স্পেন থেকে বাইকে স্বামীর সঙ্গে বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে ভারতে এসেছিলেন এই স্প্যানিশ জুটি। লাদাখ থেকে দেশে ঢুকে তাঁরা এসে পৌঁছেছিলেন ঝাড়খণ্ডে। ঠিক ছিল এখান থেকে নেপাল যাবে। কিন্তু তার আগেই সবটা বদলে গেল। ঝাড়খণ্ডের দুমকায় গণধর্ষিতা হলেন সেই স্প্যানিশ মহিলা। মারধর করা হয় তাঁর স্বামীকেও। ইতিমধ্যেই দুমকা গণধর্ষণ নিয়ে সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বলিউড তারকারা। রিচা চাড্ডা, দুলকর সলমন সহ কে কী বললেন?
দুমকা গণধর্ষণ নিয়ে কী বলছেন তারকারা?
দুমকা গণধর্ষণ নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি ইনস্টাগ্রামের একটি পোস্টে এই বিষয়ে লেখেন, 'লজ্জাজনক! নিজেদের ঘরের মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে সেই একই কাজ ভারতীয়রা এবার বিদেশিদের সঙ্গেও করছে। সমাজটা একেবারেই পচে গিয়েছে।'
আরও পড়ুন: হাজারো অতিথিকে সামলানোর ব্যস্ততা, তার মাঝেই ছোট্ট রাহার সঙ্গে খেলায় মাতলেন হবু বর অনন্ত!
দুলকর সলমন আবার এদিন নির্যাতিতার স্বামীর বানানো একটি ভিডিয়ো শেয়ার করেন। একই সঙ্গে সেটার ক্যাপশনে তিনি লেখেন 'এটা শুনে ভেঙে পড়েছি জাস্ট। আপনারা কিছুদিন আগেই কোট্টায়াম ঘুরে গেলেন, সেখানে আমার ঘনিষ্ঠ বন্ধুরা আপনাদের রান্না করে খাওয়াল। আর তারপরই কিনা। এটা কখনই কোথাও কারও সঙ্গে হওয়া উচিত নয়।'
গায়িকা চিন্ময়ী শ্রীপদ এদিন তাঁর ক্ষোভ উগরে দেন টুইটারে অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত। সেখানে তিনি লেখেন, 'আমাদের দেশের স্লোগান নাকি অতিথি দেব ভব এবং বেটি বাঁচাও। এটা সবাই জানে যে ভারতীয় পুরুষরা কীভাবে মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় এবং নির্যাতন করে। বাদ দেয় না বিদেশি মহিলাদেরও। কিছুদিন আগেই একজন কোরিয়ান মহিলাকে নিগ্রহ করা হয়েছিল।'
কী হয়েছে সেই মহিলার সঙ্গে?
সূত্রের খবর অনুযায়ী ট্যুরিস্ট ভিসা নিয়ে সেই মহিলা তাঁর স্বামীর সঙ্গে ভারতে এসেছিলেন। তাঁরা গোটা এশিয়া জুড়ে একটি ট্রিপে বেরিয়েছিলেন। তাঁরা প্রথমে পাকিস্তান আসেন। সেখান থেকে ভারতে। এরপর বাংলাদেশ ঘুরে আবার ভারত আসেন, উদ্দেশ্য ছিল ঝাড়খণ্ড হয়ে নেপাল ঢোকার। তার আগেই দুমকায় তাঁদের সঙ্গে এই ঘটনা ঘটল।
ইতিমধ্যেই এই গণধর্ষণ কেসের তদন্ত শুরু হয়েছে। তিনটি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।