বাংলা নিউজ > বায়োস্কোপ > Excusive! Saif Ali Khan-Diwali: বাঙালি পুরনো ক্লাসিক স্টাইলের পাঞ্জাবিই চাই! দীপাবলির পোশাক বানাতে অভিষেককে ডাকলেন সইফ

Excusive! Saif Ali Khan-Diwali: বাঙালি পুরনো ক্লাসিক স্টাইলের পাঞ্জাবিই চাই! দীপাবলির পোশাক বানাতে অভিষেককে ডাকলেন সইফ

অভিষেক ও সইফ

‘এটা এক্কেবারেই বাঙালি ঐতিহ্যবাহী স্টাইলের ধুতি-পাঞ্জাবি। মূলত সিল্ক ও মসলিন কাপড়েই পাঞ্জাবিগুলো বানানো হবে। মোট ৩টে রঙের পাঞ্জাবি। নীল, কালো আর সাদা, এই তিনটি রঙের একই ধরনের পাঞ্জাবি বানানোর হয়েছে। এক্কেবারেই বাঙালি ক্লাসিক, ভিনটেজ স্টাইলের, সাইট কাটা পাঞ্জাবি। সঙ্গে সুক্ষ্ম এমব্রয়ডারি কাজ থাকবে।

দর্গাপুজো শেষ, ইতিমধ্যেই দীপাবলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাঙালিদের কাছে যেমন দীপাবলির থেকেও দুর্গাপুজোটাই হল আসল উৎসব, তেমন অবাঙালিদের কাছে অবশ্য ঠিক উল্টোটা। তবে এবার দীপাবলির সঙ্গে রয়েছে সইফ আলি খানের বাঙালি কানেকশন।

ভাবছেন তো সইফের সঙ্গে তো এমনিতেই বাঙালি কানেকশন রয়েছে। কারণ, সইফের মা শর্মিলা ঠাকুরই তো বাঙালিই। খোদ ঠাকুর বাড়ির সদস্য। তাই সইফকে আধা বাঙালি বললেও ভুল হয় না। আর এবার দীপাবলিতেও বাঙালি ডিজাইনারের পোশাকেই সাজছেন সইফ। তা ডিজাইনারটি কে?

ইনি হলেন কলকাতার নামী বাঙালি ফ্যাশান ডিজাইনার অভিষেক রায়। দীপাবলির পোশাক নিয়ে কথা বলতে সদ্য মুম্বইতে গিয়েছিলেন সইফ আলি খান। সেখানে সইফের সঙ্গে একটি ছবিও তোলেন তিনি। তাতেও অবশ্য সইফ এবং অভিষেক রায়, দুজনকেই সাদা পাজামা-পাঞ্জাবিতেই দেখা যায়। ছবি পোস্ট করে অভিষেক লেখেন, হ্যাঁ, এটা সত্যি যে আমিই সইফের পোশাক ডিজাইন করছি।

আরও পড়ুন-শোভনের কাঁধে মাথা রেখে একান্তে প্রেমমাখা ছবি, নতুন সম্পর্কের কথা গোপন থাকল না সোহিনীর

আরও পড়ুন-৭ ডিসেম্বর বিয়ে, শুরু হয়ে গেল সন্দীপ্তার আইবুড়োভাত পর্ব, কী ছিল মেনুতে?

তবে কেমন হবে সইফের দীপাবলির সেই পোশাক? এাটা জানতে ডিজাইনার Hindustan Times বাংলার তরফে অভিষেক রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। কী জানালেন অভিষেক?

অভিষেক রায় বয়েন, ‘এটা এক্কেবারেই বাঙালি ঐতিহ্যবাহী স্টাইলের ধুতি-পাঞ্জাবি। দিন কয়েক আগে সইফের স্টাইলিস্ট আমার সঙ্গে নিজেই যোগাযোগ করেন। মূলত সিল্ক ও মসলিন কাপড়েই পাঞ্জাবিগুলো বানানো হবে। মোট ৩টে রঙের পাঞ্জাবি। নীল, কালো আর সাদা, এই তিনটি রঙের একই ধরনের পাঞ্জাবি বানানোর হয়েছে। যেকোনও একটি উনি দিওয়ালিতে পরবেন। এক্কেবারেই বাঙালি ক্লাসিক, ভিনটেজ যে স্টাইল হয়, সাইট কাটা, তেমনভাবেই বানানো হচ্ছে। এর সঙ্গে সুক্ষ্ম এমব্রয়ডারি কাজ থাকবে। বেশকয়েকটা (৭-৯) পাঞ্জাবিই বানাতে দিয়েছেন, তবে ওই দিন এরমধ্যে একটি পরবেন। আর যে ধুতি তৈরি হচ্ছে, তার পাড়েও থাকছে কলকা।’

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সপ্তমীতেও বন্ধ বাংলাদেশের সরকারি অফিস, পুজোর ছুটি বেড়ে হল চারদিন পাকিস্তানের মধ্যেই রয়েছে মিনি ভারত, করাচিতে চলছে নবরাত্রি পালন আমি KKR-এর তরফ থেকে কোনও ফোন পাইনি: IPL 2025-এ শাহরুখের দলে খেলতে চান নীতীশ রানা কিছুতেই অনুমতি দিচ্ছে না, টিএমসি পতাকা টাঙিয়ে দিয়েছে, বুকস্টলের জন্য আদালতে CPIM শাকিবের পথে হেঁটেই এবার অবসর ঘোষণা মাহমুদ্দুলাহর! T20 ছাড়ছেন, তবে খেলবেন ওডিআই… দুর্গাপুজোর আগে ৬ দিনে ৩৩৫ জন গ্রেফতার, মহিলা যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের জের ACL2-তে ফিরছে মোহনবাগান? সমালোচনার মুখে পালটি AFC-র? জল্পনা উসকে দিল নিজেরাই তেল চিটচিটে কিচেন চিমনি পরিষ্কার করবেন যে টোটকায় কাঁচা লঙ্কায় সারে মাইগ্রেন! বাড়ায় মেটাবলিজমও! জানেন আর কী কী গুণ আছে? পুজোর ছুটিতে লন্ডনে, বেড়াতে যাওয়ার ভিডিয়ো দিলেন ভাস্বর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.