গদর-২র সফল্য নাকি কাছাকাছি এনেছে 'দেওল' পরিবারের সৎ ভাইবোনেদের। সম্প্রতি গদর-২র স্পেশাল স্ক্রিনিং-এ ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দিয়েছিলেন সানি-ববি-এষা এবং অহনা। যে স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন এষা দেওল। আর ৪ ভাইবোনের সেই ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এষা, সানি, ববি, অহনাদের একসঙ্গে হওয়া নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। তবে সৎ ভাইদের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করাতে এটা নিয়ে কথা বলতে চাইলেন না এষা।
এষা বলেন, ‘এই যে স্নেহ, ভালোবাসা রয়েছে, এসবই বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এটি ওঁর (বাবার) যে ব্যক্তিত্ব আমরা তারই বীজ বপন করে নিয়ে এগিয়ে নিয়ে চলেছি। বাবার প্রতি জনসাধারণের ভালোবাসাই এখন আমাদের মধ্যেও সেটাকে বয়ে নিয়ে এসেছে।’
আরও পড়ুন-৩ দিনেই সব শেষ! ডেঙ্গিতে বোনকে হারালেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়
আরও পড়ুন-'সইফের চিন্তা হওয়া উচিত আমার নয়', বয়সের ব্যবধান, ভিনধর্মে বিয়ে নিয়ে বললেন করিনা
তবে সৎ ভাইবোনের সম্পর্ক জোড়া লাগা, তাঁদের কাছাকাছি আসা নিয়ে যে আলোচনা চলছে সে প্রসঙ্গে এষা দেওল বলেন, ‘মিডিয়া জানে জনগণ কী পছন্দ করেন এবং ওঁরা ওদের কাজ করছে। আমরা এই বিষয়ে মাথা ঘামাতে চাই না।। এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আমরা সবসময়ই সচেতন। এমন কিছু বিষয় আছে যা নিয়ে আমরা কথা বলতে পারি। আবার এমন কিছু কিছু বিষয় আছে যা নিয়ে আমরা কথা বলতে চাই না। এসব নিয়ে কথা বলার জন্য় আমাদের যতই প্ররোচিত করা হোক না কেন আমরা কথা বলব না।’
প্রসঙ্গত, ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেন ১৯৫৩ সালে। তখনও তিনি অভিনয় দুনিয়ায় পা রাখেননি। তাঁদের ৪ সন্তান রয়েছে যার মধ্যে দুই ছেলে সানি দেওল ও ববি দেওল এবং মেয়ে অজিতা এও বিজয়া রয়েছেন। পরে সিনেমায় অভিনয়ের সুবাদে অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ১৯৮০ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে রয়েছেন এষা ও অহনা দেওল। সম্প্রতি গদর-২র সফল্যের পর দূরত্ব ভুলে কাছাকাছি আসতে দেখা গিয়েছে দেওল পরিবারের ৪ ভাইবোনকে। আর তা নিয়েই আলোচনা চলছে।