উরফি জাভেদ মানেই অভিনব কোনও আইডিয়া। উদ্ভট কোনও পোশাক। বিটকেল কোনও সাজ। সে সাজ দেখে অনেকে হাসলে, ট্রোল করলেও এটা অস্বীকার করার কোনও জায়গাই নেই যে তাঁর সমস্ত পোশাকই দারুণ ক্রিয়েটিভ হয়। আর সেটাই আরও একবার এদিন প্রমাণ হয়ে গেল। জ্বালাপোড়া গরমের জন্য একটা সুপার কুল পোশাকের কথা তিনি ভেবেছেন।
উরফির গরমকালের জন্য পোশাকের আইডিয়া
এপ্রিলের শুরুতেই জ্বালাপোড়া গরমে পুড়ছেন সকলেই। সহ্য করা যাচ্ছে না সূর্যের তাপ। বাড়িতে, অফিসে, বা অন্যত্র কোথাও থাকলেও তবুও এসি বা ফ্যান আছে। কিন্তু রাস্তায় বেরোলে? তাই এই অসুবিধার সমাধান করতে নিজের গায়েই থুড়ি বুকেই ফ্যান লাগিয়ে বেরিয়ে পড়লেন উরফি। বোতাম টিপলেই বনবন করে ঘুরবে সেই ফ্যান।
আরও পড়ুন: করিনা - কৃতিদের জালিয়াতিতে মুগ্ধ দর্শক! উইকেন্ড আসতেই পার ৫০ কোটির গণ্ডি, শনিবার কত আয় করল ক্রু?
তবে এটা যে কেবল গড়নের কথা ভেবে তিনি বানিয়েছেন সেটা নয়। এই ভাবনার নেপথ্যে এই সোশ্যাল মিডিয়া তারকার আরও একটি কারণ আছে বইকি। অনেকেই অনেক সময় বলেন উরফির সাজ দেখে তাঁদের মাথা ঘুরছে। আর সেই মাথা ঘোরাকে আরও বাড়াতেই তিনি এই সাজের কথা ভেবেছেন।
উরফি এদিন যে ভিডিয়ো শেয়ার করেছেন সেখানে তাঁকে কালো প্যারাস্যুট প্যান্টের সঙ্গে কালো ব্রালেট পরে থাকতে দেখা যাচ্ছে। আর তারই উপর লাগানো দুটো ফ্যান। যা বোতাম টিপতেই বনবন করে ঘুরতে থাকে।
আরও পড়ুন: 'বাংলা এখনও পিছিয়ে...' মির্জা দিয়েই টলিউডের 'ভুল' শুধরাতে বদ্ধপরিকর অঙ্কুশ! কোন বদল আনতে চাইছেন?
কে কী বলছেন?
অনেকেই উরফির এই আইডিয়ায় মুগ্ধ হয়েছেন। এক ব্যক্তি লেখেন 'ওকে ভালগার বলুন, সহ্য করতে না পারুন, যাই করুন। ও যে ক্রিয়েটিভ সেটা মানতেই হবে।' আরেকজন লেখেন, 'দিনদিন ওর আইডিয়ায় মুগ্ধ হচ্ছি।' তৃতীয় ব্যক্তির মতে, 'গরমের জন্য একেবারে কুল কুল আইডিয়া।'