কিছুদিন আগেই রটে যায় যে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় নাকি আবার প্রেমে পড়েছেন। কাঞ্চন মল্লিক অতীত ভুলে জীবনে এগিয়েছেন। শ্রীময়ীর সঙ্গে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। তারপর কি প্রাক্তনকে দেখেই অনুপ্রাণিত হলেন অভিনেত্রী? পড়লেন পুলিশকর্তার প্রেমে? ব্যাপারটা কী খোলসা করলেন নিজেই।
আরও পড়ুন: বাইকে বসেই সলমনের বাড়িকে তাক করে গুলি বিষ্ণোই গ্যাংয়ের! প্রকাশ্যে সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ
সত্যিই প্রেমে পড়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়?
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখা যায়। সেখান থেকেই জানা যায় পিঙ্কি বন্দ্যোপাধ্যায় নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। না, অভিনেত্রী নিজে কিছুই পোস্ট করেননি। তবে আশীষ ঘোষ নামক এক ব্যক্তি তাঁকে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দেন যেখানে দেখা যাচ্ছে তাঁরা দুজনে 'ইন এ রিলেশনশিপ'-এ রয়েছেন। এই খবর রাষ্ট্র হতেই শোরগোল পড়ে যায়। অনেকেই ভাবেন তবে কি প্রাক্তন কাঞ্চন মল্লিকের দেখানো পথেই হাঁটতে চলেছেন অভিনেত্রী? যদি তিনি নিজে এই বিষয়ে তখনও কিছু জানাননি। এবার গোটা বিষয়টা খোলসা করলেন।
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'খবরটা সম্পূর্ণ ভুয়ো। এই রকম কোনও ব্যক্তিই নেই। বিষয়টা জানার পর রিপোর্ট করেছি। অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গিয়েছে। আমি এখন আর সম্পর্কে জড়াতে চাই না।'
প্রসঙ্গত গত জানুয়ারি মাসে কাঞ্চন এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। তারপরই শ্রীময়ীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন। পিঙ্কি তাঁর ছেলেকে নিয়ে আছেন। আপাতত তাঁর লক্ষ্য সন্তানকে মানুষ করা। এবং কাজে মন দেওয়া। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বর্তমানে মঞ্জু কনস্টেবল এবং স্বয়ংসিদ্ধা ধারাবাহিকে দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন, 'আমি কাজের পাশাপাশি এখন অনেক বই পড়তে চাই এবং ঐতিহাসিক জায়গা ঘুরে বেড়াতে চাই।'