বাংলা নিউজ > বায়োস্কোপ > Bagha Jatin-Srija: দমদমের মেয়ে, পড়াশোনা করছিলেন, হঠাৎ কীভাবে দেবের নায়িকা হলেন? অকপট সৃজা

Bagha Jatin-Srija: দমদমের মেয়ে, পড়াশোনা করছিলেন, হঠাৎ কীভাবে দেবের নায়িকা হলেন? অকপট সৃজা

দেব ও সৃজা

সৃজার কথায়, ‘অরুণ স্যার আমাকে মেয়ের মতোই দেখেন, আমি ইন্ডাস্ট্রিতে নতুন, তাই ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছেন, ওয়ার্কশপ করিয়েছেন, পুরো বিষয়টাই সহজ হয়ে গিয়েছে।’ সৃজার কথায়, পরিচালক অরুণ রায় সৃজাকে বলেন, ‘তোমার এই চোখটা শিক্ষিত মহিলার চোখ, তবে ইন্দুবালা পড়াশোনা করেননি, সেই চাহনিটা চাই।’

বাড়ি দমদমে, স্কুল, কলেজ শেষ করে চাকরি করবেন এমনটাই ঠিক করেছিলেন দেবের নতুন নায়িকা সৃজা দত্ত। ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী তিনি। তবে হ্যাঁ অভিনয় করার একটা স্বপ্ন মনে মনে অবশ্যই পুষে রেখেছিলেন সৃজা। তাই হয়ত সুযোগটাও এসে গিয়েছিল। সৃজা সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন পর্দার 'ইন্দুবালা দেবী' ওরফে সৃজা। 

সৃজা দত্ত আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দেবের পরবর্তী ছবির জন্য নতুন মুখ চাই, এই বিজ্ঞাপনটা দেখেই তিনি ছবি পাঠিয়ে দেন। সৃজার কথায়, ‘ভেবেছিলাম, আমায় কেউ ডাকবে না। আসলে পড়াশোনা শেষ করেই অভিনয়ের কথা ভেবেছিলাম। প্রথম চেষ্টাতেই মনোনীত হব, তাও দেবদার বিপরীতে, বিষয়টা অবিশ্বাস্য ছিল। প্রথম যেদিন দেবদার সঙ্গে দেখা হল, সেদিন কথা বলতেই পারিনি। দেব দা বলছিলেন আমি শুধু শুনছিলাম আর মাথা নাড়ছিলাম।’

আরও পড়ুন-আরও পড়ুন-আরও পড়ুন-চর্চায় 'খুফিয়া'! টাবুর সঙ্গে রসায়ন, চুম্বন দৃশ্যের শ্য়ুটিং নিয়ে অকপট বাঁধন

আরও পড়ুন-বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্য়াচে শোনা যাবে 'টাইগার' সলমনের গর্জন! কিন্তু কীভাবে?

সৃজার কথায়, শ্যুটিং শুরু হতেই সব ঠিক হয়ে যায়, অস্বস্তি হয়নি। পরিচালক অরুণ রায়ও তাঁকে মেয়ের মতোই স্নেহ করেছেন বলে জানান সৃজা। তাঁর কথায়, ‘অরুণ স্যার আমাকে মেয়ের মতোই দেখেন, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে নতুন, তাই উনি বুজিয়ে দিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছেন, ওয়ার্কশপ করিয়েছেন, পুরো বিষয়টাই সহজ হয়ে গিয়েছে।’ সৃজার কথায়, পরিচালক অরুণ রায় সৃজাকে বলেন, ‘তোমার এই চোখটা শিক্ষিত মহিলার চোখ, তবে ইন্দুবালা পড়াশোনা করেননি, সেই চাহনিটা চাই।’

সৃজা জানান, তাঁর কাছে ইন্দুবালা দেবী হয়ে ওঠা চ্যালঞ্জিং ছিল, কারণ নেট ঘেঁটে বা বই ঘেঁটে বাঘাযতীনের স্ত্রীকে নিয়ে বিশেষ কোনও তথ্য পাননি তিনি। তাই পরিচালকের উপরই তিনি ভরসা রেখেছিলেন। সৃজা জানান, এক্ষেত্রে তিনি তাঁর দিদার মায়ের কাছেও কিছুটা সাহায্য পেয়েছেন। কারণ সৃজা তাঁর 'বম্মা' মানে দিদার মায়ের কাছ তখনকার দিনের মহিলারা কীভাবে কথা বলতেন, উঠতেন, বসতেন, শাড়ি পরতেন, সবটাই তিনি জেনেছেন। তাঁর এই ‘বম্মা’র বয়স ৯০-এর উপর, তবে স্মৃতিশক্তি নাকি দারুণ।

সৃজা জানান, বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালা দেবী হয়ে ওঠার প্রস্তুতি নিতে তিনি সারাদিন বাড়িতে আটপৌরে শাড়ি পরে থেকেছেন, আনাজ কেটেছেন। তবে কি এবার পড়াশোনা ছেড়ে পুরোপুরি অভিনয়ে আসছেন? এমন প্রশ্নে সৃজা দত্ত জানান, তিনি পড়শোনা ডিগ্রির জন্য নয়, ভালোবেসেই করেন। আগে তিনি প্রকৃত অর্থে শিক্ষিত হতে চান, তারপর অভিনয়।

বায়োস্কোপ খবর

Latest News

শুক্রে অতি ভারী বৃষ্টি ৬ জেলায়, জারি কমলা সতর্কতা, ভাসবে আরও ৯টি, শনিতে কোথায়? ১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের-Video 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না' অব্যবস্থার অভিযোগ! নীরবতা ভাঙলেন গ্রেটার নয়ডা স্টেডিয়ামের ম্যানেজার মজা করে মেট্রোর আপৎকালীন বোতাম টেপায় ব্যাহত পরিষেবা, ৫,০০০ টাকা জরিমানা যুবকের ভারত সফরে আসার আগে কাউন্টিতে ‘৯ উইকেট’ শাকিবের, প্রচ্ছন্ন হুঁশিয়ারি রোহিতদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.