রানি মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। ২১ মার্চ তিনি ৪৫ বছরে পা দিলেন। কিন্তু তাঁর জন্মের ব্যাপারে এই অজানা তথ্যটি জানেন কি? জন্মের ব্যাপারেই হাসপাতালে অন্যের সন্তানের সঙ্গে পাল্টাপাল্টি হয়ে যান রানি মুখোপাধ্যায়। অর্থাৎ তিনি তাঁর মায়ের বদলে অন্য কারও কাছে চলে গিয়েছিলেন। আর এই গোটা ঘটনাটাই ঘটেছিল অভিনেত্রীর জন্মের ঠিক পরেই। তারপর?
জন্মের পর কী ঘটেছিল রানি মুখোপাধ্যায়ের সঙ্গে?
রানি মুখোপাধ্যায় একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর জন্মের ঠিক পরেই তিনি একটি পঞ্জাবি পরিবারের কাছে চলে গিয়েছিলেন। অর্থাৎ তাঁর পরিবারের কাছে সেই পঞ্জাবি পরিবারের সদ্যজাত সন্তান চলে এসেছিল, আর সেই পঞ্জাবি পরিবারের কাছে তিনি চলে গিয়েছিলেন। সিমি গাড়েওয়ালকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন এই বদলাবদলি হওয়ার সঙ্গে সঙ্গেই সেটা টের পান অভিনেত্রীর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। তিনি বোঝেন তাঁর কোলে যে সন্তান রয়েছে সে তাঁর নয়।
রানি জানান এই বদলাবদলির ঘটনা তখন ঘটেছিল যখন জন্মের পর শিশুদের গায়ে ট্যাগ লাগানো হয় তখন। নার্স তাঁকে পরিষ্কার করে এনে দেওয়ার পর অভিনেত্রীর মা লক্ষ্য করেন যে তাঁর কাছে যে শিশুটি দেওয়া হয়েছে সেটা তার নয়। তখনই কৃষ্ণা মুখোপাধ্যায় চেঁচিয়ে বলে ওঠেন 'হে ইশ্বর এটা আমার সন্তান নয়। আমার মেয়ের খয়েরি মণি। দেখো আমার সন্তান কোথায়।'
এরপর খোঁজাখুঁজি শুরু হয় গোটা হাসপাতাল জুড়ে। তখন দেখা যায় অভিনেত্রী একটি পঞ্জাবি পরিবারের যাচ্ছে চলে গিয়েছেন। চোখের রং দেখে তখন মেয়েকে চিনতে পারেন কৃষ্ণা মুখোপাধ্যায় এবং তাকে ফিরিয়ে নেন।
আরও পড়ুন: 'সমাজ পুরোপুরি দায়ী', রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ড নিয়ে কী জানালেন কমলেশ্বর মুখোপাধ্যায়?
প্রসঙ্গত রানি মুখোপাধ্যায় তাঁর ব্যক্তিগত জীবনকে খুব গোপন রাখতেই ভালোবাসেন। বর্তমানে তিনি আদিত্য চোপড়া এবং তাঁদের মেয়েকে নিয়ে সুখে জীবন কাটাচ্ছেন। ২০১৪ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে তাঁদের মেয়ে আদিরা হয়। বর্তমানে রানি মুখোপাধ্যায় খুবই কম ছবিতে কাজ করছেন। তাঁকে শেষবার মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে দেখা গিয়েছিল।