অবশেষে বলিউডের ‘আচ্ছে দিন’ ফিরেছে! ২০২৩ সাল জুড়ে একের পর এক ব্লকবাস্টার হিট ছবি। পাঠান, গদর ২, জওয়ান-এর রমরমা সর্বত্র। নব্বইয়ের তারকারাই বাজার কাঁপাচ্ছেন, অথচ ৪ বছর ধরে রুপোলি পর্দায় খোঁজ নেই গোবিন্দার। বোনপো ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে ঝামেলা তো কখনও আবার প্রতারণার মামলায় নাম জড়ানো, নেতিবাচক কারণেই চর্চায় উঠে আসছে ‘হিরো নম্বর ১’-এর নাম। এর মাঝেই বিস্ফোরক দাবি অভিনেতার। আরও পড়ুন-১০০০ কোটির আর্থিক দুর্নীতিতে নাম জড়ালো গোবিন্দার,পুলিশি জেরার মুখে হিরো নম্বর ১
‘হেলাফেলা’ চরিত্রে অভিনয় করবেন না বলে গত বছর নাকি ১০০ কোটির একটি প্রোজেক্ট থেকে সরে দাঁড়ান গোবিন্দা! ‘কুলি নম্বর ১’ তারকা সপরিবারে মেতেছিলেন গণেশ চতুর্থীর উদযাপনে। এর মাঝেই বলেন, ‘আমি সহজে কাজ করতে রাজি হই না। তবে অনেক লোকজনই আছেন যারা ভাবেন আমার হাতে কাজ নেই। তাদের বলতে চাই, আমার উপর বাপ্পার আর্শীবাদ রয়েছে। গত বছর ১০০ কোটির প্রোজেক্টকে না বলেছি আমি’। এরপর তিনি আরও বলেন, ‘আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে চড় কষাচ্ছিলাম কারণ আমি কোনও প্রোজেক্ট স্বাক্ষর করছি না। তাঁরা আমাকে অনেক টাকা দিচ্ছিল, কিন্তু আমি কোনও হেলাফেলা চরিত্র করব না। আমি অতীতে যেমন মানের কাজ করেছি, সেইরকম কিছু পেলে তবেই কাজে ফিরব’।

গোবিন্দার গণেশ বন্দনা
স্ত্রী সুনীতা, ছেলে যশবর্ধনের সঙ্গে গণেশ চতুর্থীর আমেজে গা ভাসান গোবিন্দা। বন্ধু শিল্পা শেট্টির বাড়ির পুজোতেও সামিল হন সপরিবারে। ১৭০-টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন গোবিন্দা। নব্বইয়ের দশকে অজস্র হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তারকা। ১৯৮৬ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন এই বিহারীবাবু। পরবর্তীতে ‘হিরো নম্বর ১’, ‘দুলহে রাজা’,'শোলা অউর শবনম'-এর মতো জনপ্রিয় ছবি হিন্দি সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন গোবিন্দা।
দিন কয়েক আগেই ১০০০ কোটির অনলাইন পঞ্জি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অভিনেতার। ওড়িশা পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা বা EOW-র জেরা মুখে পড়তে হবে গোবিন্দাকে। তদন্তকারীরা জানিয়েছেন, বিভিন্ন দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের আড়ালে কেলেঙ্কারির জাল বিছিয়েছে সোলার টেকনো অ্যালায়েন্স নামে এক সংস্থা। সেই সংস্থারই প্রচারের মুখ গোবিন্দা। তবে এই মুহূর্তে অভিনেতা এই প্রতারণা মামলার অভিযুক্ত বা সন্দেহভাজন কোনওটাই নন। তদন্তের স্বার্থে জেরা করা হবে তাঁকে। জানানো হয়েছে, যদি গোবিন্দার সঙ্গে সেই সংস্থার চুক্তিতে উল্লেখ থাকে যে শুধুমাত্র সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবেই চুক্তিবদ্ধ গোবিন্দা, তাহলে তাঁকে রাজসাক্ষী করা হবে। যদিও তদন্তের পর জানা যায়, সংস্থার সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে গোবিন্দার, তাহলে অন্য ব্যবস্থা নেওয়া হবে।