বাংলা নিউজ > বায়োস্কোপ > অনুপমের বিয়ের খবর শুনেই বইছে কটাক্ষের বন্যা, ভুক্তভোগী কাঞ্চন-পত্নী শ্রীময়ী বললেন, 'আফসোস হচ্ছে বুঝি?'

অনুপমের বিয়ের খবর শুনেই বইছে কটাক্ষের বন্যা, ভুক্তভোগী কাঞ্চন-পত্নী শ্রীময়ী বললেন, 'আফসোস হচ্ছে বুঝি?'

অনুপমের বিয়ের খবর শুনেই বইছে কটাক্ষের বন্যা

Sreemoyee on Anupam Roy: তাঁরা দুজনেই আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দুজনকেই পোহাতে হচ্ছে কটাক্ষ। একজন কাঞ্চন মল্লিক, আরেকজন অনুপম রায়। এবার অনুপম রায়ের বিয়ে নিয়ে কী বললেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী?

টলিউডে এখন পরপর দুটো গ্র্যান্ড বিয়ে। আর দুটো বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই রীতিমত হইচই পড়ে গিয়েছে। দুই বিয়ের ক্ষেত্রেই এটা বরেদের তৃতীয় বিয়ে। আর সেটার জন্য তাঁদের রীতিমত কটাক্ষ করা হচ্ছে। কারা তাঁরা? কাঞ্চন মল্লিক এবং অনুপম রায়। বছর ৫৩ এর কাঞ্চন মল্লিক ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সী শ্রীময়ীকে বিয়ে করেছেন আইনিভাবে, সামনেই তাঁদের সোশ্যাল ম্যারেজ। তাঁদের বয়সের ফারাক এবং অভিনেতার এটা তৃতীয় বিয়ে হওয়ার দরুন দারুণ কটাক্ষ সইতে হচ্ছে এই নয়ন জুটিকে। অন্যদিকে এদিন প্রকাশ্যে আসে অনুপম রায়ের বিয়ের খবর। তারপর তাঁকেও ট্রোল করছেন অনেকেই। এবার সেটা নিয়ে কী বললেন কাঞ্চন-পত্নী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ?

অনুপমের বিয়ে নিয়ে কী বললেন শ্রীময়ী?

এই ট্রোল নিয়ে এদিন একপ্রকার গর্জে ওঠেন শ্রীময়ী। তিনি এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমরা পরিচিত মুখ। কিন্তু আমরাও দিনশেষে এক একজন সাধারণ মানুষ যাঁদের ব্যক্তিগত জীবন আছে। আর বিয়ে ব্যাপারটাই অত্যন্ত ব্যক্তিগত বিষয়। এতদিন কাঞ্চনকে বুম্বাদা, শ্রাবন্তীদির সঙ্গে তুলনা করা হয়েছে। এবার শুরু হয়েছে অনুপমদাকে নিয়ে। কিন্তু যাঁরা ট্রোল করছেন তাঁদের এঁদের জায়গায় পৌঁছনোর যোগ্যতা নেই। ওঁদের যে খ্যাতি আছে সেটা ওঁরা নিজেরা অর্জন করেছেন। ওঁরা কতবার ভালোভাসবেন, কাকে ভালোবাসবেন, কটা বিয়ে করবেন সেটা নিয়ে এত মাতামাতি করার কী আছে? ওঁরা তো মাইক নিয়ে প্রচার করেননি, আবার কাউকে বিব্রত করেননি। মোবাইলের আড়ালে বসে মন্তব্য করাটা আসলে সোজা। নিজেদের সম্পর্ক, পরিবারে মন দিন।'

আরও পড়ুন: 'একাধিক রোগীকে সাহায্য করে নিজেই...' অগ্নাশয়ের ক্যানসারে ভুগছিলেন পঙ্কজ! কী বলছেন অনুপ জালোটা-হরিহরণ

আরও পড়ুন: আইনি বিয়ে সেরে মালা পরাতে ভুলেই গেলেন কাঞ্চন! নতুন বরকে জাপটে ধরে চুমু শ্রীময়ীর

পরিশেষে দিন ট্রোলারদের খোঁচা দিতে ভোলেন না শ্রীময়ী। বলেন, 'আপনাদের এত আফসোস কেন? আপনি পেলেন না বলে কষ্ট হচ্ছে বুঝি?'

অনুপম এবং প্রশ্মিতার বিয়ে

আগামী ২ মার্চ বিয়ে করছেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় যেমন ২৭ নভেম্বর ঘরোয়া পরিবেশে পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন তেমন ভাবেই আগামী ২ মার্চ অনুপম এবং প্রশ্মিতা আইনি বিয়ে সারবেন। উপস্থিত থাকবেন তাঁদের পরিবার এবং কাছের বন্ধুরা।

আরও পড়ুন: 'দুজন মানুষ সম্পর্কে সুখী হলে...' একবছর ধরে গোপনে প্রেম, অনুপমকে বিয়ের আগেই প্রশ্মিতার নিশানায় কারা?

কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ে

গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন। তারপরই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে আইনি ভাবে বিয়ে করেন শ্রীময়ী চট্টরাজকে। আগামী ৬ মার্চ তৃতীয় বার ছাদনাতলায় যাবেন কাঞ্চন মল্লিক। এই ফাল্গুনেই চারহাত এক হবে তাঁদের। জানা গিয়েছে তাঁদের বিয়েতে একেবারে খাঁটি বাঙালি খাবার দাবারের আয়োজন করা হবে। তবে এদিন কোনও মিডিয়া পারসনকে বিয়ে বাড়িতে অ্যালাও করা হবে না বলেও জানিয়েছেন অভিনেত্রী।

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.