নতুন হোম ট্যুর ভিডিয়োর জন্য পারিবারিক বাংলোর দরজা খুলে দিয়েছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। অভিনেতা ধর্মেন্দ্র এবং হেমা মালিনী কন্যা এশা। বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে সেও বলিউডে পা রেখেছে। বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন এশা।
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাত্কারে অভিনেত্রী তাঁর মা তথা অভিনেত্রী হেমা মালিনী এবং পরিবারিক জুহু বাড়ির অদেখা ঝলক শেয়ার করেছেন। বাড়ির অন্দরে চারদিকে হেমা মালিনী এবং ধর্মেন্দ্রের ছবি থেকে শুরু করে তাঁদের ছবি, কাস্টমাইজড কুশনের ঝলক মিলেছে ভিডিয়োতে।
এশা বাড়িতে নাচের রিহার্সাল হল, যেটি বসার ঘর হিসেবেও ব্যবহার করেন তাঁরা। রুমটি কমলা এবং হলুদ রঙ করা। ডান্স-রুম-কাম-লিভিং-স্পেস রয়েছে অভিনেত্রীর বাড়িতে। এশা জানিয়েছেন, তিনি এবং তাঁর বাবা ধর্মেন্দ্র দুজনেই বাড়ির চারপাশে প্রদর্শিত 'প্রত্নবস্তু, মজার এবং অদ্ভুত জিনিসগুলি' দিয়ে সাজাতে করতে পছন্দ করেন। আরও পড়ুন: দক্ষিণের এই অভিনেত্রীদের নামে তৈরি হয়েছে মন্দির, জানেন কে কে
এশা ও হেমার নাচের রিহার্সাল হলের ভিতরে
এশা বাড়িতে প্রবেশের সময় ভিডিয়োর শুরুতে বলেছেন, ‘আমরা এখানে (জুহু) থাকি, আবার বান্দ্রায়ও থাকি। আমাদের দুটি বাড়ি আছে... এটা নাচের ঘর, তাই আপনাকে জুতো খুলে ফেলতে হবে কারণ এটা আমাদের খুব পবিত্র জায়গা... এখানে ২০-৩০ জন নৃত্য়শিল্পী নাচের মহড়া দিতে পারে, আমার মা এখানে শ্যুটিংয়ের জন্য প্রস্তুত হতেন। এসব দেখে আমি বড় হয়েছি। এই হলে বসে আমার এনগেজমেন্ট হয়েছে, ওটা খুব অন্তরঙ্গ অনুষ্ঠান ছিল’।
২০১২ সালে ব্যবসায়ী ভারত তখতানিকে বিয়ে করেন এশা। তাঁদের দুটি কন্যা রয়েছে - রাধা এবং মিরায়া।
বাড়িতেই হেমা মালিনীর অফিস
এই বাড়িতেই রয়েছে প্রবীন অভিনেত্রী হেমা মালিনীর অফিস স্পেস। যেখানে হেমা মালিনীর বিশাল বিশাল ছবি টাঙানো, পাশাপাশি স্বামী-অভিনেতা ধর্মেন্দ্রের সঙ্গেও তাঁর ছবি রয়েছে। ধর্মেন্দ্রর একটি পুরানো সাদা-কালো ছবিও রয়েছে সেখানে। বছরের পর বছর ধরে হেমার জিতে নেওয়া পুরস্কারগুলিও পুরো ঘর জুড়ে কাঠের এবং কাচের বুকশেলফে রাখা রয়েছে।
এশা দেওলের মেকআপ রুম
অভিনেত্রী তাঁর বাড়ির বাইরে উঠোনের মধ্য়ে ভ্যানিটি রুমের ঝলকও শেয়ার করেছেন। মজা করে অভিনেত্রী বলেছে, 'গ্যারেজের মতো' দেখতে। জানিয়েছেন, ‘আমি ফ্রেঞ্চ দরজা পছন্দ করি, তাই আমি এখানে একটি সুন্দর দরজা লাগিয়েছি’। সংগ্রহযোগ্য সামগ্রীর পাশাপাশি ঘরে এশার সিনেমার নানা পোস্টার এবং ছবিও রয়েছে টাঙানো। সেখানে একটি পোস্টারও ছিল যাতে লেখা ছিল, ‘এই বাড়িতে সবাই সিনেমার তারকা... অনুগ্রহ করে স্টাইলে প্রবেশ করুন’।
রুমে একটি বিশাল আয়না, মেকআপ সম্পর্কিত পণ্যে ভরা একটি টেবিল ছিল। এশা তাঁর শ্যুটিংয়ের আগে এখানে বসে প্রস্তুত হন।
এশার বসার ঘর
এশার প্রযোজনা উদ্যোগ ‘এক দুয়া’ সবেমাত্র একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। বাড়ির অন্য তলায় বসার ঘর সম্পর্কে অভিনেত্রী বলেছেন, ‘আমার জন্মের আগেও এই জায়গাটি এমনই ছিল। এখানে কিছু আসবাবপত্র রয়েছে যেগুলি আমার ঠাকুমা ব্যবহার করতেন..’।
দ্বিতীয় বসার ঘরের প্রবেশপথে সোনালি ফ্রেম সহ একটি বিশাল আয়না এবং একটি ম্যাচিং কনসোল টেবিল রয়েছে। লিভিং রুমে সবুজ সোফা, তাঁর বাবা-মায়ের ছবি দিয়ে কাস্টমাইজড কুশন সহ আরও বসার জায়গায় রয়েছে। সংলগ্ন ডাইনিং স্পেস রয়েছে।