টলিপাড়ায় ফের প্রেমের গন্ধ! চুটিয়ে প্রেম করছেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর সুহাসিনী মানে অভিনেত্রী গীতশ্রী রায় (Geetashree Roy)। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ গীতশ্রী। জি বাংলার ‘রাশি’ সিরিয়ালের সুবাদে উঠে এসেছিলেন আলোচনায়। সম্প্রতি ‘মন ফাগুন’ ধারাবাহিকে নজর কেড়েছেন এই টেলি সুন্দরী। ‘বেঙ্গালুরু এফসি’-র ফুটবল তারকা প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন গীতশ্রী।
গীতশ্রী কথায়, ‘সম্পর্কটা বন্ধুত্বের থেকেও খানিকটা বেশি'। সোশ্যাল মিডিয়ায় বিশেষ মানুষটির সঙ্গে হামেশাই ধরা দিচ্ছেন তিনি, কখনও গীতশ্রী রিল বিগড়ে দিচ্ছেন প্রবীর তো কখনও আবার হাঁটু মুড়ে বসে বলছেন- ‘ছোড়েঙ্গে অব না ইয়ে হাত’। প্রেম জমে ক্ষীর, তা বুঝতে অসুবিধা হওয়ার নয়। ভালোবাসায় মাখামাখি এই সম্পর্কের একটি সুন্দর মুহূর্ত বৃহস্পতিবার ইনস্টায় পোস্ট করেছেন প্রবীর।
সেখানে দেখা গেল ক্যান্ডেল লাইট ডিনারে গীতশ্রী-প্রবীর। পরস্পরের চোখে হারিয়ে গিয়েছেন তাঁরা, একে অপরের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছেন। যেন মুহূর্তটা সেখানেই থমকে গিয়েছে। ছবির বিবরণীতে তারকা ফুটবলার লেখেন, 'এই একসঙ্গে থাকার মুহূর্তগুলিই আমার প্রিয়'। ছবির কমেন্ট বক্স জ্বলজ্বল করছে গীতশ্রীর দুই ঘনিষ্ঠ বান্ধবী সৃজলা ও মল্লিকার মন্তব্য। মন ফাগুনের পিহু লিখেছেন, ‘একদম পারফেক্ট ফ্রেম’। অন্যদিকে মল্লিকা লাল হৃদয়ের ইমোজিতে মুড়ে দিয়েছেন।
গত বছর ডুরান্ড কাপের ফাইনালে গীতশ্রী এবং প্রবীরের ঘনিষ্ঠতা প্রথম নজরে আসে। কলকাতায় ফাইনাল জিতে সেই জয় গীতশ্রীকে উৎসর্গ করেছিলেন প্রবীর। ম্যাচ জেতার পর একসঙ্গে পার্টিও করতে দেখা গিয়েছে তাঁদের। ছোট থেকেই ফুটবল ভক্ত গীতশ্রী। প্রবীরের সমর্থনে মাঠেও হাজির ছিলেন তিনি।
গীতশ্রীর সঙ্গে প্রবীরের প্রেমপর্ব বর্তমানে জমজমাট হলেও তাঁর একটা অতীত রয়েছে। ‘বেঙ্গালুরু এফসি’ দলের এই তারকা ফুটবলারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন প্রাক্তন স্ত্রী তনুশ্রী। ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগও। তবে সেইসব অভিযোগ এখন অতীত। তনুশ্রীকে ভুলে গীতশ্রীর হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন প্রবীর। এই সম্পর্কের পরবর্তী ধাপে কবে পৌঁছায় সেইদিকেই এখন নজর সকলের।