্দ ধরা পড়েছে। অভিনেত্রীকে এদিন তাঁর দুই মেয়েকে নিয়ে চিড়িয়াখানার বিভিন্ন পশুদের দেখতে দেখা যায়।

আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে ফাঁস দাদা বৌদি বিরিয়ানির নামের রহস্য! খোদ স্রষ্টা বললেন, ‘আমরা মানুষকে ভালোবেসেছি, ওরাই…'

আরও পড়ুন: 'কোনও ছবির কাস্টিং...', সলমন খানের নাম করে প্রতারণার টোপ! ভক্তদের সচেতন করে কী লিখলেন ভাইজান?

অভিনেত্রী এদিন তাঁর পোস্টে জানান, 'আমি প্রাথমিক ভাবে একটু স্ট্রেসড ছিলাম। আমরা আমার মাসির হোটেলের ঠিক পাশের একটি হোটেলে উঠেছি। লিয়ানা আসা থেকেই খুব কাশছিল, কিন্তু কেন জানি না। আমি ওকে মধু এবং তুলসির একটি পাচন বানিয়ে খাইয়েছি। তারপর ও খানিকটা ঠিক হয়েছে।'

এরপর তিনি সেই ব্লগে আরও জানান যে তিনি তাঁর দুই মেয়েকে নানা শিক্ষামূলক অথচ মজাদার অভিজ্ঞতা দিতে চাইছিলেন। তাই চিড়িয়াখানায় নিয়ে যান এবং সেখানকার পশু পাখি দেখিয়ে ওদের বিষয়ে নানা তথ্য জানাচ্ছিলাম। লিয়ানা দিভিশা দুজনেই যে সেখানকার পাখি, তাদের রং বেরঙের ডানা দেখে ভারী মজা পেয়েছে সেটাও জানান অভিনেত্রী। জলজ প্রাণীদের দেখেও তারা কতটা মজা পেয়েছেন এদিন সেটাও ভাগ করে নেন অভিনেত্রী। লিয়ানাকে নাকি তিনি এদিন পাখিদের নাম এবং ডাকের বিষয়েও প্রশ্ন করেছিলেন। যদিও এসব কিছুর মাঝে ঘুমিয়ে পড়েছিল ছোট্ট দিভিশা।

আরও পড়ুন: 'গল্পের গরু গাছে', জেলে গিয়ে নাচছে কার কাছে কই মনের কথার শিমুল! ভিডিয়ো ভাইরাল হতেই হেসে খুন নেটপাড়া

এদিন তাঁরা যে চিড়িয়াখানায় কেবল মজা করতে গিয়েছিলেন সেটাই নয়, একই সঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের একটা সুন্দর আউটিং ছিল। তাঁদের নানা ছবিতে হাসতে, রাস্তার ধারে বসে মজা করতে, ছবি তুলতে দেখা গিয়েছে। এদিন যে তাঁরা কেবল মজাই করেছেন সেটা নয়, একই সঙ্গে তাঁর মেয়েরা যে প্রকৃতির জন্য ভালোবাসার কথা বুঝেছে সেটাও জানান অভিনেত্রী।

আরও পড়ুন: ছয়দিনেই ১৩০ কোটি পার! মঙ্গলে ৭.৭৫ কোটি আয় করে মোট কত ঘরে তুলল হৃতিকের 'ফাইটার'?

দেবিনার দুই মেয়ে লিয়ানা এবং দিভিশা এদিন জিরাফ, জেব্রা, কুমির, সহ অন্যান্য প্রাণীদের দেখেছে। বর্তমানে তাঁরা আরও কিছুদিন কলকাতাতেই থাকবেন বলে জানা গিয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর এবার কিঞ্জল নন্দকে বাম সমর্থকের আক্রমণ, 'আমোদ' পেয়ে কী লিখলেন কুণাল ঘোষ? 'রক্ত মাংসের লক্ষ্মীদের অবমাননা…' বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে বড় সিদ্ধান্ত অপরাজিতার ‘আইস পিক দিয়ে বন্ধুর দাদাকে কুপিয়ে খুন করেছিল বাবা সিদ্দিকির অন্যতম হত্যাকারী’ আগামিকাল কেমন যাবে? ছুটির পরের সোমবারে সুখবর আসবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ব্রা না পরে একটি দিন উদযাপন! ‘নো ব্রা ডে’-র নেপথ্যে কী কারণ অনশনের চাপে বৈঠক ডাকলেন মুখ্য়সচিব, চিকিৎসক সংগঠনের কাছে গেল জোড়া চিঠি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.