সদ্যই আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন এবং শ্রীময়ী। নিজের থেকে প্রায় অর্ধেক বয়সের মেয়েকে বিয়ে করে চরম কটাক্ষের শিকার হয়েছেন তৃণমূল বিধায়ক। কিন্তু তাতে থোড়াই কেয়ার। এবার ছাদনাতলায় যাওয়ার আগে রেজিস্ট্রি ম্যারেজের কিছু মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন শ্রীময়ী।
আরও পড়ুন: 'ফেসবুকের রাস্তায় না নেমে...' সন্দেশখালি ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের আহ্বান রুদ্রনীলের
কাঞ্চন এবং শ্রীময়ীর আইনি বিয়ে
এদিন শ্রীময়ী চট্টরাজ তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন সেখানে তাঁদের অর্থাৎ তাঁর এবং কাঞ্চনের আইনি বিয়ের কিছু মুহূর্ত উঠে এসেছে। এই ভিডিয়োটি পোস্ট করে তিনি লেখেন, 'আমার অর্ধেক ভালোবাসা, তোমার অর্ধেক ভালোবাসা। এভাবেই আমাদের ভালোবাসার চাঁদ সম্পূর্ণ হবে।'
আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে জ্যাকসনের মুন ওয়াক সৌরভের, সচিনের সঙ্গে তুলনা শুনে বললেন, 'এই ওকে কেউ...'
ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁরা দুজনে একসঙ্গে সই করছেন রেজিস্ট্রি পেপারে। তারপর একে অন্যকে মালা পরাতে গিয়ে ডুবে যান একে অন্যের চোখে। পরে তাঁদের একটু নাচ করে, বিভিন্ন পোজে ছবিও তুলতে দেখা যায়। এদিন অভিনেত্রী বাদ দেন না নতুন বরকে চুমু খেতে। কাঞ্চনের হাত ধরে চুমু খান শ্রীময়ী।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা উপলব্ধি...' স্বনামধন্য গায়িকা নয়, শ্রেয়ার শ্রেষ্ঠ পরিচয় ফাঁস ইন্ডিয়ান আইডলের মঞ্চে
আরও পড়ুন: মার্চ থেকেই ডন হয়ে ওঠার প্রস্তুতি শুরু রণবীরের! প্রথম ধাপে কী কী শিখছেন কিয়ারা?
কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ে
গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন। তারপরই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে আইনি ভাবে বিয়ে করেন শ্রীময়ী চট্টরাজকে। আগামী ৬ মার্চ তৃতীয় বার ছাদনাতলায় যাবেন কাঞ্চন মল্লিক। এই ফাল্গুনেই চারহাত এক হবে তাঁদের। জানা গিয়েছে তাঁদের বিয়েতে একেবারে খাঁটি বাঙালি খাবার দাবারের আয়োজন করা হবে। তবে এদিন কোনও মিডিয়া পারসনকে বিয়ে বাড়িতে অ্যালাও করা হবে না বলেও জানিয়েছেন অভিনেত্রী।