দীর্ঘদিন অগ্নাশয়ের ক্যানসারে ভুগছিলেন বিখ্যাত গজল গায়ক পঙ্কজ উদাস। তিনি এদিন মাত্র ৭২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান। তাঁর প্রেমের, দুঃখের সহ সমস্ত ধরনের গান আজও ৮০-৯০ দশকের ছেলে মেয়েদের মনে গেঁথে বসে আছে। তাঁর প্রয়াণের পর সঙ্গীত জগতে যে এক বিপুল শূন্যতা তৈরি হল সেটা বলার অপেক্ষা রাখে না। তাঁর মৃত্যুর পর কী জানালেন হরিহরণ, অনুপ জালোটা?
পঙ্কজ উদাসের মৃত্যুতে কী বললেন হরিহরণ?
হরিহরণ বহুদিন ধরেই পঙ্কজ উদাসের সঙ্গে কাজ করেছেন। তিনি এদিন তাঁর বন্ধু তথা সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে ইটাইমসের কাছে শোকপ্রকাশ করে বলেছেন, 'এটা অত্যন্ত দুঃখের। খুব শক পেয়েছি। আমি খালি ওর স্ত্রী এবং পরিবারের কথা ভাবছি। ঈশ্বর ওদেরকে শক্তি দিক এই কঠিন সময় পার করার জন্য।'
আরও পড়ুন: টুয়েলভথ ফেল ছবির জন্য একটা নয়া পয়সা নেননি বাস্তবের মনোজ! বললেন, 'আমার আসল পাওনা হল...'
তিনি এদিন একই সনে বলেন 'ও ওর কাজের জগতে এতটা করেছিল যে এখন ও যে জায়গায় পৌঁছেছিল সেখানে বসে ওর এখন করে আসা কাজের সুফল উপভোগ করার কথা ছিল। আমরা চার দশক ধরে বন্ধু ছিলাম। ৪০-৪৫ বছর ধরে একে অন্যকে চিনি। একসঙ্গে অনেক কনসার্ট করেছি। মজা করেছি। ও খুবই মৃদুভাষী ছিল। ভীষণ মিষ্টি একজন মানুষ ছিল। ভালো থেকো বন্ধু। ভালো থাকুক তোমার আত্মা।'
আরও পড়ুন: সাভারকার হয়ে উঠতে জেলে নিজেকে বন্দি করে রাখেন রণদীপ! লেখেন, 'আমি ২০ মিনিটও পারিনি, আর উনি...'
আরও পড়ুন: আইনি বিয়ে সেরে মালা পরাতে ভুলেই গেলেন কাঞ্চন! নতুন বরকে জাপটে ধরে চুমু শ্রীময়ীর
পঙ্কজ উদাসের মৃত্যুতে কী বললেন অনুপ জালোটা?
অনুপ জালোটা এদিন ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, 'যে মানুষটা এত ক্যানসার রোগীদের সাহায্য করেছেন তিনিই নিজে ক্যানসারে চলে গেলেন। এটাই বোধহয় জীবন। আমি আমার এক কাছের বন্ধুকে হারালাম।'