আসছে নতুন হিন্দি ছবি দো অউর দো পেয়ার। সদ্যই মুক্তি পেল সেই ছবির ট্রেলার। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডিক্রুজ এবং সেন্ধিল রামমূর্তিকে। ছবিটি পরিচালনা করেছেন শীর্ষ গুহঠাকুরতা। ইতিমধ্যেই এই ছবি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু ছবিতে দেখা যাবে কোন গল্প?
দো অউর দো পেয়ার ছবির ট্রেলার
শনিবার ৬ এপ্রিল মুক্তি পেয়েছে দো অউর দো পেয়ার ছবির ট্রেলার। এই ছবির ট্রেলার শুরুই হয় এক বিবাহিত জুটিকে দেখিয়ে যেখানে বিদ্যা বালান এবং প্রতীক গান্ধীকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তাঁরা একসঙ্গে থাকেন যেমন আর পাঁচটা বিবাহিত জুটি থাকে। কিন্তু একসঙ্গে থাকার পরেও তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
আর তারপরই দেখা যায় উক্ত জুটি আদতে পরকীয়ায় লিপ্ত সেন্ধিল এবং ইলিয়ানার সঙ্গে। তাঁরা দুজনেই যেন ইলিয়ানা আর সেন্ধিলের সঙ্গে একেবারে আদর্শ পরকীয়ার জুটি। কিন্তু গল্পের মোড় আচমকাই ঘুরে যায় যখন বিবাহিত জুটিটা আবারও একসঙ্গে ভালো সময় কাটাতে শুরু করে, একসঙ্গে ঘুমায়, নানা মুহূর্ত উদযাপন করতে শুরু করে। সবটা মিলিয়ে একটা তালগোল পাকানো পরিস্থিতি তৈরি হয়। তারপর কী হয়ে এই রোম্যান্টিক ছবিতে সেটা নিয়েই দো অউর দো পেয়ার ছবির গল্প।
এদিন বিদ্যা বালান নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবির ট্রেলার শেয়ার করেছেন। তিনি ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'তৈরি হয়ে যান। কারণ মজা এবং রোম্যান্সকে ডাবল করার সময় এসে গিয়েছে দো অউর দো পেয়ারের সঙ্গে।'
আরও পড়ুন: 'অলস মুরগি একেবারে...' কপিলের শোতে এসে শুভমন - শ্রেয়সদের 'গুণকীর্তন' রোহিতের! বরের কথায় হেসে খুন রিতিকা
আরও পড়ুন: করিনা - কৃতিদের জালিয়াতিতে মুগ্ধ দর্শক! উইকেন্ড আসতেই পার ৫০ কোটির গণ্ডি, শনিবার কত আয় করল ক্রু?
দো অউর দো পেয়ার ছবি প্রসঙ্গে
এই ছবিটি আগামী ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে। এটি একটি কমেডিতে ভরপুর রোম্যান্টিক ছবি। এখানে মুখ্য ভূমিকায় বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডিক্রুজ, সেন্ধিল রামমূর্তিকে দেখা যাবে। প্রসঙ্গত মা হওয়ার পর এটাই ইলিয়ানার প্রথম ছবি। বিবাহিত জুটিদের এই গল্প বলবেন শীর্ষ গুহঠাকুরতা।