গণেশ চতুর্থীর দিন বড় ঘোষণা করলেন সুপারস্টার জিৎ। ভক্তদের দিলেন বড় উপহার। কিছুদিন আগেই শেষ হয়েছে রুক্মিনীর সঙ্গে ‘বুমেরাং’-এর শ্যুট। আর তারই মাঝে সামনে এল ‘মানুষ’-এর পোস্টার। সঙ্গে মুক্তির দিনও জানিয়ে দিলেন অভিনেতা। বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় কাজ করছেন তিনি। আর ‘বন্ধু’ জিতের প্রশংসা করতে দেখা গেল এবার দেবকেও।
বাংলাদেশ আর ভারতের যৌথ উদ্যোগে যে ছবিখানা তৈরি হচ্ছে তার ঘোষণা বছরখানেক আগেই হয়ে গিয়েছিল। তবে চলতি বছরের গণেশ চতুর্থীর দিন পোস্টার শেয়ার হওয়ায় ছবি নিয়ে একটা আভাস মিলল। পোস্টারে দেখা যাচ্ছে জিতের উসকো খুসকো চুল, একগাল দাড়ি-গোঁফ। ধুসর রঙের গেঞ্জি, সঙ্গে উপরে বোতাম খোলা জিন্সের জ্যাকেট। পিস্তল তাক করে আছেন সামনে। চোখে-মুখে রাগ, ক্ষিপ্রতা।
পোস্টার শেয়ার করে জিৎ লিখে দিলেন, ‘এটা কোনও প্রতিশোধের গল্প নয়’। ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘মানুষ’। জিতের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মিম। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জীতু কমল, সৌরভ চক্রবর্তীরা।
আর জিতের ‘মানুষ’-এর পোস্টার শেয়ার করে দেব লিখলেন, ‘অনেক শুভেচ্ছা… বেশ প্রশংসনীয় লাগছে মিস্টার বস।’
একে-অন্যের ছবির প্রশংসা করা নতুন কিছু নয় বলিউডের ক্ষেত্রে। শাহরুখ-সলমন-আমিররা হামেশাই করে থাকেন এসব। তবে টলিউডেও আজকাল শুরু হয়েছে এই ট্রেন্ড। ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’ ডাক দেওয়া অভিনেতারা চেষ্টা করে চলেছেন একে অন্যকে প্রোমোট করার।
চলতি বছরেই রটে গিয়েছিল একসঙ্গে বড় পর্দায় আসছেন দেব আর জিৎ। বলিউডে ইতিমধ্যেই টাইগার ভার্সেস পাঠান-এর ঘোষণা হয়ে গিয়েছে। অনেকেরই ধারণা ছিল টলিউডেও বুঝি বা সেরকমই কোনও প্রোজেক্ট আসছে। যদিও তা নাকচ করে দিয়ে জিৎ জানিয়েছিলেন, ‘যে সব গুজব চলছে সবই ভিত্তিহীন। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে শীঘ্রই এমন কোনও সম্ভাবনা নেই। আমরা একসঙ্গে কোনও ছবি করছি না। অন্তত, আমার এই ধরনের কোনও বিষয় জানা নেই।’
এসবের মূলে অবশ্য ছিল স্প্যানিশ ফুটবল লিগ 'লা লিগা'-র পক্ষ থেকে শেয়ার হওয়া একটি অফিশিয়াল পোস্টার। যেখানে দেব-জিতের সিনেমা ‘দুই পৃথিবী’র সামান্য রদবদল করা হয়েছিল। জিৎ-এর মুখের জায়গায় করিম বেঞ্জেমার মুখ বসিয়ে দেওয়া হয়েছিল। আর দেবের মুখের জায়গায় ভিনিশিয়াস জুনিয়রের। যা দেখে আনন্দে নেচে ওঠে জিৎ-দেবের ভক্তরা। কারও বিশ্বাসই হচ্ছিল না দেব-জিতের এই সিনেমার পোস্টার এতটা প্রভাবিত করতে পারে লা লিগা-কে। আর তারপর থেকে ফের একবার দুজনকে একসঙ্গে দেখার দাবি ওঠে।