বলিপাড়ায় সম্পর্ক ভাঙাগড়ার খেলা নিত্যদিনের। আরব সাগর পাড়ে কখন যে কোন নতুন সম্পর্কের বুনন হয়, কখন আবার স্রোতের মতো ভেঙে যায় দীর্ঘদিনের সম্পর্কও। আর এবার বলিপাড়ায় এক জনপ্রিয় দম্পতির বিচ্ছেদের খবর ছড়ানোয় হতাশ অনুরাগীরা। আর এরাঁ হলেন এষা দেওল ও ভরত তখতানি।
হ্য়াঁ, বলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে, হেমা কন্যার বিয়ে ভাঙার কথা। কিন্তু কেন ছড়িয়েছে এই গুঞ্জন? এক রেডিট ইউজার খেয়াল করেছেন, বহুদিন ধরে স্বামী ভরত তখতানির সঙ্গে কোনও ছবি পোস্ট করছেন না এষা। তাঁদের দাবি, যে এষা প্রায়দিনই ভরতের সঙ্গে এবং নিজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করতেন, সেই এষাকে এখন প্রায় সময় শুধুমাত্র মেয়েদের নিয়েই দেখা যাচ্ছে। এমনকি যে কোনও উৎসব আজকাল এষা তাঁর মা হেমা মালিনী এবং দুই মেয়ের সঙ্গেই উদযাপন করছেন।
আরও পড়ুন-‘পুরনো মাসিমাদের মতো শাঁখা-সিঁদুর নিয়ে যেতে পারলেই বাঁচি…’ নচিকেতার মুখে কেন এমন কথা!
যদিও নেটিজেনরা আরও খেয়াল করেছেন এষা ও ভরত একে অপরকে সোশ্যাল মিডিয়াতেও এখনও ফলো করেনা। তবে শেষ দীপাবলিও এষা স্বামী ভারতের সঙ্গে পালন করেননি, ছিলেন মা ও দুই মেয়ের সঙ্গে। আজকাল বিভিন্ন পার্টিতেও একাই যাচ্ছেন এষা। হেমা মালিনীর জন্মদিনের পার্টিতেও ডাক পাননি জামাই ভরত তখতানি। যদিও এর আগে এষা সমস্ত অনুষ্ঠানই ভরতকে ছাড়া সেলিব্রেট করতেন না। নববর্ষের শুভেচ্ছা জানাতেও এষা শুধুমাত্র দুই মেয়েকে জড়িয়েই ছবি দিয়েছিলেন। আর তাই বেশ জোড়ালো হয়েছে হেমা মালিনী কন্যার বিয়ে ভাঙার গুঞ্জন।
এদিকে বহু আগে এক সাক্ষাৎকারে এষা দেওল জানিয়েছিলেন ভরত তখতানির সঙ্গে তাঁর প্রথম দেখা হয় একটা আন্তঃকলেজ প্রতিযোগিতায়। এর ১০ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁদের দুজনের ফের দেখা হলে, একে অপরের মধ্য়ে ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। ২০১২ সালে ভরত তখতানিকে বিয়ে করেন হেমা কন্যা এষা দেওল। বিয়ের ৫ বছর পর তাঁদের প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। এরপর দু'বছর পার হতে না হতেই আসে দ্বিতীয় সন্তান মিরায়া।
যদিও সম্পর্ক ভাঙার গুঞ্জনে এষা এবং ভরত তখতানি দুজনেই এক্কেবারে চুপ। তারই মাঝে শোনা যাচ্ছে ভরত নাকি অন্য একটি সম্পর্কে জড়িয়েছেন। আর তাই এষার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। এখন প্রশ্ন তাহলে সত্যিই কি ভেঙা যাবে এষা-ভরতের সম্পর্ক?