গত বছর মুক্তি পেয়েছিল ডাকঘর। হাগদা নামক একটি প্রত্যন্ত গ্রামে আসা নতুন পোস্টমাস্টার দামোদর দাস এবং সেখানকার বাসিন্দা মঞ্জরীর প্রেমের গল্প উঠে এসেছিল এই সিরিজে। হইচই প্ল্যাটফর্মের সেই সিরিজের পরিচালনা করেছিলেন অভ্রজিৎ সেন। দারুণ প্রশংসিত হয়েছিল তাঁদের কাজ। এবার আরও একবার এই সিরিজের পরিচালক অভিনেত্রী জুটি ফিরতে চলেছে নতুন কাজে। হ্যাঁ, অভ্রজিতের নতুন প্রজেক্টে থাকছেন দিতিপ্রিয়া রায়।
ফিরছে দিতিপ্রিয়া-অভ্রজিৎ জুটি
এদিন দিতিপ্রিয়া রায় একটি ছবি পোস্ট করে জানান এই সুখবর। অভ্রজিতের নতুন কাজে যে তিনি আবারও থাকতে চলেছেন সেটা স্পষ্ট। এমনকি এই নতুন কাজের প্রেক্ষাপট থেকে তাঁর চরিত্রের নামও প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: 'তোর জীবনও শেষ করে দেবে...' নিজেই ভাই মুকেশের ব্যাপারে বিক্রমকে সাবধান করেন মহেশ ভাট! কেন?
অভিনেত্রী যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অভ্রজিৎ সেন স্ক্রিপ্টের উপর তাঁর উদ্দেশ্যে লিখেছেন, 'হাগদা থেকে উত্তর কলকাতা, মঞ্জরী থেকে তিন্নি। এটা কেবল শুরু বোন। লক্ষ লক্ষ কাজের মধ্যে আমাদের দ্বিতীয় কাজ। এটা সবে শুরু।' অর্থাৎ এখান থেকেই স্পষ্ট এই প্রজেক্টে দিতিপ্রিয়া রায়ের চরিত্রের নাম হবে তিন্নি। এবং প্রেক্ষাপট হিসেবে উত্তর কলকাতা থাকছে।
আরও পড়ুন: ইন্ডিয়ান পুলিশ ফোর্সের সেটে রীতিমত ‘অত্যাচার’ করতেন রোহিত! ‘নালিশ’ ঠুকে কী বললেন শিল্পা?
দিতিপ্রিয়া এই স্ক্রিপ্টের ছবিটি শেয়ার করে লেখেন, 'একজন বোন দাদার থেকে যে সেরা গিফট পেতে পারে। অনেক ধন্যবাদ অভ্রজিৎ সেন দাদা। নতুন শুরুর জন্য চিয়ার্স।'