বলিউডের এখন অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেন কিয়ারা আডবানি। ফাগলি ছবি দিয়ে ডেবিউ করেছিলেন ২০১৪ সালে। তারপর একাধিক ছবিতে তিনি বারংবার নজর কেড়েছেন। আগামীর তাঁকে রণবীর সিংয়ের সঙ্গে ডন ৩ ছবিতে দেখা যাবে। তার আগে তিনি ফের কেন চর্চায় উঠে এলেন? তাঁর কোন কথা নতুন করে বিতর্ক উসকে দিল?
নিজেকে জুহি চাওলার সঙ্গে তুলনা কিয়ারার!
কিয়ারা আডবানির বাবা বা মা কেউই বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তবুও তিনি বলিউডে নিজের একটা পাকা জায়গা তৈরি করে নিয়েছেন। যদিও তাঁর নানা সাক্ষাৎকারে নানা সময় উঠে এসেছে তাঁর সেই লড়াইয়ের কথা। বলিউডের কেউ না হয়ে, কোনও যোগাযোগ না থাকার দরুন তাঁকে কতটা লড়াই করতে হয়েছে তিনি সেটা বারবার জানিয়েছেন। এবার তিনি নিজেকে জুহি চাওলার সঙ্গে তুলনা করলেন। আর তার জেরেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।
আরও পড়ুন: মার্চ থেকেই ডন হয়ে ওঠার প্রস্তুতি শুরু রণবীরের! প্রথম ধাপে কী কী শিখছেন কিয়ারা?
সম্প্রতি জুহি চাওলার একটি পুরনো টুইট ভাইরাল হয়েছে। সেখানে বন্ধুর মেয়ে কিয়ারার প্রশংসা করতে দেখা যাচ্ছে জুহিকে। ফাগলি ছবির আগে তিনি কিয়ারার হয়ে প্রচার করেছিলেন।
সেই টুইট ভাইরাল হতেই নেটিজেনরা তাতে নিজেদের মতামত জানিয়েছেন। সেখানে দর্শকরা স্বীকার করেছেন যে অভিনেত্রী সত্যি গুণী অভিনেত্রী। ভালো অভিনয় করেন কিন্তু বারবার নিজেকে বলিউডের আউটসাইডার বলে দাবি করেন যে সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
কে হন জুহি কিয়ারার?
জুহি চাওলা, সলমন খান, প্রমুখ আসলে কিয়ারার বাবার বন্ধু হন। তাঁদের সঙ্গে কিয়ারাদের খুবই ভালো সম্পর্ক। তাই বারবার তিনি 'বলিউডে আমার কোনও যোগাযোগ নে', 'আমি আউটসাইডার' বলে দাবি করায় অনেকেই চটেছেন তাঁর উপর। বিশেষ করে যেখানে এত নামী দামী অভিনেতার সঙ্গে তাঁর যোগ আছে।
আরও পড়ুন: আইনি বিয়ে সেরে মালা পরাতে ভুলেই গেলেন কাঞ্চন! নতুন বরকে জাপটে ধরে চুমু শ্রীময়ীর
কিয়ারার আগামী প্রজেক্ট
আগামীতে কিয়ারা আডবানিকে ডন ৩ ছবিতে দেখা যাবে। ফারহান আখতার পরিচালিত সেই ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে কিয়ারাকে। শীঘ্রই তাঁরা ট্রেনিং শুরু করবেন এই ছবির জন্য। এমনটাই জানা গিয়েছে।