বিজয় দেবেরাকোন্ডা, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অতি পরিচিত জনপ্রিয় একটি নাম। দক্ষিণে বিজয় দেবেরাকোন্ডার অনুরাগীর সংখ্যা অসংখ্য। সম্প্রতি তাঁর ‘বেবি' নামে একটি ছবির সাফল্য উদযাপনে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজয়। সেখানেই ঘটল অপ্রত্যাশিত সেই ঘটনা। যেকারণে একপ্রকার দৌড় দিলেন বিজয় দেবেরাকোন্ডা।
ঠিক কী ঘটেছে?
টুইটারে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে মঞ্চে এক্কেবারে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। নীল কুর্তা-পাজামায় দেখা যাচ্ছে তাঁকে। মঞ্চে ছবি নিয়ে কিছু বক্তব্য রাখতে যাবেন, ওমনি কিছু অনুরাগী লাফ দিয়ে মঞ্চে উঠে এলেন। এক অনুরাগী বিজয়ের পা স্পর্শ করতে যাবেন, ঠিক তখনই বিজয় পিছনের দিকে দৌড় দিলেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী মঞ্চে উঠে আসেন, তবে এতজন অনুরাগীকে সামলাতে হিমসিম খেতে হয় তাঁকে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকেই বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন।
ভিডিয়ো দেখে কেউ লিখেছেন, ‘এটা এক্কেবারেই ঠিক হয়নি…’। কারোর মন্তব্য ‘কখনও কোনও অনুষ্ঠানে সেলিব্রিটির সঙ্গে এটা করা উচিত নয়।’ হঠাৎ করে এমন ঘটলে যে কোনও মানুষ আতঙ্কিত হয়ে পড়বেন।' কারোর আবার মনে হয়েছে ‘বিজয় আজব ব্যবহার করছেন! এটা কী জঙ্গী হামলা নাকি!'
আরও পড়ুন-'মাত্র ১৯-২০ বছরেই ৫-৬ সন্তানের মা হয়েছি', মুখ খুললেন শফক নাজ
প্রসঙ্গত বিজয় দেবেরাকোন্ডার বেবি ছবিটি একটি রোম্যান্টিক কমেডি। সাই রাজেশ নীলম পরিচালিত এই ছবিতে বিজয় দেবরাকোন্ডা ছাড়াও, প্রধান ভূমিকায় ছিলেন বৈষ্ণবী চৈতন্য এবং বিরাজ অশ্বিন। ছবিটি মুক্তি পেয়েছিল গত ১২ জুলাই। এখনও পর্যন্ত বক্স অফিসে ছবিটি ছবিটি এখন পর্যন্ত ২৮.১৫ কোটি টাকা আয় করেছে। বিজয়কে পরবর্তী সময়ে সামান্থা রুথ প্রভুর ‘কুশি’ ছবিতে দেখা যাবে। এর আগে অনন্যা পান্ডের ‘লাইগার’ ছবিতে দেখা গিয়েছে।