বক্স অফিসে এখন জওয়ান-এর রাজত্ব। যার ফলে বেশ মুশকিলেই পড়ে গিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলি। সেই তালিকায় নাম রয়েছে দ্য ভ্যাক্সিন ওয়ার, ফুকরে ৩, চন্দ্রমুখী ২-এর। যাকে বলে একেবারে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা।
৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া জওয়ান রবিবারও ব্যবসা করেছে ৮ কোটির উপর। ২৫ নম্বর দিনে এসে দেশজুড়ে এখনও চলছে শাহরুখ খানের রাজত্ব। সেই তুলনায় কতটা টক্কর দিতে পারল বাদবাকি সিনেমাগুলি?
দ্য ভ্যাক্সিন ওয়ার বক্স অফিস কালেকশন:
হাল একেবারে বেহাল দ্য ভ্যাক্সিন ওয়ার সিনেমাটির। বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলস সাফল্য পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন এটিও বুঝি ব্লববাস্টার হবে। কিন্তু দেখা গেল, রবিবার মাত্র ২.২০ কোটির ব্যবসা করেছে এই সিনেমা (তথ্যসূত্র: sacnilk.com)। ২৮ সেপ্টেম্বর মুক্তির পর চারদিনে মোট সংগ্রহ মাত্র ৫.৭০ কোটি।
দ্য ভ্যাক্সিন ওয়ার-এ অভিনয় করেছেন নানা পাটেকর, অনুপম খের, রাইমা সেন, পল্লবী জোশি ও সপ্তমী গৌড়ারা রয়েছেন মুখ্য চরিত্রে। করোনার টিকা কোভ্যাক্সিন বানানো নিয়ে ভারতীয় বিজ্ঞানীদের যে লড়াই, তাই ধরা পড়েছে এই সিনেমায়।
চন্দ্রমুখী ২ বক্স অফিস কালেকশন
কঙ্গনার চন্দ্রমুখী ২-এর অবস্থা অন্তত ভ্যাক্সিন ওয়ারের থেকে ভালো। যদিও দক্ষিণী এই সিনেমার দর্শক বেশিরভাগই দক্ষিণ ভারতেরই। হিন্দির দর্শক হাতে গোনা। সে যাই হোক, sacnilk.com দেশব্যপী রবিবারে চন্দ্রমুখী ২ রবিবারে ব্যবসা করেছে ৬.২৫ কোটির। এটিও মুক্তি পেয়েছিল ২৮ সেপ্টেম্বর। ছবির মোট আয় চারদিনে ২৩.৯০ কোটি।
হরর কমেডি চন্দ্রমুখী-র সিক্যুয়েল চন্দ্রমুখী ২। কঙ্গনা ছাড়াও রয়েছেন ভাদিভেলু, রাধিকা শরৎকুমার, লক্ষ্মী মেনন, সৃষ্টি ডাঙ্গে, মিঠুন শ্যাম, মহিমা নাম্বিয়ার, রাও রমেশ, বিঘ্নেশ, রবি মারিয়া, সুরেশ মেনন, টিএম কার্তিক এবং সুবিক্ষা কৃষ্ণান।
ফুকরে ৩ বক্স অফিস কালেকশন
২৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ফুকরে ৩-ও। এই ছবি অন্তত বক্স অফিসে হিটের তালিকায় নাম লেখাতে চলেছে বলে আশা রাখা যেতে পারে। বৃহস্পতিবার ছবি খাতা খুলেছিল ৮.৮২ কোটি দিয়ে। এরপর শুক্র ও শনিবারে আয় হয় যথাক্রমে ৭.৮১ ও ১১.৬৭ কোটি। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট বলছে রবিবারে এই সিনেমার সংগ্রহ দেশ থেকে ১৫.২৫ কোটি। মানে জওয়ানের থেকে প্রায় ৭ কোটি বেশি। আর ৪ দিনে এই সিনেমার মোট সংগ্রহ ৪৩.৫৫ কোটি।
ফুকরে ৩ ছবিতে রয়েছেন পুলকিত সম্রাট, মনজোত সিং, বরুণ শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, রিচা চাড্ডারা। আশা করা যাচ্ছে, ফুকরে ৩ অন্তত ১০০ কোটির ঘরে পা রাখবেই।