সানি লিওনের অতীত কারুর অজানা নয়। বলিউডে কেরিয়ার শুরু আগে লম্বা সময় পর্ন দুনিয়ার রানি ছিলেন সানি। জন্মসূত্রে নাম করণজিৎ কৌর। কানাডানিবাসী এক রক্ষণশীল শিখ পরিবারে জন্ম ও বেড়ে ওঠা সানির। হাইস্কুলে পড়তেও ছেলেদের কাছে খুব বেশি পাত্তা পেতেন না সানি। ইচ্ছে ছিল বড় হয়ে নার্স হবেন, সেখান থেকে আচমকাই অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেন সানি। শুরুতে বাবা-মা'র থেকে সবটা লুকিয়ে রেখেছিলেন, গোপনেই কাজ করে গিয়েছেন নীল ছবির দুনিয়ায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত হাতড়ে দেখলেন সানি। এক পডকাস্টে অভিনেত্রী বলেন, ‘অ্যাডাস্ট ইন্ডাস্ট্রি ধর্মা আর YRF-এর সঙ্গে কাজ করেছি আমি’। বলিউডের অন্যতম তথা প্রভাবশালী প্রযোজনা সংস্থা করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসকে ইঙ্গিত করে একথা বলেন সানি। মূলত তিনি বোঝাতে চেয়েছেন নীল ছবির দুনিয়ার তাবড় তাবড় প্রোডাককশন তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতো।
নতুন শতাব্দীর শুরুতে পর্ন ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু করেছিলেন সানি। এক দশক পর ২০১১ সালে সব ছেড়ে স্বামীর জন্য মুম্বইতে চলে আসেন অভিনেত্রী। ‘বিগ বস সিজন ৫’-এর প্রতিযোগী হিসাবে ভারতীয় গ্ল্যামার দুনিয়ায় তাঁর আত্মপ্রকাশ।পরবর্তীতে মহেশ ভাটের ডাকে সাড়া দিয়ে ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউড সফর শুরু করেন সানি।
পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে সানি বলেন, ‘সেরা ব্যাপার ছিল আমি সেরা লোকজনের সঙ্গে সেখানে কাজ করেছি। আমি যখন সেরা বলছি, তখন আমি তুলনা করতে পারি এখানকার ধর্মা এবং যশরাজের সঙ্গে। আমি ভিভিড, পেন্টহাউসের সঙ্গে কাজ করেছি। আমি সব চুক্তিপত্র ভালোভাবে খুঁটিয়ে দেখে সই করতাম। আমি আগে থেকেই সচেতন থাকতাম কোম্পানিগুলো আমার কাছ থেকে কী চাইছে, আর আমি তাদের কাছ থেকে কী পাচ্ছি। আমি কখনই কাউকে কোনও সুবিধা নেওয়ার সুযোগ করে দিইনি’।
ইউটিউব চ্যানেল BeerBiceps-কে দেওয়া ওই সাক্ষাৎকারে সানি আরও বলেন, নিজের কাজ নিয়ে অধিক সচেতনতার চেয়েই সমসাময়িক অনেক পর্নস্টারের চেয়ে কম কাজ করেছেন তিনি। কিন্তু এর জেরে তার কোনও আফসোস নেই।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে সানি অভিনীত ‘কেনেডি’। এই ছবিতে অনুরাগ কশ্যপের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সানি। যা তাঁর ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে তার অতীত, তাই কম কটাক্ষ তাঁকে শুনতে হয়নি বলিউডে। কিন্তু কেনেডি তাঁর কেরিয়ারের মোড় ঘোরাবে আত্মবিশ্বাসী সানি। থ্রিয়েট্রিক্যাল রিলিজের অপেক্ষায় এই ছবি। ‘কেনেডি’ নিয়ে ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, 'তুমি সানি লিওন, একটা পর্ন স্টার। তুমি শুধুই ছবিতে গ্ল্যামার বাড়াতে পারো। এই সব কথা আমি বছরের পর বছর ধরে শুনে আসছি। কিন্তু এবার আর লোকজন সেটা বলতে পারবে না। কেউ বলতে পারবে না আমার অতীতের জন্য আমি এই ছবিতে কাজ পেয়েছি, কিংবা এই ছবিতে শুধুই গ্ল্যামার বাড়িয়েছি।’