একটা গোটা রাজ্যের দায়িত্ব তাঁর কাঁধে। কলকাতা টু কালিম্পং হামেশাই ছুটে বেড়াতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নানা প্রশাসনিক কাজকর্ম, ব্যস্ততার মধ্যে জীবন কাটে তাঁর। সঙ্গে রাজনৈতিক সভা, মিছিল, ইত্যাদি তো আছেই। তবুও তার মাঝেও সুযোগ পেলেই নিজের জন্য সময় বের করে নেন মমতা। দিদি নম্বর ওয়ানে এসে জানালেন ফোন তাঁর সর্বক্ষণের সঙ্গী। মাঝে মধ্যেই ফোন থেকে নানা খবর দেখে নেন। দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখেন। বাদ দেন না নিয়মিত শরীর চর্চা করতে।
আরও পড়ুন: 'লজ্জাজনক!' দুমকা গণধর্ষণ কাণ্ডে সরব রিচা-দুলকর সলমনরা, বিদেশিনী নির্যাতিতার হয়ে বললেন কী?
আরও পড়ুন: ঠিক যেন বলিউডের ছবি! হস্তাক্ষর অনুষ্ঠানে কভি খুশি কভি গমের গানে নেচে অনন্তের জীবনে প্রবেশ রাধিকার
দিদি নম্বর ওয়ানে মমতা
এদিন দিদি নম্বর ওয়ানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জীবন থেকে কাজ, ছোটবেলা, ইত্যাদি বিষয় নিয়ে নানা কথা জানিয়েছেন। বাদ দেননি রাজনীতিতে আসার নেপথ্যে কাহিনি শোনাতে। আর এসব গল্পের মাঝেই রচনা বন্দ্যোপাধ্যায় তাঁকে জিজ্ঞেস করেন 'আপনি একটা দিন ফোন ছাড়া থাকতে পারবেন?' এই প্রশ্ন শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় সোজা বলে দেন না। ফোন নাকি তাঁর সবসময়ের সঙ্গী। ওটা না থাকলে নাকি তিনি পাগলই হয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, 'না, ফোনকে কাছছাড়া করি না। ফোন থাকা না মানে দুনিয়ার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাব। কিছুই জানতে পারব না। অতে আমি পাগল হয়ে যাব। আমি রাস্তায় চলতে চলতে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, কাজের ফাঁকে একটু করে ফোন দেখে নিই। আর তাতেই হোঁচট খাই।'
আরও পড়ুন: শ্রেয়া-অরিজিতের যুগলবন্দিতে সুরেলা প্রেমের আবহে ভাসল জামনগর
আরও পড়ুন: 'ভীষণই খারাপ লাগে...' নেটমাধ্যমে বারবার কটাক্ষের শিকার, ট্রোলিংয়ের কারণে কষ্ট পান মমতা?
দিদি নম্বর ওয়ানের বিশেষ পর্ব
দিদি নম্বর ওয়ানের রবিবার, ৩ মার্চের পর্বে খেলতে এসেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী। তাঁদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানের সূচনা হয় দুর্গা স্তুতি দিয়ে। তারপর হয় রাজ্য সঙ্গীত। এরপর গান, গল্প, আড্ডায় এগিয়ে চলে পর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আঁকেন, নাচ করেন, কবিতা পাঠ করেন। বাদ দেন না রুটি বেলতে। ডোনা গঙ্গোপাধ্যায়কে এদিন নাচতে দেখা যায়। শ্রীরাধা এবং অরুন্ধতী গান গান। এছাড়া রূপঙ্কর বাগচি, ইন্দ্রনীল সেন, অদিতি মুন্সি, অঙ্কিতা ভট্টাচার্য, প্রমুখ ছিলেন এদিনের অনুষ্ঠানে। তাঁরাও গান গেয়ে শোনান।