‘সোহাগ জল’ শেষ হতে না হতেই নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন হানি বাফনা। তবে এবার সান বাংলায়। তাঁর বিপরীতে টুম্পা ঘোষকে যে দেখা যাবে সেই খবর HT বাংলা আগেই জানিয়েছিল। ধারাবাহিকের নাম ‘শ্যামা’। এবার এই ধারাবাহিকের প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনল চ্যানেল কর্তৃপক্ষ।
বিশ্বজিৎ চক্রবর্তীকে দেখা যাবে হানি অর্থাৎ শ্যামা ধারাবাহিকের মূল পুরুষ চরিত্র জয়ের দাদুর চরিত্রে। তিনি তাঁর নাতির জন্য পাত্রী বাছছেন। পাত্রীর জন্মছকের সঙ্গে মেলাচ্ছেন নাতির জন্মছক। সেখানে দেখতে পান জয়ের সঙ্গে তাঁর হবু স্ত্রীর ৩৬টার মধ্যে ৩৬টা গুণ মিলে গিয়েছে। ওই যাকে রাজযোটক বলে আর কি!
অন্যদিকে এই ছবি মূল মহিলা চরিত্র অরিত্রির ভূমিকায় থাকবেন টুম্পা ঘোষ। তিনি আবার মা তারার ভক্ত। ঈশ্বরের সেবায় জীবন নিয়োজিত করতে চাইলেও সংসারের নিয়মে তা হয় না। তাঁর বিয়ে ঠিক হয়। তাই তিনি ভয় পাচ্ছে যে কী হবে সেটা ভেবে। এমন সময় দেবী তাঁকে আশীর্বাদী ফুল দিয়ে বোঝান বিপদে আপদে তিনি তাঁর ভক্তের পাশে থাকবেন।
কিন্তু এরপরই আসে গল্পের টুইস্ট। জয় অর্থাৎ হানির চরিত্রের আরও একটি দিক থাকবে, যা গল্পে ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। তবে প্রথম ঝলক থেকে স্পষ্ট সেই রূপ বিশেষ ভালো নয়। নেতিবাচক। এবং তাঁর আরও বিয়ের সম্ভাবনা আছে। কারণ তাঁর দাদু অরিত্রিকে আশীর্বাদ করার সময় বলেন, 'তুমিই হবে ওর প্রথম স্ত্রী।' ফলে গল্পের পরতে পরতে যে রহস্য লুকিয়ে আছে সেটা স্পষ্ট।
আরও পড়ুন: জনপ্রিয় নায়িকার সঙ্গে ফিরছে সোহাগ জলের ‘শুভ্র’ হানি, কোন চ্যানেলের কোন সিরিয়াল?
এই ধারাবাহিকে অন্যান্য ভূমিকায় সুচিস্মিতা চৌধুরী, ভরত কল, অভিজিৎ সরকার প্রমুখকে দেখা যাবে। তবে কবে থেকে সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের সেটা এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে।
প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে কমেন্ট বক্স। অভিনেতা যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়, সায়ক, প্রমুখ শুভেচ্ছা জানিয়েছে শ্যামার টিমকে। বহু ভক্তরাও জানিয়েছেন এতদিন পর টুম্পা ঘোষকে এভাবে দেখে তাঁরা বড়ই আনন্দিত। এক ব্যক্তি লেখেন, 'এর আগে স্টার জলসায় বিধির বিধান করেছিল টুম্পা দি।ওখানেও তার নাম শ্যামা ছিল। এইসব নাটকে তাকেই ভাল মানায়'। আরেকজনের মতে, 'দারুণ প্রোমো, অপেক্ষায় রইলাম'।