HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > Suman Ghosh on Roger Federer: ‘আমি কি তোমার সঙ্গে ছবি তুলতে পারি?’ প্রশ্ন ফেডেরারের, মায়ার সটান উত্তর, ‘না!’

Suman Ghosh on Roger Federer: ‘আমি কি তোমার সঙ্গে ছবি তুলতে পারি?’ প্রশ্ন ফেডেরারের, মায়ার সটান উত্তর, ‘না!’

Suman Ghosh on Roger Federer: রজার ফেডেরারকে নিয়ে নানা স্মৃতিচারণ করছেন অনেকেই। তার মধ্যে পরিচালক সুমন ঘোষ শোনালেন ফেডেরারের সঙ্গে তাঁর সাক্ষাতের গল্প। 

ফেডেরার গল্প বললেন সুমন

পেশাদার টেনিস থেকে অবসর নিলেন রজার ফেডেরার। তার সঙ্গে শেষ হল টেনিসের একটি যুগের। হালে তাঁকে অবসর জীবনের শুভেচ্ছাবার্তা এবং তাঁর সঙ্গে দেখা হওয়ার টুকটাক স্মৃতিচারণে ভরে গিয়েছে ইন্টারনেট। বলিউডের প্রচুর তারকাও এই ধরনের স্মৃতিচারণ করেছেন। কিন্তু হালে এ সব কিছুর মধ্যে একটি মজার ঘটনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বাঙালি পরিচালক সুমন ঘোষ। সেটিকেও ফেডেরারের সঙ্গে তাঁর স্মৃতিচারণই বলা যায়। তবে তার ধরনটি একটু আলাদা।

কী লিখেছেন সুমন ঘোষ?

তিনি লিখেছেন, বছর চারেক আগে মায়ামির এক রেস্তোরাঁয় তিনি তাঁর পরিবারের সঙ্গে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। কিন্তু টেবিল পেতে কিছুটা দেরি হচ্ছিল। তাঁরাও খুশি মনে বাইরের বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন।

সুমন লিখেছেন, ‘এর পরেই দেখি, ওই বিখ্যাত মানুষটিকে (রজার ফেডেরার)। কয়েক জন সাংবাদিক তাঁর সাক্ষাৎকার নিচ্ছেন। আমি ঠিক করি, সাক্ষাৎকার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার পরে আমার দুই মেয়ে মায়া আর লীলা (তখন তাঁদের বয়স যথাক্রমে ৫ এবং ৩ বছর)-র সঙ্গে ওঁর ছবি তোলার অনুরোধ করব।’

যেমন ভাবা, তেমন কাজ। এর পরে সুমন তাঁর দুই কন্যাকে নিয়ে অপেক্ষা করতে থাকেন, ফেডেরারের সাক্ষাৎকার শেষ হওয়ার। কী হয় এর পরে?

সুমনের কথায়, ‘সাক্ষাৎকার শেষ হল। আমি ওঁকে অনুরোধ করলাম। উনিও হাসিমুখে মেনে নিলেন। আমি দেখলাম, একটা বড়সড় ভিড় অপেক্ষা করে আছে ওঁর সঙ্গে ছবি তোলার জন্য। আমি ঝটপট মায়াকে জিজ্ঞাসা করলাম, আমি কি এই ভদ্রলোকের সঙ্গে তোমার আর লীলার ছবি তুলব? মায়া উলটে প্রশ্ন করল, কেন? আমি বললাম, উনি খুব বিখ্যাত লোক।’

সুমন এর সঙ্গে লিখেছেন, এই ঘটনাটা যখন ঘটছে, তখন ফেডেরার পাশে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন এবং গোটাটা দেখছেন। কিন্তু সুমনের কথায় বিশেষ লাভ হয়নি। কারণ তাঁর কন্যা মায়া মোটেই বিষয়টিতে উৎসাহ দেখায়নি। এবং সে নিজের খেলাতেই মত্ত থাকে। অচেনা একজনের সঙ্গে যে সে ছবি তুলতে মোটেই আগ্রহী নয়, তা তার আচরণ থেকেই পরিষ্কার।

এর পরেই ঘটে অদ্ভুত ঘটনা। সকলের সামনে সুমনের অস্বস্তি দেখে এগিয়ে আসেন টেনিস তারকা নিজেই। সুমন লিখেছেন, ‘উনি নিজেই নিচু হয়ে বসে পড়েন। মায়াকে জিজ্ঞাসা করেন, আমি কি তোমার সঙ্গে ছবি তুলতে পারি, তুমি কি কিছু মনে করবে? তাতে মায়া মুখের উপর বলে, না! বলেই আবার খেলতে শুরু দেয়।’

বোঝাই যায়, অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছেছে। সুমনের অস্বস্তি কাটাতে ফেডেরার নাকি তখন বলেন, ‘আমার খুব মজা লাগল!’ সুমন লিখেছেন, ‘বোধহয় ওই প্রথম বার কেউ তাঁ সঙ্গে ছবি তুলতে চাইল না। আমি তখন ওঁকে বললাম, আমি কি আপনার সঙ্গে ছবি তুলতে পারি? মায়ার মতো মোটেই নয়, উনি সম্মতি দিলেন।’

বায়োস্কোপ খবর

Latest News

IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলায়? পূর্বাভাস IMD-র! গরম কাটিয়ে শুরু হবে ঝড়-বৃষ্টি La Liga-বার্সেলোনা হারতেই রিয়ালের দখলে লা লিগা, টার্গেট এবার চ্যাম্পিয়ন্স লিগ ডায়াবিটিস প্রতিরোধ থেকে অন্যান্য স্বাস্থ্য সুবিধা, গরমে দই খাওয়ার ৮টি উপকারিতা ২০১৪ সালের টেট পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে? জানতে চাইল কলকাতা হাইকোর্ট ২০ বছর আগে! ১৫ বছরের পরিণীতি দূরদর্শনের পর্দায় গেয়েছিলেন দেশাত্মবোধক গান আউটের সিদ্ধান্তে খুশি না হয়ে ব্যাট-হেলমেট ছুঁড়ে ফেললেন বাংলাদেশের ক্যাপ্টেন সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ বাঁচাতে চান? কিনে ফেলুন আস্ত একটি খাট পরের মরশুম নিয়ে ক্লাবের সঙ্গে কথা চলছে-বাগান ছাড়ার জল্পনা ফুৎকারে ওড়ালেন হাবাস খেলতেই পারিনি- আক্ষেপ করলেন হাবাস, বাগানকে শিল্ড জয়ের কৃতিত্ব দিলেন মুম্বই কোচ

Latest IPL News

IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ