দিদি নম্বর ওয়ানে এদিন খেলতে এসেছিলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সেখানে এসে তিনি জানালেন মুম্বইয়ে যাওয়ার পর তিনি কী কী দেখেছেন, কী কী অভিজ্ঞতা হয়েছে তাঁর।
দিদি নম্বর ওয়ানে প্রিয়াঙ্কা
দিদি নম্বর ওয়ানে এসে এদিন প্রিয়াঙ্কা তাঁর বাণিজ্যনগরী যাওয়া এবং কাজেরর অভিজ্ঞতা জানালেন। প্রিয়াঙ্কা এদিন বলেন, 'কলকাতায় যখন ছিলাম মনে হতো কাউকে বিশ্বাস করা যায় না। বম্বে যাওয়ার পর মনে হচ্ছে আর কাউকেই বিশ্বাস করা যায় না।' তাঁর বলার কায়দা দেখে হেসে গড়িয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর অভিনেত্রী আবার বলেন, 'এখানে আমি টিন্ডার বলে কিছু জানতাম। বাম্বল কী জানতাম না। আমি বম্বে গিয়ে জানতে পারলাম ওটা কী। আমি একজনকে জিজ্ঞেস করছি ওখানে কী? আমায় বলল লোকজন ডেট করে।' এটা শুনে রচনা আবার তাঁকে জিজ্ঞেস করেন, 'তাহলে ওখানে কি নাম লিখিয়েছিস?' উত্তরে প্রিয়াঙ্কা বলেন, 'না না। বাবা বলে দিয়েছে মুম্বই গিয়েছে মানে তোমার সঙ্গে মিটার লেগে গেছে। ওটা সমানে ঘুরছে। এবং বাড়ছে। তাই ওসব কান্নাকাটি, দুঃখে কষ্টে টাইম ওয়েস্ট চলবে না। তাই এখন কাজ কেরিয়ারে ফোকাস করছি। আর অন্য কিছু নয়। কাউকে বিশ্বাস করি না পরিবারের লোকজন ছাড়া।'
আরও পড়ুন: 'একাধিক রোগীকে সাহায্য করে নিজেই...' অগ্নাশয়ের ক্যানসারে ভুগছিলেন পঙ্কজ! কী বলছেন অনুপ জালোটা - হরিহরণ
কে কী বলছেন?
অনেকেই জি বাংলার তরফে প্রকাশ্যে আনা ভিডিয়োতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'মুম্বই আর দিল্লি এই দুই সহর হল সব থেকে জঘন্য দুটো শহর মানুষকে বিশ্বাস করার বিষয়ে।' আরেকজন লেখেন, 'শেষে যেটা বলল একদম খাঁটি সত্য।'
আরও পড়ুন: আইনি বিয়ে সেরে মালা পরাতে ভুলেই গেলেন কাঞ্চন! নতুন বরকে জাপটে ধরে চুমু শ্রীময়ীর
আরও পড়ুন: 'দুজন মানুষ সম্পর্কে সুখী হলে...' একবছর ধরে গোপনে প্রেম, অনুপমকে বিয়ের আগেই প্রশ্মিতার নিশানায় কারা?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।