বাংলা নিউজ > বায়োস্কোপ > Durga Puja 2023: কলকাতার দুর্গাপুজো নিয়ে আন্তর্জাতিক চ্যানেলে 'মেগাফেস্টিভ্যাল', কী কী দেখানো হবে

Durga Puja 2023: কলকাতার দুর্গাপুজো নিয়ে আন্তর্জাতিক চ্যানেলে 'মেগাফেস্টিভ্যাল', কী কী দেখানো হবে

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে সম্প্রচার হবে 'মেগাফেস্টিভ্যাল'

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে সম্প্রচার হবে 'মেগাফেস্টিভ্যাল'। সম্প্রচারের তারিখ ৬ সেপ্টেম্বর। ছয় এপিসোডের এই সিরিজ, যার একটি এপিসোড তৈরি হয়েছে কলকাতার দুর্গাপুজো নিয়ে। কী কী দেখানো হবে এতে?

তিলোত্তমার দুর্গোৎসব ঐতিহ্য এবং আধুনিকতায় কার্যত মিনার ছুঁয়ে ফেলেছে। এ বছরের দুর্গোৎসবে রয়েছে বিশেষ চমক। ৬ সেপ্টেম্বর থেকে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে সম্প্রচার হবে 'মেগাফেস্টিভ্যাল' নামের এক বিশেষ সিরিজ। ছয় এপিসোডের এই সিরিজ, যার একটি এপিসোড তৈরি হয়েছে কলকাতার দুর্গাপুজো নিয়ে। 

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের 'মেগাফেস্টিভ্যাল' শোয়ে জায়গা করে নিয়েছে বাঙালির পুজো। এই শোয়ের ছ'টি এপিসোডের একটি এপিসোড তৈরি হয়েছে কলকাতার দুর্গাপুজো নিয়ে। বাকি পাঁচটি এপিসোডে রয়েছে মুম্বইয়ের গণেশ পুজো, দিল্লি ও হায়দরাবাদের ইদ, কেরালার ওনাম, নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল এবং হোলি। আরও পড়ুন: রাখিতে চর্চায় বলিউডের মোস্ট স্টাইলিশ ভাই-বোনেরা, দেখুন তো আপনার পছন্দের কারা

প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ সজ্জা, মায়ের চক্ষুদান, পুজোর আয়োজন, শপিং থেকে শুরু করে উৎসবের নানা মুহূর্তকে তুলে ধরা হবে ‘মেগাফেস্টিভ্যাল’-এ। ইউনেস্কোর তরফে স্পষ্টভাবে কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ (২০২২ সালে) তকমা দেওয়া হয়েছে। 'দুর্গাপুজো ইন কলকাতা (কলকাতায় দুর্গাপুজো)' শিরোনামে ইউনেস্কোর তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছিল। তাতেই জানানো হয়েছিল এ কথা। 

পুজোর টানে শয়ে শয়ে বাঙালি বাড়ি ফেরে। বাঙালির কাছে দুর্গাপুজো শুধু উৎসব নয়, ঘরে ফেরার টানও। অস্ট্রেলিয়ান সেলিব্রিটি মাস্টার শেফ গ্যারি মেহিগ্যান ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের 'মেগাফেস্টিভ্যাল' শোয়ের অন্যতম নির্মাতা। এ বিষয় কথা বলতে গিয়ে তিনি এই সময়-কে জানিয়েছেন, ‘কলকাতার দুর্গাপুজো একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। এখানে অশুভ শক্তিকে শুভ শক্তি বিনাশ করে। এটা তো পুরাণের ঘটনা। তবে বাস্তবে পুজোটা যখন হয়, তখন সেখানে বাড়ির মহিলারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। দুর্গাপুজোর মাধ্যমে সত্যিই এখানে মহিলাদের ক্ষমতায়ন হয়’।

একই সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, এপিসোড ৮০ মিনিটের রাখা হয়েছিল। সেখান থেকে খুবই কষ্ট করে ৪৫ মিনিটে নামাতে হয়েছে। কলকাতার অসামান্য রান্না এবং মিষ্টিকে অনেকটা জায়গা দেওয়া হয়েছে। হাজার হাজার শিল্পীর কঠোর পরিশ্রম করে তৈরি এত মণ্ডপ তৈরি, তার অসামান্য সৌন্দর্য্যের কথা তুলে ধরা হয়েছে।

বন্ধ করুন