আরও একটা বছর শেষ। ২০২৪-কে নিজ স্টাইলে স্বাগত জানাচ্ছেন আম জনতা থেকে তারকারা। পিছিয়ে নেই দীপিকা পাড়ুকোনও। বছরের শেষদিন ২০২৩-কে ফিরে দেখলেন শাহরুখের ‘পাঠান’ নায়িকা। ২০২৩ সাল জুড়ে বলিউডে রাজ করেছেন দীপিকা। বলা যেতেই পারে, নায়িকাদের মধ্যে সবচেয়ে সফল দীপিকা পাড়ুকোন। কেমন কাটল তাঁর বছর সে কথা জানাতে গিয়েই এমন এক শব্দ বললেন দীপিকা, যার জবাব খুঁজতে মরিয়া নেটিজেনরা।
দীপিকা যে রিল ভিডিয়ো শেয়ার করেছেন তাতে তাঁর গত বছরের পেশাদার জীবনের কিছু ঝলক উঠে এসেছে। টাইমস ম্যাগাজিনের কভার গার্ল হওয়া থেকে নাটু নাটু টিমের হাতে অস্কার তুলে দেওয়া, এমনই কিছু স্মরণীয় মুহূর্তে সাজানো এই ভিডিয়ো। বছরের সবচেয়ে ট্রেন্ডিং ‘লুকিং লাইক এ ওয়াও’তে যে রিল পোস্ট করেছিলেন নায়িকা, সেটিও যুক্ত রয়েছে। আর অবশ্যই রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর ঝলক। পাশাপাশি ২০২৪-এর শুরু থেকেই ‘ফাইটার’ ধামাকা নিয়ে হাজির হবেন অভিনেত্রী, সেই টিজারও রয়েছে এই রিল ভিডিয়োতে।
রিলের একদম শেষে দীপিকাকে বলতে শোনা গেল ‘সাকাপ্পা’। মাতৃভাষা কোঙ্কোণীতেই এই শব্দ বলেছেন দীপিকা নিশ্চিত নেটিজেনরা। পরে গুগল সার্চ শুরু হয় এই শব্দের, অবশেষে জানা গেল- কন্নড় শব্দ সাকাপ্পা। এর অর্থ ‘Enough’ বা যথেষ্ট।
এই মুহূর্তে বলিউডের মোস্ট ওয়ান্টেড নায়িকা দীপিকা পাড়ুকোন। দেখতে দেখতে বলিউডে ১৫ বছর লম্বা সফর পার করে ফেলেছেন এই দীর্ঘাঙ্গি। বছরের শুরুতেই গুপ্তচর পাঠানের রুবাই-এর চরিত্রে তাক লাগিয়েছিলেন দীপিকা। বক্স অফিসে দীপিকাকে শেষ দেখা গিয়েছে শাহরুখের জওয়ান ছবিতে। অ্যাটলির এই ছবিতে এক্সটেন্ডেড ক্যামিও চরিত্রে দেখা মিলেছে নায়িকার। বিক্রম রাঠোরের স্ত্রী তথা আজাদের মা, ঐশ্বর্যর ভূমিকায় তাক লাগিয়েছেন দীপিকা। অনেকের মতেই নয়নতারাকে ছাপিয়ে সব লাইমলাইট কেড়ে নিয়েছেন অভিনেত্রী। দীপিকাই একমাত্র বলিউড নায়িকা যার দুটি ছবি ১০০০ কোটির গণ্ডি ছুঁয়েছে।
আগামিতে সিদ্ধার্থ আনন্দের ফাইটারে দেখা যাবে দীপিকাকে। সিদ্ধার্থ আনন্দের এই ছবিতেই প্রথমবার হৃতিকের সঙ্গে জুটিতে দীপিকা। হ্যাঁ, বলিউডে ১৫ বছর কাটিয়ে ফেললেও এতদিন হৃতিকের সঙ্গে রোম্যান্সের সুযোগ পাননি দীপিকা। এই ছবিতে স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় রয়েছেন তিনি। হৃতিক-দীপিকা ছাড়াও এই ছবিতে থাকছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়ের মতো অভিনেতারা। ২০২৪-এর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইটার’।