২০১০ সালে মুক্তি পেয়েছিল লাভ সেক্স অউর ধোঁকা। আর মুক্তি পেতেই বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। এক দশকের কিছু বেশি সময় কাটতেই আসছে সেই ছবির সিক্যুয়েল। এবার লাভ সেক্স অউর ধোঁকা ২ তে উঠে আসবে সোশ্যাল মিডিয়া যুগের সম্পর্কের নানা স্তরের কথা। সেই ছবি প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে কী জানালেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়া নিয়ে কী বললেন দিবাকর?
এদিন এই সাক্ষাৎকারে দিবাকর বন্দ্যোপাধ্যায় জানান, 'আসলে আমরা এখন সেটাই বলছি যার মধ্যে দিয়ে আমরা বাঁচছি। আমরা একই সময়ে দুটো বা তার বেশি সত্যের মুখোমুখি হচ্ছে যা এক অন্যের সঙ্গে খাপ খায় না। বা ভুল প্রমাণ করে আরেকটিকে। ভার্চুয়াল অবতারের সত্যের উপর নির্ভর করে বাঁচছি আমরা। যা দেখছি সবই কিন্তু সত্য। তাই আমার মনে হয় সত্য এখন আর একমুখী নয়। একসঙ্গে একাধিক সত্যের সঙ্গে সহবাস করছি আমরা। এটা নিয়েই লাভ সেক্স অউর ধোঁকা ২।
আরও পড়ুন: উত্তম কুমারের সঙ্গে একফ্রেমে, অভিজ্ঞতা জানিয়ে অনিন্দ্য বললেন, 'এটা না ঠিক ওভাবে এক কথায়...'
এদিন দিবাকর বন্দ্যোপাধ্যায় সাফ সাফ জানিয়ে দেন লাভ সেক্স অউর ধোঁকার সঙ্গে তার সিক্যুয়েলের কোনও মিল থাকবে না। দুটো সম্পূর্ণ আলাদা ছবি।
লাভ সেক্স অউর ধোঁকা ২ প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা করেছে বালাজি মোশন পিকচার্স। আগামী ১৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।
আরও পড়ুন: পুলিশকর্তার সঙ্গে 'প্রেম' করছেন না পিঙ্কি, বললেন, 'আমি আর সম্পর্কে জড়াব না...'
লাভ সেক্স অউর ধোঁকা ২ এর ট্রেলার
মুক্তি পেয়েছে লাভ সেক্স অউর ধোঁকা ২ এর ট্রেলার। এই টিজারের শুরুতেই সতর্ক বাণী হিসেবে দেখিয়ে দেওয়া হয় এটি কেবল পূর্ণবয়স্কদের জন্য। গোটা টিজার জুড়ে উঠে এল রগরগে যৌনতা, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধ। গোটা ছবির গল্প আবর্তিত হবে কুইক অ্যান্ড নাচ নামক একটি রিয়েলিটি শোকে ঘিরে। নূর নামক একটি চরিত্র সেখানে তাঁর সঙ্গীর সঙ্গে নাচছে। তাদের নাচের পর চুমু খেতে দেখা যায় শোতে। এই শোয়ের সঞ্চালনা করেন মৌনি রায়। অনু কাপুর হলেন বিচারক। এরপরই বিগ বসের কায়দায় কিছু মানুষকে মারপিট এবং গালিগালাজ করতে দেখা যায়। তারপরই একটি ধর্ষিত দেহ দেখা যায়। ভাইরাল হয় অন্য আরেকটি ভিডিয়ো। এমনই নানা টুকরো ছবি উঠে এসেছে এই টিজারে। এই টিজারেই দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও।