চলতি বছর দেশের বক্স অফিসের সবচেয়ে বড় হিট (পাঠান) উপহার দিয়েছেন দীপিকা পাড়ুকোন, এই মুহূর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছেন রণবীর ঘরণী। তাঁর হাতে রয়েছে সিদ্ধার্থ আনন্দের ফাইটার (বিপরীতে হৃতিক) এবং নাগ অশ্বিনের ‘প্রোজেক্ট K’। এই ছবিতে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে প্রভাস-দীপিকা। ‘প্রোজেক্ট K’-র সঙ্গেই তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন অভিনেত্রী, স্বভাবতই উত্তেজনার পারদ তুঙ্গে।
আগামী ২০শে জুলাই (ভারতীয় সমানুসারে ২১) ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে অনুষ্ঠিত কমিক-কন অনুষ্ঠানে প্রকাশ্যে আসবে প্রোজেক্ট-K'র ঝলক। এটিই প্রথম ভারতীয় ছবি যার আনুষ্ঠানিক প্রকাশ হওয়ার কথা এই বিশ্ববিখ্যাত অনুষ্ঠানে। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই ছবির। শ্যুটিং সেটে অমিতাভের চোট, কমিক-কনে যোগ ঘিরে তৈরি হওয়া জটিলতার পর এবার দীপিকার পোস্টার। হ্যাঁ, সোমবার সামনে এসেছে দীপিকার ফার্স্ট লুক। কিন্তু সেই পোস্টার মোটেই খুশি করতে পারল না অনুরাগীদের,বরং তীব্র ট্রোলের মুখে পড়লেন নির্মাতারা। ছবি নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তার সিকিভাগও পূরণ করতে পারল না দীপিকার ফার্স্ট লুক পোস্টার। এলোমেলো চুলে সামনে এলেন অভিনেত্রী, দু-চোখে তীক্ষ্ণ দৃষ্টি। ক্লোজ আপ শটেই দেখা মিলেছে দীপিকার, বিবরণীতে লেখা-'আরও ভালো আগামীকালের জন্য একটি আশার আলো।'
দীপিকার এই লুক দেখে হতাশ অনুরাগীরা। একজন বিদ্রুপ করে লেখেন, ‘এমন আধার কার্ডের ছবিকে ফার্স্ট লুক বলে চালানোর অর্থ কী?’ অপর একজন লেখেন-'এটা কি মুখ প্রকাশ্যে আনা না ফার্স্ট লুক? পুরো লুকই তো দেখতে পেলাম না, শুধু দীপিকার মুখের ক্লোজ আপ, খুবই হতাশাজনক'।
নেটপাড়ার বাসিন্দাদের দাবি ফার্স্ট লুক মানে সম্পূর্ণ চেহারা সামনে আনা। আর এই ছবিতে একদম চেনা লুকেই দীপিকার দেখা মিলেছে, কোনও চমক নেই। তাই ছবি নিয়ে যে উন্মাদনা ছিল, সবটাই মাটি হয়ে গেল। হতাশা কাটিয়ে আপতত ২১ তারিখ ছবির টিজারের অপেক্ষায় আশায় বুক বাঁধছেন প্রভাস অনুরাগীরা।
খবর, নাম পালটে ‘কালচক্র’ (KaalChakra) নামে মুক্তি পাবে ‘প্রোজেক্ট K’। প্রভাস-দীপিকা-অমিতাভ ছাড়াও এই ছবিতে থাকছেন কমল হাসান। ‘মহাভারত’-এর আধারে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। সেই কারণেই ছবির নামকরণ করা হতে পারে ‘কালচক্র’। বক্স অফিসে সময়টা একদম ভালো যাচ্ছে না প্রভাসের, ‘বাহুবলী’ তারকা শেষ তিন রিলিজ-- সাহু, রাধে-শ্যাম এবং আদিপুরুষ ডাহা ফেল, এই অবস্থায় ‘প্রোজেক্ট K’র জন্য জান লড়িয়ে দিচ্ছে প্রভাস।