শাহরুখ খানকে সরিয়ে এবার যে রণবীর সিং ডন ৩ হচ্ছেন সে কথা সকলেই জানেন। তাঁর সঙ্গে কিয়ারা আডবানিও যে থাকছেন এই ছবিতে সেই কথাও কারও অজানা নয়। তবে এবার একটি আরও নতুন আপডেট এল ডন ৩ প্রসঙ্গে। জানা গিয়েছে আগামী মাস থেকেই তাঁরা ট্রেনিং শুরু করবেন এই ছবির জন্য।
ডন ৩ এর নতুন আপডেট
ডন হিসেবে প্রথমবারের জন্য দেখা মেলে অমিতাভ বচ্চনের। পরে তাঁকে সরিয়ে ডন হিসেবে নিজেকে তুলে ধরেন শাহরুখ খান। তাঁকে ডন ফ্র্যাঞ্চাইজির দুটো ছবিতে নাম ভূমিকায় দেখা গিয়েছিল। ছবি দুটো ২০০৬ এবং ২০১১ সালে মুক্তি পায়। এরপর এত বছরের গ্যাপে যখন আবারও ডন আসছে তখন সেখানে থাকছেন না শাহরুখ। তাঁকে সরিয়ে, সেই জায়গায় আসছেন রণবীর সিং। এই ছবিটি বানাতে নাকি ২৭৫ কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে।
এবার মিডডের একটি রিপোর্টে জানানো হয়েছে মার্চের শেষ দিক থেকে নাকি রণবীর এবং কিয়ারা ডন ৩ ছবিটির জন্য প্রস্তুতি শুরু করবেন। এজিলিটি ট্রেনিং দিয়ে তাঁদের সেই ট্রেনিং শুরু হবে। নিজেদের শারীরিক ভাবে প্রস্তুত করার এই প্রক্রিয়া তাঁরা মার্চের শেষ থেকে শুরু করবেন। এটার জন্য থাইল্যান্ড থেকে মার্শাল আর্টস বিশেষজ্ঞদের অনানো হয়েছে। দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য থাকবে বলেও পরিচালক ফারহান আখতার জানিয়েছেন।
তবে এটাই প্রথম নয়। এর আগেও, বলা ভালো সাম্প্রতিককালে বলিউডে একাধিক অ্যাকশন ছবি তৈরি হয়েছে। উল্লেখযোগ্য পাঠান, ফাইটার, ওয়ার, ইত্যাদি। তবে এই নতুন ডন ৩ ছবিতে ফারহান যে অ্যাকশনকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে জ্যাকসনের মুন ওয়াক সৌরভের, সচিনের সঙ্গে তুলনা শুনে বললেন, 'এই ওকে কেউ...'
ডন ৩ ছবির বাজেট
সদ্যই প্রকাশ্যে এসেছে রণবীর সিং অভিনীত আসন্ন ডন ৩ ছবিটির বাজেট। জানা গিয়েছে এই ছবিটি তৈরি করতে ২৭৫ কোটি টাকা বাজেট হিসেবে রাখা হয়েছে। বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে জানানো হয়েছে ফারহান আখতার চাইছেন যাতে ডন ৩ ছবিটিকে একটি বিশ্বমানের থ্রিলার হিসেবে নিয়ে আসা যায়।
সূত্রের খবর অনুযায়ী, 'ডন ১ এবং ডন ২ অর্থাৎ যেখানে শাহরুখ খানকে দেখা গিয়েছিল সেই ছবি দুটো মোটামুটি কম বা ঠিকঠাক বাজেটে বানানো হয়েছিল। কিন্তু যেহেতু ডন ৩ ছবিটিকে ফারহান আখতার একটি বিশ্বমানের থ্রিলার ভাবতে চাইছেন এবং তিনি কেবল ভারতীয় ছবিগুলোর সঙ্গে সেটাকে টেক্কা দেওয়াতে চাইছেন না তাই এটির বাজেট অনেকটাই বেড়ে গিয়েছে। ফারহান আখতারের যে স্বপ্ন ডন ৩ কে বিশ্বমানের থ্রিলার হিসেবে গড়ে তোলার সেটা রণবীর সিংহের দুর্দান্ত অভিনয় ছাড়া সম্ভব হতো না।'