বাংলা নিউজ > বায়োস্কোপ > Emraan Hashmi in Selfiee: সইফ আলি খান আউট, ‘ম্যায় খিলাড়ি’র রিমেকে অক্ষয়ের সাথ দিলেন ‘ভক্ত’ ইমরান

Emraan Hashmi in Selfiee: সইফ আলি খান আউট, ‘ম্যায় খিলাড়ি’র রিমেকে অক্ষয়ের সাথ দিলেন ‘ভক্ত’ ইমরান

‘ম্যায় খিলাড়ি’র রিমেকে অক্ষয়ের সাথ দিলেন ‘ভক্ত’ ইমরান

Emraan Hashmi in Selfiee: সেলফি ছবির প্রথম গান ‘ম্যায় খিলাড়ি’র টিজার প্রকাশ্যে এল। অক্ষয়ের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গেল ইমরান হাশমিকে। আগামী ১ ফেব্রুয়ারি গানটি মুক্তি পেতে চলেছে।

আর কিছুদিনের অপেক্ষা তারপরই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার এবং ইমরান হাশমি অভিনীত ছবি সেলফি। তার আগে এই ছবির প্রথম গান ম্যায় খিলাড়ির টিজার ভিডিয়ো প্রকাশ্যে এল। খোদ অক্ষয় কুমার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ৯০ -এর দশকের জনপ্রিয় গান ম্যায় খিলাড়ি তু আনাড়ি গানটির রিমেক হচ্ছে সেলফি ছবি এই গান। ম্যায় খিলাড়ি তু আনাড়ি ছবিতে অক্ষয় কুমার এবং সইফ আলি খানকে দেখা গিয়েছিল। সেখানে এই টাইটেল ট্র্যাকে তাঁদের জমিয়ে নাচতে দেখা গিয়েছিল। এবার সইফের বদলে অক্ষয়ের সাথ দিলেন ইমরান। দুজনকে জমিয়ে নাচতে দেখ যায় এই নতুন গানটিতে।

এই নতুন গানের টিজার পোস্ট করে অক্ষয় কুমার লেখেন, 'সিটি মারতে আর তালি বাজানোর জন্য প্রস্তুত তো? ম্যায় খিলাড়ির টিজার রইল। সম্পূর্ণ গানটি আসছে ১ ফেব্রুয়ারি।' অভিনেতা এই টিজার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন। আসল গানটিতে অক্ষয়কে একটি কালো ব্লেজার এবং টাই পরে থাকতে দেখা গিয়েছিল। অন্যদিকে সইফ আলি খানকে একটি খয়েরি রঙের জ্যাকেটে। এই নতুন গানে অক্ষয়কে একটি ঝকঝকে সবুজ ব্লেজার এবং ইমরানকে একটি ঝকঝকে কালো ব্লেজার পরে থাকতে দেখা যায়। তাঁদের আসল গানের একটি স্টেপ করতে দেখা যায় এখানে।

মূল গানটি অভিজিৎ ভট্টাচার্য গেয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন উদিত নারায়ণ এবং অনু মালিক। মায়া গোবিন্দ গানটি লিখে ছিলেন। ১৯৯৪ সালের ছবিটিতে কাদের খানকে এক ঝলক দেখা গিয়েছিল। শিল্পা শেট্টিকে এখানে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল।

অন্যদিকে সেলফি ছবিটির পরিচালনা করেছেন গুড নিউজ ছবি খ্যাত পরিচালক রাজ মেহতা। এই ছবিতে এই প্রথমবার অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে একসঙ্গে দেখা যেতে চলেছেন ডায়না পেন্টি এবং নুসরাত ভারুচা থাকবেন মূল মহিলা চরিত্রে। ট্রেলার থেকে জানা গিয়েছে ইমরান এই ছবিতে একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন যিনি কিনা অভিনেতা অক্ষয় কুমারের ভক্ত। হ্যাঁ এই ছবিতে অক্ষয়কে অভিনেতার চরিত্রেই দেখা যাবে। কিন্তু কীভাবে তাঁরা একটি ঝামেলায় জড়িয়ে পড়েন এবং তাঁদের মধ্যে কীভাবে একটি ঠাণ্ডা যুদ্ধ চলতে থাকে সেটাই এখানে ধরা পড়বে।

বন্ধ করুন