বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer-Deepika: দীপিকার সঙ্গে প্রথম যেভাবে দেখা হয়েছিল ঠিক সেভাবেই মোলাকাত অনুষ্কার সঙ্গে? রণবীরের কথায় হাসছে নেটপাড়া

Ranveer-Deepika: দীপিকার সঙ্গে প্রথম যেভাবে দেখা হয়েছিল ঠিক সেভাবেই মোলাকাত অনুষ্কার সঙ্গে? রণবীরের কথায় হাসছে নেটপাড়া

দীপিকার সঙ্গে অনুষ্কাকে গুলিয়ে ফেলেছেন রণবীর!

Ranveer-Deepika: দীপিকার সঙ্গে প্রথম দেখার দিনটা কেমন ছিল রণবীরের সেটাই সম্প্রতি কফি উইথ করণের সিজন ৮ এর প্রথম পর্বে এসে বললেন অভিনেতা। আর সেটার সঙ্গেই নেটিজেনরা মিল পেলেন অন্য কিছুর সঙ্গে।

রণবীর এবং দীপিকা এমনিতেই বলিউডের অন্যতম চর্চিত এবং পছন্দের জুটি। এই হট কাপলকে নিয়ে এমনই চর্চার অন্ত থাকে না। তার মধ্যে যদি নতুন কিছু চর্চার বিষয় নেটিজেনরা খুঁজে পান তাহলে তো কথাই নেই! বিয়ের পর এই প্রথমবার জুটি বেঁধে কোনও রিয়েলিটি শোতে এলেন দীপিকা এবং রণবীর। কফি উইথ করণ সিজন ৮ এর প্রথম পর্বে তাঁরাই ছিলেন করণের অতিথি। সেখানে যেমন এই তারকা জুটি তাঁদের বিয়ের ভিডিয়ো পাঁচ বছর পর প্রকাশ্যে আনেন তেমনই জানান তাঁদের সম্পর্কের নানা অজানা কথাও। এদিন রণবীর তাঁর এবং দীপিকার প্রথম দেখার কথাও বলেন।

রণবীর-দীপিকার প্রথম দেখা

কফি উইথ করণ সিজন ৮ এর প্রথম পর্বে এসে রণবীর সিং জানান তিনি দীপিকা পাড়ুকোনের নাম সাজেস্ট করেছিলেন সঞ্জয় লীলা বনশালির ছবি গালিয়ো কী রাসলীলা রাম লীলা ছবির জন্য। এর আগেই তিনি অভিনেত্রীকে ককটেলে দেখেছিলেন সেটা দেখেই তিনি এই ছবির জন্য তাঁর নাম সাজেস্ট করেন। তারপরও জানান বনশালির বাড়িতে তাঁর এবং দীপিকার প্রথম আলাপ কেমন ছিল।

আরও পড়ুন: 'বাঘা যতীন স্বাধীনতা সংগ্রামের দলিল হয়ে থাকবে', বক্স অফিস নয়, দেবের কাছে প্রাধান্য পায় ছবির গল্প?

আরও পড়ুন: 'পরীক্ষার মতো টেনশন হচ্ছে', সৌরভের প্রশ্নের ভয়ে জুবুথুবু জগদ্ধাত্রী টিম! বিজয়ায় বাজি মারলেন কারা?

রণবীর বলেন, 'আমি এমন একটা জায়গায় বসেছিলাম সেখানে একটা বড় কাঠের দরজা ছিল। আর যেহেতু বাড়িটা সমুদ্রের পাশেই সমুদ্র তাই সমানে হাওয়া আসছিল। তখন তার মধ্যেই সাদা চিকনকারী চুড়িদার পরে দেখতে পাই দীপিকাকে। ঠিক যেন দেবী।'

কী মিল পেলেন নেটিজেনরা?

রণবীর এই একই রকম কথা কফি উইথ করণের পুরনো সিজনে এসেও বলেছিলেন। তবে সেটা দীপিকাকে নিয়ে নয়, অনুষ্কাকে নিয়ে। ব্যান্ড বাজা বারাত ছবির সাফল্যের পর এসে তিনি এই কথা বলেছিলেন। সম্প্রতি সেই পুরনো ভিডিয়ো খুঁজে বের করেছেন নেটিজেনরা। বলছেন দুটো অভিজ্ঞতাই কি তবে এক ছিল রণবীরের? নাকি তুমি অনুষ্কাকে গুলিয়ে ফেলেছেন দীপিকার সঙ্গে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.