বাংলা নিউজ > বায়োস্কোপ > Ahona Dutta Exclusive: ডান্স বাংলা ডান্সের সেনসেশন! কীভাবে নাচ শেখা যায় অনুরাগের ছোঁয়ার ‘মিশকা’ অহনার কাছে, খরচই বা কত?

Ahona Dutta Exclusive: ডান্স বাংলা ডান্সের সেনসেশন! কীভাবে নাচ শেখা যায় অনুরাগের ছোঁয়ার ‘মিশকা’ অহনার কাছে, খরচই বা কত?

নাচের ক্লাস শুরু করলেন অহনা।

ডান্স বাংলা ডান্সের পরই সিরিয়ালে পা রাখেন অভিনেত্রী অহনা দত্ত। অনুরাগের ছোঁয়ার মিশকার চরিত্রে কাজের মাঝেও খুব মিস করেন নাচ। তাই এবার নিলেন নাচ শেখানোর উদ্যোগ। 

খুব ছোট বয়সে শোবিজের দুনিয়ায় পা রেখেছিল অনুরাগের ছোঁয়া-র মিশকা। শুরুটা হয়েছিল নাচ দিয়ে। সেই সময় অহনা আর তাঁর মা কেড়ে নিয়েছিলেন ডান্স বাংলা ডান্সের সব লাইমলাইট। 'ডান্স বাংলা ডান্স' সিজন ১১ -র প্রতিযোগী ছিলেন তাঁরা। মা চাঁদনী গঙ্গোপাধ্যায় ও অহনার একসঙ্গে নাচ, নজর কেড়েছিল সকলের। এরপর রিয়েলিটি শো-এর শেষে মাত্র ১৯ বছর বয়সেই অহনা যোগ দেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।

খলনায়িকা হলেও, সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি খুব অল্প বয়সে। সূর্য-দীপার ভালোবাসার মাঝে যতক্ষণ না ‘মিশকা’ আসে ততক্ষণ বাড়ে না লাইমলাইট। আর যার কারণে শ্যুটের চাপও থাকে বড্ড। তবুও তার ফাঁকে সময় বের করেই নিজের প্রথম ভালোবাসা অর্থাৎ নাচের কাছে ফিরেছেন অহনা। খুলেছেন নাচের স্কুল। যেখানে তিনি সব বয়সীদের শেখাবেন, এবং সবচেয়ে বড় কথা নিজেই শেখাবেন।

তা কীভাবে শেখা যাবে অহনার কাছে নাচ? হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে জানতে যোগাযোগ করা হয়েছিল অহনার সঙ্গে।

অভিনেত্রী জানালেন, ‘ডান্স বাংলা ডান্সের সময় অধ্যাবসা ছিল চূড়ান্ত। তখন তো নাচ ছাড়া কিছু ভাবতেই পারতাম না। নাচ আমার আসলে ছোটবেলার ভালোবাসা। নাচতে নাচতে বুঝলাম, মুখের অঙ্গ-ভঙ্গিমাও খুব দরকার। মুখের এক্সপ্রকেশন ঠিক না থাকলে নাচটাই জিরো। আর এই এক্সপ্রেশন মানেই তো অভিনয়। সেখান থেকেই সিরিয়ালে ঢোকা।’

‘তবে ডেইলি সোপে কাজের যে চাপ থাকে তাতে রোজের অভ্যেসটা বন্ধ হয়ে যায়। এখন যখন একটু গ্যাপ পাই কাজের থেকে, খুব ফাঁকা-ফাঁকা লাগে। নাচটাকে মিস করি খুব। আমি বিশ্বাস করি, আমি নাচটা নিয়েই জন্মেছি। আর তাই এই ডান্স ক্লাস শুরু করার উদ্যোগ। আমার প্রথম নাচের ক্লাস এটা।’, আরও যোগ করলেন অহনা।

কোথায় নাচের ক্লাস হচ্ছে অহনার

আপাতত ভাড়া নিয়েই নাচের ক্লাস শুরু করেছেন অহনা। বাঘাযতীনের কাছে রংটং স্টুডিয়োতে শেখাচ্ছেন। আর তিনি নিজেই শেখাচ্ছেন, নিজের কোনও অ্যাসিস্টেন্ট বা সহায়কের উপর ভরসা করতে চান না একেবারেই এই ব্যাপারে।

অহনার কথায়, ‘আমি এটায় বিশ্বাস করি না যে, মানুষ আমার মুখ দেখে আসবে, এসে অন্য কারও থেকে শিখবে। আমাকে অনেকেই বলেছিল, সেলব স্টেটাসটা ম্যাটার করে। তুই মাঝে মাঝে আসবি। কিন্তু আমি তা মনে করি না। পোস্টারে আমার ছবি মানে, আমিই শেখাব। কখনও যদি গ্যাপ পড়ে, সেটা আমিই ম্যানেজ করব।’

শনিবার বিকেল চারটে থেকে ছটা ক্লাস রেখেছেন। তবে তিনটে থেকে চারটের ক্লাসটা ছোট বাচ্চাদের জন্য। আর চারটে থেকে ৬টার ক্লাসে ১৪ বছর বয়সের উপরে যে কেউ শিখতে পারবে। ওখানে কোনও বয়সের সীমা নেই।

কীরকম খরচ অহনার কাছে নাচ শেখার?

অভিনেত্রী জানালেন, ‘খুব সামান্য খরচে শেখানো হচ্ছে। এমন নয় সেলেব্রিটি বলে অনেক টাকা নেব। আমার মনে হয় পাড়ায় পাড়ায় যে নাচের ক্লাস তাতেও অনেকে এর থেকে বেশি টাকা নেয়। কিন্তু আমি চাই সবাইকে শেখাতে। আমিও শিখতে। নিজেও একটা অনুশীলনের মধ্যে থাকতে’।

বায়োস্কোপ খবর

Latest News

বাসে-ট্রেনে অহরহ অশালীন স্পর্শের শিকার মেয়েরা! বিশেষ বার্তা কলকাতার ৩ পুজোয় ধোনির জন্য পুরনো নিয়ম ফিরিয়েছে বোর্ড! IPL-এ খেলবেন তো মাহি? জানা যাবে চলতি মাসে… ওপেনিং তো করবেন সঞ্জু… রবিবারই কি অভিষেক মায়াঙ্কের? খোলসা করলেন অধিনায়ক সূর্য… Shark Tank-এ বিজ্ঞাপন দিতে শর্ত সুইগির! ‘শার্ক’ হিসেবে চাকরি গেল জোম্যাটোর সিইওর ক্যানসার থেকে ইএনটি- ‘আমরণ অনশনকারী’ ৬ জুনিয়র ডাক্তার আসলে কারা? কেমন আছে শরীর? কেন মোতি মসজিদে নমাজ পড়তে গেল না বাংলাদেশের টিম? কী বলছে গোয়ালিয়র পুলিশ? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.