টিআরপি-র রেসে দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছে ‘এক্কা দোক্কা’। সিরিয়ালের নায়ক বদল করেও রেটিং-এ বদল আসেনি। রাধিকা-পোখরাজের প্রেমের গল্প দিয়ে শুরু মেগা সিরিয়ালের হাল ফেরাতে এন্ট্রি নেন প্রতীক সেন। আপতত ‘সোনাতিক’-এর জমজমাট প্রেম, দাম্পত্য এই গল্পের ফোকাস। তাতেও লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক চলল না! দু-দিন আগেই প্রকাশ্যে এসেছে জলসার নতুন মেগা ‘জল থই থই ভালোবাসা’র প্রোমো। আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে রাত ৯টায় সম্প্রচারিত হবে অপরাজিতা আঢ্যর কামব্যাক মেগা। আরও পড়ুন-মায়েদের গল্প নিয়ে ফিরছেন অপরাজিতা, ‘জল থই থই ভালোবাসা’র জেরে বন্ধ হচ্ছে এই মেগা?
সুতরাং চিন্তায় ঘুম উড়েছে রঞ্জা-পোখরাজ এবং রাধিকা-অনির্বাণের ভক্তদের। ‘গুড্ডি’র পর তবে কি এবার শেষ হচ্ছে ম্যাজিক মোমেন্টর অফর মেগা ‘এক্কা দোক্কা’? টলিপাড়ার অন্দরে তেমনই ফিসফিসানি। সত্যিটা জানতে হিন্দুস্তান টাইমসের তরফে যোগাযোগ করা হয়েছিল ‘রাধিকা’ সোনামণি সাহার সঙ্গে। সিরিয়াল শেষের জল্পনা উড়িয়ে দিলেন না নায়িকা। তাঁর সাফ কথা, ‘এক্কা-দোক্কা শেষ হচ্ছে কিনা সেটা আনুষ্ঠানিকভাবে আমরা জানি না। আসলে সিরিয়ালের ভবিষ্যত এখনও চূড়ান্ত হয়নি। চ্যানেল এবং প্রযোজনা সংস্থা এই বিষয়টা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, নিলে আমরাই সবার প্রথম জানতে পারব।’
এর আগে সোনামণির ‘মোহর’ শেষলগ্নে দুপুরের স্লটে সম্প্রচারিত হয়েছিল। এবারও তেমনটাই ঘটবে? অভিনেত্রী বললেন-'হয়তো! পুরো বিষয়টাই এখন অনিশ্চিত। এখনও চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থা এই বিষয়টা নিয়ে কোনও মিটিং হয়নি, আগামী দু-তিনদিনের মধ্যেই একটা সিদ্ধান্তে পৌঁছাবে হাউস (প্রযোজনা সংস্থা)'।
‘সোহাগ জল’-এর মতো ফ্লপ মেগার হাতেও নাকানি-চোবানি খেয়েছে জলসার এই সিরিয়াল। ‘খেলনা বাড়ি’র কাছে হেরে ভূত! ভালো শুরুর পর টিআরপি তালিকায় কেন দাগ কাটতে পারল না ‘এক্কা দোক্কা’? খানিক হতাশার সুরে অভিনেত্রী বললেন- ‘অনেক সময় অনেক গল্প মানুষের জানা থাকে। হয়ত মানুষের মনে হয়েছে এই গল্পটা আর ভালো লাগছে না, কিংবা এই গল্পটা আমাদের জানা, এই ধরণের কিছু একটা হতে পারে।’ পোখরাজের জায়গায় গল্পে রাধিকার নায়ক হিসাবে ডঃ অনির্বাণ গুহ-র এন্ট্রি ‘রাধিরাজ’ ভক্তরা মোটেই ভালো চোখে দেখেনি। সিরিয়ালের ট্র্য়াক চেঞ্জই কি কাল হল তবে? বিতর্ক এড়িয়ে না গিয়ে সোনামণি বললেন-'হয়ত করেছে। মাঝখানে যখন কমলিনীর প্রবেশ ঘটল, তখন থেকে টিআরপি-র একটা বড় অঙ্ক পড়তে থাকল'।
সিরিয়ালের ভবিষ্যতের উপরই নির্ভর করছে সোনামণির আগামির পরিকল্পনা। এই মুহূর্তে নায়িকার হাতে অন্য প্ল্যাটফর্মে কাজের বেশকিছু অফার রয়েছে। সিরিয়াল শেষ হলে সেগুলো নিয়ে ভাবনা-চিন্তা শুরু করবেন। আর শেষ না হলে? ‘তাহলে নিয়মিত টিভির পর্দায় দর্শক আমাকে দেখতে পাবেন’, ফোনের ওপার থেকে জবাব দিলেন সোনামণি।