বাংলা সিরিয়ালের হাঁড়ির খবর মুখস্থ তাঁর। কোন সিরিয়ালে কে কোন চরিত্রে অভিনয় করেন, কোন গল্পে নতুন কোন মোড় আসছে, তার খবরাখবর রাখেন মুুখ্যমন্ত্রী। সিরিয়ালের পাশাপাশি বাংলা সিনেমার প্রতিও টান রয়েছে মমতার এ কথা কারুর অজানা নয়। টলিউডের একগুচ্ছ তারকা দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির ময়দানে। দেব, মিমি, নুসরতের মতো তারকা সাংসদরা তো রয়েইছেন, পাশাপাশি রাজ, সোহম,জুন, লাভলীর মতো বিধায়করা রয়েছেন।
এখানেই শেষ নয়। তৃণমূলের তারকা মুখের তালিকা বেশ লম্বা। এই তালিকায় রাজনীতির ময়দানের অভিজ্ঞ খিলাড়ি দেব। দু-বার তৃণমূলের টিকিটে ঘাটাল থেকে জয়ী সাংসদ নির্বাচিত হয়েছেন দীপক অধিকারী ওরফে দেব। অথচ এত বছর পরেও দেব অকপটে স্বীকার করে নেন, ‘আমি রাজনীতি বুঝি না’। তবুও দিদির স্নেহধন্য দেব। মূলত দিদির দেখানো পথে হাঁটতেই রাজনীতিতে এসেছিলেন তিনি।
অভিনেতা হিসাবেও সেফ খেলা পছন্দ নয় তাঁর। সোজা ব্য়াটে ছক্কা হাঁকাতে ওস্তাদ দেব। এবার পুজোয় বাঘা যতীন নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন দেব। এই ছবির প্রযোজকের ভূমিকাতেও তিনি নিজে। বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবন এবার রুপোলি পর্দায়। ছবিতে উঠে আসবে ৯০ জন বিপ্লবীর বাস্তব চরিত্র। আপতত কোমর বেঁধে এই ছবির প্রচারে ব্যস্ত তিনি। বাঘা যতীন নিয়ে এক সাক্ষাৎকার চলাকালীন উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। বর্তমান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব জানান, ‘আমার যতদূর মনে আছে, ‘টনিক’ দিদির ভালো লেগেছিল। আমি নিশ্চিত এই ছবিটা (বাঘাযতীন) দেখলেও ওঁর খুব ভালো লাগবে।’
অভিজিৎ সেনের পরিচালনায় তৈরি টনিক-কে মুখ্যভূমিকায় দেখা মিলেছিল দেব ও পরাণ বন্দ্যোপাধ্যয়ের। প্রৌঢ় দম্পতির স্বপ্নপূরণের কাণ্ডারি হয়ে উঠে ‘টনিক’ দেব, সেই নিয়েই এগিয়েছে ছবির গল্প। এই ত্রয়ীই ক্রিসমাসে হাজির হবে প্রধান নিয়ে। যে ছবির নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। তিনিও ইতিমধ্যেই দিদির স্নেহধন্যা।
স্বাধীনতা দিবসের আগে দেব পর্দায় হাজির হয়েছিলেন ব্যোমকেশ রূপে। মোটের ওপর ভালো ব্যবসা করেছে ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’। বাঘা-যতীন নিয়ে আশাবাদী দেব জানালেন, ‘বিপ্লবীদের নিয়ে এই ক্যানভাসে ছবি তো বাংলায় তেমন হয়নি’।
এর আগে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দর্শক দেখেছে দেবকে। দ্বিতীয়বার বায়োপিকে নায়ক। তাঁর কথায়, ‘ইতিহাস নিয়ে ছবি করা কঠিন। ওই সময়ের এতজন বিপ্লবীর গল্প বলেছি আমরা। এক লাইনে তো কারও গল্প শেষ করা যাবে না। প্রত্যেকের অতীতের গল্প রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ছবিটা আড়াই ঘণ্টায় শেষ করা। মাথায় রাখতে হয়েছিল, মূল চরিত্র বাঘাযতীন। সেটা থেকে আমরা যেন সরে না যাই।’
দু-দিন আগেই মুম্বইতে গিয়ে বাঘা যতীন-এর প্রচার সেরেছেন দেব। আগামী ১৯শে অক্টোবর বাংলায় মুক্তি পাচ্ছে অরুণ রায় পরিচালিত এই ছবি। পরের দিন অর্থাৎ মহাষষ্ঠীতে গোটা ভারতে হিন্দিতে মুক্তি পাব ‘বাঘা যতীন’। এই ছবিতে দেবের নায়িকা নবাগতা সৃজা দত্ত। এছাড়াও অরুণ রায়ের ছবিতে অরবিন্দ ঘোষের চরিত্রে রয়েছেন সজল মণ্ডল। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী থাকছেন অন্যতম প্রধান চরিত্র বিনোদবালার চরিত্রে। চিত্তপ্রিয় চৌধুরীর চরিত্রে দেখা মিলবে টেলি তারকা রোহন ভট্টাচার্যের।