রণবীর এবং দীপিকা এমনিতেই বলিউডের অন্যতম চর্চিত এবং পছন্দের জুটি। এই হট কাপলকে নিয়ে এমনই চর্চার অন্ত থাকে না। তার মধ্যে যদি নতুন কিছু চর্চার বিষয় নেটিজেনরা খুঁজে পান তাহলে তো কথাই নেই! বিয়ের পর এই প্রথমবার জুটি বেঁধে কোনও রিয়েলিটি শোতে এলেন দীপিকা এবং রণবীর। কফি উইথ করণ সিজন ৮ এর প্রথম পর্বে তাঁরাই ছিলেন করণের অতিথি। সেখানে যেমন এই তারকা জুটি তাঁদের বিয়ের ভিডিয়ো পাঁচ বছর পর প্রকাশ্যে আনেন তেমনই জানান তাঁদের সম্পর্কের নানা অজানা কথাও। এদিন রণবীর তাঁর এবং দীপিকার প্রথম দেখার কথাও বলেন।
রণবীর-দীপিকার প্রথম দেখা
কফি উইথ করণ সিজন ৮ এর প্রথম পর্বে এসে রণবীর সিং জানান তিনি দীপিকা পাড়ুকোনের নাম সাজেস্ট করেছিলেন সঞ্জয় লীলা বনশালির ছবি গালিয়ো কী রাসলীলা রাম লীলা ছবির জন্য। এর আগেই তিনি অভিনেত্রীকে ককটেলে দেখেছিলেন সেটা দেখেই তিনি এই ছবির জন্য তাঁর নাম সাজেস্ট করেন। তারপরও জানান বনশালির বাড়িতে তাঁর এবং দীপিকার প্রথম আলাপ কেমন ছিল।
আরও পড়ুন: 'বাঘা যতীন স্বাধীনতা সংগ্রামের দলিল হয়ে থাকবে', বক্স অফিস নয়, দেবের কাছে প্রাধান্য পায় ছবির গল্প?
আরও পড়ুন: 'পরীক্ষার মতো টেনশন হচ্ছে', সৌরভের প্রশ্নের ভয়ে জুবুথুবু জগদ্ধাত্রী টিম! বিজয়ায় বাজি মারলেন কারা?
রণবীর বলেন, 'আমি এমন একটা জায়গায় বসেছিলাম সেখানে একটা বড় কাঠের দরজা ছিল। আর যেহেতু বাড়িটা সমুদ্রের পাশেই সমুদ্র তাই সমানে হাওয়া আসছিল। তখন তার মধ্যেই সাদা চিকনকারী চুড়িদার পরে দেখতে পাই দীপিকাকে। ঠিক যেন দেবী।'
কী মিল পেলেন নেটিজেনরা?
রণবীর এই একই রকম কথা কফি উইথ করণের পুরনো সিজনে এসেও বলেছিলেন। তবে সেটা দীপিকাকে নিয়ে নয়, অনুষ্কাকে নিয়ে। ব্যান্ড বাজা বারাত ছবির সাফল্যের পর এসে তিনি এই কথা বলেছিলেন। সম্প্রতি সেই পুরনো ভিডিয়ো খুঁজে বের করেছেন নেটিজেনরা। বলছেন দুটো অভিজ্ঞতাই কি তবে এক ছিল রণবীরের? নাকি তুমি অনুষ্কাকে গুলিয়ে ফেলেছেন দীপিকার সঙ্গে।