ভালো কাজের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে! পুরস্কারের চেয়ে অনেকেই বক্স অফিস সাফল্যকে এগিয়ে রাখেন, কিন্তু অভিনেতাদের পরিশ্রমের একমাত্র অক্সিজেন পুরস্কার। আর সেই পুরস্কারের নাম যদি হয় ফিল্মফেয়ার তাহলে তো কথাই নেই! বলিউডের অন্যতম ঐতিহ্যশালী পুরস্করা হিসাবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। হালে বাংলার জন্য পৃথকভাবে এই পুরস্কারে আয়োজিত হয়।
আগামী ২৯ মার্চ ফিল্মফেয়ার বাংলার জমকালো আসর বসবে শহরের এক পাঁচতারা হোটেলে। পুরস্কারমঞ্চে কে শেষ হাসি হাসবেন তা তো সময় বলবে। তবে তার আগে সামনে এল নমিনেশনের তালিকা।
এই বছর সেরা ছবির দৌড়ে দেবের দুটো (প্রধান, বাঘাযতীন) ছবি রয়েছে, যা বড় প্রাপ্তি নায়কের। সবচেয়ে বড় কথা এই ছবির জন্য সেরা অভিনেতার দৌড়েও রয়েছেন তিনি। তবে লড়াই সহজ হবে না। অন্যদিকে সেরা নবাগতা অভিনেত্রীর তালিকায় জায়গা করে নিয়েছেন দেবের ‘প্রধান’ সহ-অভিনেত্রী সৌমিতৃষা। শুধু সৌমিতৃষা নন, দেবের ‘বাঘাযতীন’ নায়িকা সৃজা দত্তও এই বিভাগে মনোনীত।
সেরা গায়ক হিসাবে হাড্ডাহাড্ডি লড়াই অরিজিৎ-অনুপমের। পার্শ্ব গায়কের ক্য়াটেগরিতে জোড় মনোনয় দুজনেরই। ‘আমি সেই মানুষটা আর নেই’ (দশম অবতার) এবং ফিরে এসো (প্রধান)-র জন্য নমিনেশন কুড়িয়েছেন অনুপম, ভাব যদি (কাবুলিওয়ালা) ও জিয়া তুই ছাড়া (বিয়ে বিভ্রাট)-র জন্য মনোনীত অরিজিৎ।
এক নজরে দেখুন তালিকা-
সেরা ছবি
কাবুলিওয়ালা, প্রধান, বাঘাযতীন, রক্তবীজ, অর্ধাঙ্গিনী এবং দশম অবতার
সেরা পরিচালক
অরুণ রায় (বাঘাযতীন), অতনু ঘোষ (শেষ পাতা), অভিজিৎ সেন (প্রধান), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধ্বাঙ্গিনী), নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার) এবং সুমন ঘোষ (কাবুলিওয়ালা)
সেরা ছবি (সমালোচকদের মতে)
মায়ার জঞ্জাল, নীহারিকা, পালান, শেষপাতা এবং শহরের উষ্ণতম দিনে
সেরা অভিনেতা
অনির্বাণ চক্রবর্তী, দেব, জিৎ, মিঠুন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সেরা অভিনেতা (সমালোচকদের মতে)
অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার এবং সুব্রত দত্ত
সেরা অভিনেত্রী
চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), জয়া আহসান (দশম অবতার), কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি), ঋতাভরী চক্রবর্তী(ফাটাফাটি), শোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে) এবং স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
সেরা অভিনেত্রী (সমালোচকদের মতে)
অনুরাধা মুখোপাধ্যায় (নীহারিকা) অপি করিম (মায়ার জঞ্জাল), গার্গী রায়চৌধুরী (শেষ পাতা), মমতা শঙ্কর (পালান), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর) এবং তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)
সেরা সহ-অভিনেতা
অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী), অনির্বাণ ভট্টাচার্য (দশম অবতার), অনির্বাণ চক্রবর্তী (প্রধান), যিশু সেনগুপ্ত (দশম অবতার), কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী), সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল) এবং বিক্রম চট্টোপাধ্যায় (শেষ পাতা)
সেরা সহ-অভিনেত্রী
অনসূয়া মজুমদার (রক্তবীজ), অপরাজিতা আঢ্য (চিনি ২), জয়া আহসান (অর্ধাঙ্গিনী), মল্লিকা মজুমদার (নীহারিকা) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান)
সেরা অ্যালবাম
অর্ধাঙ্গিনী (অনুপম রায়), দশম অবতার (অনুপম রায়), কাবুলিওয়ালা (ইন্দ্রদীপ দাশগুপ্ত), মায়াকুমারী (বিক্রম ঘোষ), মিথ্যে প্রেমের গান (কুন্তল দে, রণজয় ভট্টাচার্য, সৌম্য ঋত) এবং শহরের উষ্ণতম দিনে (নবারুণ বসু ও আকাশ চক্রবর্তী)
সেরা গান
অনুপম রায়- আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার), অনুপম রায়- আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী), অরিত্র সেনগুপ্ত ও রণজয় ভট্টাচার্য- নীরবতায় ছবি (মিথ্যে প্রেমের গান), কৌশিক গঙ্গোপাধ্যায়- আমি আর ও (পালন), ঋতম সেন- জানি অকারণ (ফাটাফাটি)
সেরা পার্শ্ব গায়ক
অনুপম রায়- আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার), অনুপম রায়- ফিরে এসো (প্রধান), অরিজিৎ সিং- ভাব যদি (কাবুলিওয়ালা), অরিজিৎ সিং- জিয়া তুই ছাড়া (বিয়ে বিভ্রাট), ইশান মিত্র ও রণজয় ভট্টাচার্য- নীরবতায় ছবি (মিথ্যে প্রেমের গান) মাহতিম সাকিব- তুমি জানতেই পারো না (চিনি ২), রূপম ইসলাম- শেষ বলে কিছু আসে কি (শেষ পাতা)
সেরা পার্শ্ব গায়িকা
অবর্ণা রায়- মলয় বাতাসে (নীহারিকা), অন্তরা মিত্র- জানি অকারণ (ফাটাফাটি), অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী- নাক্কু নাকুর না যাও ঠাকুর (রক্তবীজ), ইমন চক্রবর্তী- আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)
সেরা অরিজিনাল গল্প
অতনু ঘোষ (শেষ পাতা), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), কৌশিক গঙ্গোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান), নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া সেন (রক্তবীজ)
সেরা চিত্রনাট্য
অতনু ঘোষ (শেষ পাতা), ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিনহা (মায়ার জঞ্জাল), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ)
সেরা নতুন অভিনেত্রী
সৌমিতৃষা কুণ্ডু (প্রধান), শ্রীজা দত্ত (বাঘা যতীন), তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)
সেরা নতুন পরিচালক
অরিত্র সেন (ঘরে ফেরার গান) পরমা নেওটিয়া (মিথ্যে প্রেমের গান), শ্রীজাত (মানবজমিন), সুমন্ত্র রায় (ঘাসজমি)।