বাংলা নিউজ > বায়োস্কোপ > পেশী ফুলিয়ে মাচো লুকে হাজির ববি,ধর্মেন্দ্রর 'বডিবিল্ডার' কমেন্ট মন ছুঁল নেটপাড়ার

পেশী ফুলিয়ে মাচো লুকে হাজির ববি,ধর্মেন্দ্রর 'বডিবিল্ডার' কমেন্ট মন ছুঁল নেটপাড়ার

ট্রেনারের সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন ববি। (ছবি সৌজন্যে -ইনস্টাগ্রাম)

পঞ্চাশ পেরোলেও ববি দেওলের সুঠাম পেশীবহুল চেহারা দেখে সেকথা বোঝার বিন্দুমাত্র উপায় নেই।র ছেলের এই লুক মনে ধরল তাঁর বাবা তথা কিংবদন্তি বলিউড তারকা ধর্মেন্দ্রর।

বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করার পর নিজের ভোলই বদলে ফেলেছেন ববি দেওল। পঞ্চাশ পেরোলেও তাঁর সুঠাম পেশীবহুল চেহারা দেখে সেকথা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। পর্দায় অভিনয় ধারালো হওয়ার পাশাপাশি দর্শকদের নজরে এসেছে তাঁর টানটান, নির্মেদ চেহারা। এবার ছেলের এই লুক মনে ধরল তাঁর বাবা তথা কিংবদন্তি বলিউড তারকা ধর্মেন্দ্রর। ছবির কমেন্ট বক্সে প্রশংসা করতেও ভোলেননি 'গরম ধরম'। বর্ষীয়ান অভিনেতার সেই সহজ, সরল কমেন্ট হৃদয় ছুঁয়েছে নেটিজেনদেরও।

সম্প্রতি, নিজের ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে ইনস্টাগ্রামের দেওয়ালে ছবি পোস্ট করেছেন ববি। সেখানে পেশী ফুলিয়ে একগাল হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁকে। পাশে দাঁড়ানো তাঁর ট্রেনার প্রজ্জ্বল শেট্টি। ছবির ক্যাপশনে 'গুপ্ত' ছবির নায়ক লিখেছেন চার বছর পেরিয়ে যাওয়ার পরেও শরীরচর্চার ক্ষেত্রে কড়া নিয়ম মেনে চলার পাশাপাশি একইরকম নিবেদিত প্রাণ রয়েছেন তিনি। ছোট ছেলের এই ছবি দেখে আর চুপ করে থাকতে পারেননি ধর্মেন্দ্র। ছবির কমেন্টে শুভেচ্ছা জানিয়ে আদর করে তাঁর 'বেবি ফেস বডিবিল্ডার' এর উদ্দেশে তিনি লেখেন, ' অনেক ভালোবাসা নিস। আর তোর পাশের জনকেও আমার ভালোবাসা জানাস'। 

ববির উদ্দেশে ধর্মেন্দ্র সেই কমেন্ট। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
ববির উদ্দেশে ধর্মেন্দ্র সেই কমেন্ট। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)

এখানেই শেষ নয়। ববির আরও একটি ছবিতে কমেন্ট করেছেন তিনি। সেখানেও ছোট ছেলের ছবির প্রশংসা করে ধর্মেন্দ্র লেখেন, 'দারুণ! ঈশ্বর তোমাদের দু'জনেরই মঙ্গল করুক'।বলাই বাহুল্য, ছেলের প্রতি বাবার এই ভালোবাসায় ভরা সহজ, সরল প্রশংসা দেখে আপ্লুত নেটনাগরিকের দল।

বন্ধ করুন