সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্য়ুর মামলায় বিশেষ (SIT) তদন্তকারী দল গঠন করল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের এক কর্মকর্তাই এখবর জানিয়েছেন।
মুম্বই পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘এর আগে মহারাষ্ট্র বিধানসভার শেষ অধিবেশনে, এই মামলায় SIT গঠনের দাবি উত্থাপিত হয়েছিল। সরকারের তরফে বলা হয়, যে প্রমাণগুলির কথা উঠছে সেগুলি পরীক্ষা করে দেখা হবে এবং পুলিশ বিভাগকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হবে। সেই নির্দেশ অনুযায়ী, দেওয়া হয়েছে।’ নাগপুরে বক্তৃতা দিতে গিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ SIT গঠনের কথা জানিয়েছিলেন।
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, মুম্বাইতে, যে মালভানি থানার সিনিয়র ইন্সপেক্টর চিমাজি আধভ দিশা সালিয়ান মামলার তদন্তের কথা জানিয়েছিলেন। এই তদন্তের তত্ত্বাবধানে থাকবেন ডেপুটি পুলিশ কমিশনার অজয় বনসল।
আরও পড়ুন-জীবনে বড় সিদ্ধান্ত নিলেন পরীমনি, কিন্তু কেন বলছেন ‘আমার স্বাভাবিক হতে সময় লাগবে’!
আরও পড়ুন-অল্প দিনের অসুস্থতা, চলে গেলে দু'বার এমি জয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর
২০২০-র ১৪ জুন, মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কয়েক দিন আগে,৮ জুন, অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছিব, দিশা মালাডের একটা বহুতল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিলেন। যদিও দিশার বাবা সতীশ সালিয়ান পুলিশকে জানিয়েছিলেন তাঁর মেয়ের মৃত্যুতে কোনও চক্রান্তের সন্দেহ তাঁর হয়নি।
এদিকে SIT গঠনের প্রতিক্রিয়া জানিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, এই ধরনের চাপের কৌশলে তাঁর দলকে ভীত নয়। বিজেপিকে কটাক্ষ করে, সঞ্জয় রাউত আরও বলেন, ‘ওরা আমেরিকান এবং রাশিয়ান গুপ্তচর সংস্থা, সিআইএ এবং কেজিবি-র কাছে তদন্ত হস্তান্তর করতে পারে। আমরা এই ধরনের চাপের কৌশলে মাথা ঘামাই না। ওরা একটা এসআইটি গঠন করুন বা সিআইএ বা কেজিবির কাছে তদন্ত হস্তান্তর করুন। কেন্দ্র এবং রাজ্য সরকার এখন তাঁদের রাজনৈতিক প্রতিপক্ষকে অপদস্ত করার কারখানা। বর্তমান ব্যবস্থার সময় শুধুমাত্র বিরোধী নেতাদের বিরুদ্ধে SIT গঠন করা হয়।’
প্রসঙ্গত, দিশা সালিয়ান ও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহারাষ্ট্রে ক্ষমতায় ছিল শিবসেনা সরকার। সেখানে তখন বিরোধী দলে ছিল BJP। সেই সময় থেকেই এই দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে শাসক-বিরোধী তরজা অব্যাহত।