হংকং- এ লাইভ ক্যামেরায় ভারতীয় এক ব্যক্তির হাতে যৌন হেনস্থার শিকার এক কোরিয়ান মহিলা। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তীব্র নিন্দা করেছেন বহু নেট নাগরিক। জানা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার ওই মহিলা তাঁর হংকং ট্যুরের ভিডিয়ো করছিলেন, আর তখনই এই ঘটনা ঘটে বলে অভিযোগ।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি মেট্রো রেলের সিঁড়িতে দক্ষিণ কোরিয়ার ওই মহিলাকে অনুসরণ করতে শুরু করেন। মেয়েটি তখন সারাদিনের ভ্রমণের শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা যাচ্ছে। ওই ব্যক্তি প্রথমে মহিলার কাছে পাবলিক ট্রান্সপোর্টের সাহায্য চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এরপর মহিলার গায়ে আপত্তিকরভাবে স্পর্শ করতে থাকেন। অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, 'শোনো, আমার সাথে এসো। আমি একা।..' এরপর জোড় করে ওই ব্যক্তিকে মহিলার শরীর স্পর্শ করতে দেখা যায়। মহিলা তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লোকজনের সাহায্য চাইতে চাইতে নেমে আসেন। বিষয়টি বুঝতে পেরে অন্য এক মেট্রো যাত্রী অ্যালার্ম বাজালে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন।
আরও পড়ুন-'ওঁরা ভাবেন আমি বুড়ো হয়ে গিয়েছি', ওয়েলকাম-৩তে ডাক না পাওয়া নিয়ে আক্ষেপ নানা-র!
আরও পড়ুন-৩ দিনেই সব শেষ! ডেঙ্গিতে বোনকে হারালেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অভিযুক্তকে অমিত বলে চিহ্নিত করেছেন। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল থেকে জানা যাচ্ছে হংকংয়ের ভারতীয় রেস্তোরাঁ রাজস্থান রাইফেলসের কর্মচারী তিনি। যদিও রাজস্থান রাইফেলস দাবি করেছে ওই ব্যক্তি আর তাঁদের রেস্তোরাঁয় কাজ করেন না, গত এক বছর ধরে তিনি তাঁদের সংস্থার সঙ্গে আর যুক্ত নন।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বহু ভারতীয় নেটনাগরিক। অনেকেই দাবি করেছেন ইতিমধ্যেই যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত এই ব্যক্তিকে গ্রেফতার করেছে হংকং পুলিশ।