দর্গাপুজো শেষ, ইতিমধ্যেই দীপাবলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাঙালিদের কাছে যেমন দীপাবলির থেকেও দুর্গাপুজোটাই হল আসল উৎসব, তেমন অবাঙালিদের কাছে অবশ্য ঠিক উল্টোটা। তবে এবার দীপাবলির সঙ্গে রয়েছে সইফ আলি খানের বাঙালি কানেকশন।
ভাবছেন তো সইফের সঙ্গে তো এমনিতেই বাঙালি কানেকশন রয়েছে। কারণ, সইফের মা শর্মিলা ঠাকুরই তো বাঙালিই। খোদ ঠাকুর বাড়ির সদস্য। তাই সইফকে আধা বাঙালি বললেও ভুল হয় না। আর এবার দীপাবলিতেও বাঙালি ডিজাইনারের পোশাকেই সাজছেন সইফ। তা ডিজাইনারটি কে?
ইনি হলেন কলকাতার নামী বাঙালি ফ্যাশান ডিজাইনার অভিষেক রায়। দীপাবলির পোশাক নিয়ে কথা বলতে সদ্য মুম্বইতে গিয়েছিলেন সইফ আলি খান। সেখানে সইফের সঙ্গে একটি ছবিও তোলেন তিনি। তাতেও অবশ্য সইফ এবং অভিষেক রায়, দুজনকেই সাদা পাজামা-পাঞ্জাবিতেই দেখা যায়। ছবি পোস্ট করে অভিষেক লেখেন, হ্যাঁ, এটা সত্যি যে আমিই সইফের পোশাক ডিজাইন করছি।
আরও পড়ুন-শোভনের কাঁধে মাথা রেখে একান্তে প্রেমমাখা ছবি, নতুন সম্পর্কের কথা গোপন থাকল না সোহিনীর
আরও পড়ুন-৭ ডিসেম্বর বিয়ে, শুরু হয়ে গেল সন্দীপ্তার আইবুড়োভাত পর্ব, কী ছিল মেনুতে?
তবে কেমন হবে সইফের দীপাবলির সেই পোশাক? এাটা জানতে ডিজাইনার Hindustan Times বাংলার তরফে অভিষেক রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। কী জানালেন অভিষেক?
অভিষেক রায় বয়েন, ‘এটা এক্কেবারেই বাঙালি ঐতিহ্যবাহী স্টাইলের ধুতি-পাঞ্জাবি। দিন কয়েক আগে সইফের স্টাইলিস্ট আমার সঙ্গে নিজেই যোগাযোগ করেন। মূলত সিল্ক ও মসলিন কাপড়েই পাঞ্জাবিগুলো বানানো হবে। মোট ৩টে রঙের পাঞ্জাবি। নীল, কালো আর সাদা, এই তিনটি রঙের একই ধরনের পাঞ্জাবি বানানোর হয়েছে। যেকোনও একটি উনি দিওয়ালিতে পরবেন। এক্কেবারেই বাঙালি ক্লাসিক, ভিনটেজ যে স্টাইল হয়, সাইট কাটা, তেমনভাবেই বানানো হচ্ছে। এর সঙ্গে সুক্ষ্ম এমব্রয়ডারি কাজ থাকবে। বেশকয়েকটা (৭-৯) পাঞ্জাবিই বানাতে দিয়েছেন, তবে ওই দিন এরমধ্যে একটি পরবেন। আর যে ধুতি তৈরি হচ্ছে, তার পাড়েও থাকছে কলকা।’