২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'হামি'। বক্স অফিসে শোরগোল ফেলার পাশাপাশি ছবি সমালোচকদের তারিফ কুড়িয়েছিল সেই ছবি। 'ভুটু' এবং 'চিনি'র পাশাপাশি 'লাল্টু বিশ্বাস'কে মনে ধরেছিল দর্শকের। এবার আসতে চলেছে ‘হামি ২’। এবারও লাল্টু-র ভূমিকায় দর্শকের সামনে হাজির হবেন অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রসঙ্গত, 'হামি'-র মতো এই ছবিরও পরিচালনার দায়িত্ব সামলাবেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে 'হামি ২'-র শ্যুটিং।

'রামধনু' ছবির পর 'হামি'-তেও 'লাল্টু' হয়ে ফিরেছিলেন শিবপ্রসাদ। হামি'-তে 'লাল্টু বিশ্বাস'কে দেখা গিয়েছিল ফার্নিচার ব্যবসায়ী হিসেবে। এবার ফের 'হামি ২'-তে ফিরতে চলেছে লাল্টু। তবে এই ছবিতে তাঁর পদবি এবং পেশা তা ফাঁস করেননি শিবপ্রসাদ। জানিয়েছেন 'পদবী ও পেশা চমক রইল'। সম্প্রতি, ফেসবুকে 'লাল্টু'-র সাজে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা-পরিচালক। ‘হামি’-র মতো একই সাজে ফিরছে ‘লাল্টু’। সঙ্গে লেখেন, 'আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।’ তার নীচে হ্যাশট্যাগে জুড়লেন ছবির নাম ‘হামি ২'।
বক্সঅফিসে 'হামি' দুরন্ত সাফল্য পাওয়ার পর থেকেই রব উঠেছিল 'হামি ২' এর। গত বছরই জানানো হয়েছিল 'হামি ২' এর শ্যুটিংয়ের তোড়জোড় করা শুরু হয়েছে। এমনকী ছবির পোস্টারও প্রকাশ করা হয়েছিল। তবে করোনা অতিমারির ফলে সেসব পরিকল্পনা ভেস্তে যায়। এরপর এই বিষয়ে সরাসরি কোনওদিন জীবন না দিলেও কিছুদিন আগেই এই পরিচালক জুটির প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’ প্রোডাকশনের তরফে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় 'হামি ২' এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। জানিয়ে রাখা ভালো, 'হামি' ছবির সব অভিনেতারাই থাকবেন এর সিক্যুয়েলেও। পাশাপাশি এক ঝাঁক নতুন মুখও দেখা যাবে।
একটি বিশেষ চরিত্রে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়কে। 'হামি ২'-এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই ছবির একাধিক গানও রেকর্ড করা হয়ে গিয়েছে বলেই খবর।ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ২৩-এ ডিসেম্বর।