ইন্ডিয়ান আইডল ১৪ একটা লম্বা সফর পেরিয়ে এখন টুকটুক করে এগিয়ে চলেছে ফিনালের দিকে। বর্তমানে মাত্র ছয়জন প্রতিযোগী বাকি আছেন। আর এই সেরা ছয়কে নিয়েই এবার এই গানের লড়াইয়ের মঞ্চে অনুষ্ঠিত হবে মা বিশেষ পর্ব। সেখানেই নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন গায়িকা তথা বিচারক শ্রেয়া ঘোষাল।
ইন্ডিয়ান আইডল ১৪ -তে মাতৃত্ব নিয়ে কী বললেন শ্রেয়া?
এদিন সোনি টিভির তরফে ইন্ডিয়ান আইডল ১৪ -এর নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে শ্রেয়াকে তাঁর মাতৃত্ব নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, 'বন্ধুরা, আমার জীবনের সেরা উপলব্ধি হল গায়িকার পরিচয় নয়, বা শ্রেয়া ঘোষালের পরিচয় নয়। বরং একজন মা হয়ে ওঠা আমার জীবনের সেরা পরিচয়।' এরপর তিনি আরও বলেন, 'দুনিয়া মনে করে গানের সফর সেরা। কিন্তু আসলে মায়েদের প্রার্থনা হল সেরা। আমাদের সবার গানের প্রথম গুরু হন আমাদের মায়েরা। মায়ের গাওয়া গানেই সঙ্গীতের প্রথম সা থাকে। আর আমাদের সরগমের মাঝের সুরও কিন্তু মা। সব মা গায়ক হন না হন তাঁরা কিন্তু সকলে সরস্বতী।' নেপথ্যে ভেসে ওঠে শ্রেয়া এবং তাঁর সন্তানের ছবি। তাঁর কথায় মুগ্ধ হয়ে যান কুমার শানু এবং বিশাল দাদলানি। প্রসঙ্গত ২০২১ সালে মা হন শ্রেয়া। তাঁর ছেলের নাম দেবযান।
আরও পড়ুন: দুর্দান্ত গেয়েও দীপন বাদ! ইন্ডিয়ান আইডল ১৪ এর সেমি ফাইনালে বাংলার অনন্যা-শুভদীপ, আছেন আর কারা?
আরও পড়ুন: 'ফেসবুকের রাস্তায় না নেমে...' সন্দেশখালি ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের আহ্বান রুদ্রনীলের
ইন্ডিয়ান আইডল ১৪ -তে শুভদীপের গান
এদিন মা বিশেষ পর্বে শুভদীপ দাস বাজিরাও মাস্তানি ছবির আজ ইবাদত গানটি গেয়ে শোনান। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে যান সকলে। তারিফ করে ওঠেন শ্রেয়া, বিশাল, শোনুরা।
আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে জ্যাকসনের মুন ওয়াক সৌরভের, সচিনের সঙ্গে তুলনা শুনে বললেন, 'এই ওকে কেউ...'
ইন্ডিয়ান আইডল ১৪ প্রসঙ্গে
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।